Manicure at Home: পুজোর মুখে পার্লারে খরচ বাঁচিয়ে বাড়িতে সেরে ফেলুন ম্যানিকিওর, রইল টিপস

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 13, 2023 | 9:30 AM

Nail Care Tips: আজকাল নখেও নেইল আর্ট করান অনেকে। আবার অনেকে পছন্দ করেন নেইল এক্সটেনশন। আবার কারও ভরসা শুধু নেলপলিশ। পুজোয় যেভাবেই নখকে সাজান, আগে ম্যানিকিওর করা জরুরি। হাতে যদি সময় কম থাকে বা খরচ বাঁচাতে চান, তাহলে বাড়িতেই ম্যানিকিওর সেরে ফেলুন। 

1 / 8
পুজো শুরু হতে আর বেশি দেরি নেই। তাই রূপচর্চাও সেরে ফেলতে হবে এই কয়েকদিনের মধ্যে। ত্বক ও চুলের পরিচর্যার খামতি রাখছেন না কেউই। কিন্তু নখকে ভুলে গেলে চলবে না।

পুজো শুরু হতে আর বেশি দেরি নেই। তাই রূপচর্চাও সেরে ফেলতে হবে এই কয়েকদিনের মধ্যে। ত্বক ও চুলের পরিচর্যার খামতি রাখছেন না কেউই। কিন্তু নখকে ভুলে গেলে চলবে না।

2 / 8
আজকাল নখেও নেইল আর্ট করান অনেকে। আবার অনেকে পছন্দ করেন নেইল এক্সটেনশন। আবার কারও ভরসা শুধু নেলপলিশ। পুজোয় যেভাবেই নখকে সাজান, আগে ম্যানিকিওর করা জরুরি।

আজকাল নখেও নেইল আর্ট করান অনেকে। আবার অনেকে পছন্দ করেন নেইল এক্সটেনশন। আবার কারও ভরসা শুধু নেলপলিশ। পুজোয় যেভাবেই নখকে সাজান, আগে ম্যানিকিওর করা জরুরি।

3 / 8
ম্যানিকিওরের মাধ্যমে নখকে সুন্দর করে তোলা হয়। কিন্তু এর জন্য আপনাকে স্যালোঁতে গিয়ে শ'খানেক টাকা খরচ করতে হবে। হাতে যদি সময় কম থাকে বা খরচ বাঁচাতে চান, তাহলে বাড়িতেই ম্যানিকিওর সেরে ফেলুন। 

ম্যানিকিওরের মাধ্যমে নখকে সুন্দর করে তোলা হয়। কিন্তু এর জন্য আপনাকে স্যালোঁতে গিয়ে শ'খানেক টাকা খরচ করতে হবে। হাতে যদি সময় কম থাকে বা খরচ বাঁচাতে চান, তাহলে বাড়িতেই ম্যানিকিওর সেরে ফেলুন। 

4 / 8
ম্যানিকিওর শুরু করার আগে পুরনো নেলপলিশ নখ থেকে তুলে ফেলা দরকার। নেলপলিশ রিমুভার দিয়ে নখগুলো ভাল করে পরিষ্কার করে নিন। একটুও যেন নেলপলিশে দাগ না থাকে। নখের কোণগুলো ভাল করে পরিষ্কার করে নিন।

ম্যানিকিওর শুরু করার আগে পুরনো নেলপলিশ নখ থেকে তুলে ফেলা দরকার। নেলপলিশ রিমুভার দিয়ে নখগুলো ভাল করে পরিষ্কার করে নিন। একটুও যেন নেলপলিশে দাগ না থাকে। নখের কোণগুলো ভাল করে পরিষ্কার করে নিন।

5 / 8
এবার নখগুলো কেটে নিন। খুব বেশি ছোট করবেন না। এরপর একটি বাটিতে ঈষদুষ্ণ গরম জল নিন। এতে শ্যাম্পু গুলে নিন ও লেবুর টুকরো ফেলে দিন। দু'হাত এতে মিনিট তিনেক ডুবিয়ে রাখুন। এতে নখের কিউটিকল নরম হয়ে যাবে। 

এবার নখগুলো কেটে নিন। খুব বেশি ছোট করবেন না। এরপর একটি বাটিতে ঈষদুষ্ণ গরম জল নিন। এতে শ্যাম্পু গুলে নিন ও লেবুর টুকরো ফেলে দিন। দু'হাত এতে মিনিট তিনেক ডুবিয়ে রাখুন। এতে নখের কিউটিকল নরম হয়ে যাবে। 

6 / 8
নখের গোড়াগুলোতে কিউটিকল ক্রিম লাগিয়ে নিন। এরপর নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। তারপর একটি সুতির কাপড় বা টিস্যু দিয়ে নখগুলো মুছে নিন। 

নখের গোড়াগুলোতে কিউটিকল ক্রিম লাগিয়ে নিন। এরপর নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। তারপর একটি সুতির কাপড় বা টিস্যু দিয়ে নখগুলো মুছে নিন। 

7 / 8
দু'হাতে ভাল করে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে নিন। নখের উপর ময়েশ্চারাইজার লাগাবেন না। এতে নখের উপর নেলপলিশ ধরবে না। যদি ময়েশ্চারাইজার লেগে যায়, তাহলে বাফারের সাহায্যে নখটা ঘষে নিন। 

দু'হাতে ভাল করে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে নিন। নখের উপর ময়েশ্চারাইজার লাগাবেন না। এতে নখের উপর নেলপলিশ ধরবে না। যদি ময়েশ্চারাইজার লেগে যায়, তাহলে বাফারের সাহায্যে নখটা ঘষে নিন। 

8 / 8
এরপর নখের উপর প্রথমে স্বচ্ছ নেল পলিশ লাগিয়ে নিন। জেল বেসড নেল পলিশও ব্যবহার করতে পারেন। এরপর আপনার পছন্দমতো নেল পলিশের রং বুলিয়ে নিন নখের উপর। 

এরপর নখের উপর প্রথমে স্বচ্ছ নেল পলিশ লাগিয়ে নিন। জেল বেসড নেল পলিশও ব্যবহার করতে পারেন। এরপর আপনার পছন্দমতো নেল পলিশের রং বুলিয়ে নিন নখের উপর। 

Next Photo Gallery