Cleaning Tips: টিফিন বক্স , জলের বোতলে দুর্গন্ধ? ঘরোয়া উপায়েই দূর করুন সমস্যা

Tiffin Box Cleaning: দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট। যা যেকোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। একটি পাত্রে জলের মধ্যে দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই জল টিফিন বক্স, বোতলের মধ্যে ভরে ১৫-২০ মিনিট রাখুন।

| Edited By: | Updated on: Jun 06, 2023 | 12:24 PM
বোতল বা টিফিন বক্স আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস। তাই এই জিনিসগুলি পরিষ্কার রাখা উচিত। কারণ তা না হলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

বোতল বা টিফিন বক্স আমাদের নিত্যদিনের ব্যবহারের জিনিস। তাই এই জিনিসগুলি পরিষ্কার রাখা উচিত। কারণ তা না হলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

1 / 8
কিন্তু অনেকসময়ই এই জিনিস গুলিতে দুর্গন্ধ হয়। কারণ এতে দীর্ঘক্ষণ খাবার ভরে রাখা হয়। কী করে মুক্তি পাবেন এই সমস্যা থেকে ভাবছেন তো? রইল কিছু ঘরোয়া উপায়...

কিন্তু অনেকসময়ই এই জিনিস গুলিতে দুর্গন্ধ হয়। কারণ এতে দীর্ঘক্ষণ খাবার ভরে রাখা হয়। কী করে মুক্তি পাবেন এই সমস্যা থেকে ভাবছেন তো? রইল কিছু ঘরোয়া উপায়...

2 / 8
লেবুর রস চিপে নিয়ে বেশিরভাগ মানুষই খোসাটা ফেলে দেন। কিন্তু এই খোসা দিয়ে বোতল, টিফিন বক্স পরিষ্কার করা যায় জানেন কি? এতে রয়েছে সাইট্রিক অ্য়াসিড। যা দুর্গন্ধ দূর করে।

লেবুর রস চিপে নিয়ে বেশিরভাগ মানুষই খোসাটা ফেলে দেন। কিন্তু এই খোসা দিয়ে বোতল, টিফিন বক্স পরিষ্কার করা যায় জানেন কি? এতে রয়েছে সাইট্রিক অ্য়াসিড। যা দুর্গন্ধ দূর করে।

3 / 8
গরম জলে লেবুর খোসা দিয়ে তা ফুটিয়ে নিন। অবার সেই জল বোতল, টিফিন বক্সে ভরে রাখুন। ১-২ ঘণ্টা এভাবে রেখে দিন। দূর হবে দুর্গন্ধ।

গরম জলে লেবুর খোসা দিয়ে তা ফুটিয়ে নিন। অবার সেই জল বোতল, টিফিন বক্সে ভরে রাখুন। ১-২ ঘণ্টা এভাবে রেখে দিন। দূর হবে দুর্গন্ধ।

4 / 8
আরও একটি উপায় রয়েছে। একটি পাত্রে সমপরিমাণ সাদা ভিনিগার ও পরিষ্কার জল মিশিয়ে নিন। এবার তা বোতল বা টিফিন বক্সে ভরে রাখুন। এতে একেবারে দূর হবে দুর্গন্ধ।

আরও একটি উপায় রয়েছে। একটি পাত্রে সমপরিমাণ সাদা ভিনিগার ও পরিষ্কার জল মিশিয়ে নিন। এবার তা বোতল বা টিফিন বক্সে ভরে রাখুন। এতে একেবারে দূর হবে দুর্গন্ধ।

5 / 8
টিফিন বক্সের গন্ধ দূর করতে আলুও  ব্যবহার করা যায়। বক্স ভাল করে ধোয়ার পর, অর্ধেক আলুর মধ্যে এক চিমটে নুন দিয়ে ভাল করে ঘষে নিন। এবার তা ১৫ থেকে ২০ মিনিট এভাবে রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

টিফিন বক্সের গন্ধ দূর করতে আলুও ব্যবহার করা যায়। বক্স ভাল করে ধোয়ার পর, অর্ধেক আলুর মধ্যে এক চিমটে নুন দিয়ে ভাল করে ঘষে নিন। এবার তা ১৫ থেকে ২০ মিনিট এভাবে রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 8
দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট। যা যেকোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। একটি পাত্রে জলের মধ্যে দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই জল টিফিন বক্স, বোতলের মধ্যে ভরে ১৫-২০ মিনিট রাখুন। দূর হবে দুর্গন্ধ।

দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট। যা যেকোনও ধরনের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। একটি পাত্রে জলের মধ্যে দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই জল টিফিন বক্স, বোতলের মধ্যে ভরে ১৫-২০ মিনিট রাখুন। দূর হবে দুর্গন্ধ।

7 / 8
বোতল ও টিফিন বক্স ধোয়ার পর বন্ধ করে রাখেন অনেকেই। এটি করবেন না। একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টে রাখুন। ওই অবস্থায় রেখে দিলে ধীরে-ধীরে গন্ধ দূর হয়ে যাবে আর জলও ঝরে যাবে।

বোতল ও টিফিন বক্স ধোয়ার পর বন্ধ করে রাখেন অনেকেই। এটি করবেন না। একটি নির্দিষ্ট জায়গায় খোলা অবস্থায় উল্টে রাখুন। ওই অবস্থায় রেখে দিলে ধীরে-ধীরে গন্ধ দূর হয়ে যাবে আর জলও ঝরে যাবে।

8 / 8
Follow Us: