Monsoon care: স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে ড্যাম্পের সমস্যা হচ্ছে? রইল সহজ সমাধান

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 11, 2023 | 3:33 PM

Home Care: বর্ষায় দেওয়ালকে ড্য়াম্প থেকে বাঁচাতে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ব্যবহার করুন। এবং আলমাড়িতে ন্যাপথলিন ভরে রাখুন। তাহলেই আর জামাকাপড়ে গন্ধ হবে না।

1 / 8
বর্ষাকাল মানেই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আর এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য ঘর-বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সর্বত্র ড্যাম্প দেখা যায়।

বর্ষাকাল মানেই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আর এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য ঘর-বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সর্বত্র ড্যাম্প দেখা যায়।

2 / 8
শুধু ঘর স্যাঁতস্যাঁতেই নয়, এইসময় ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রকোপও বাড়ে। কারণ পোকামাকড়ের প্রজননের সময় এটি। এবং ঘরে সূর্যের আলো কম ঢোকার কারণে ঘরে ড্যাম্পের সমস্যা হয়।

শুধু ঘর স্যাঁতস্যাঁতেই নয়, এইসময় ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রকোপও বাড়ে। কারণ পোকামাকড়ের প্রজননের সময় এটি। এবং ঘরে সূর্যের আলো কম ঢোকার কারণে ঘরে ড্যাম্পের সমস্যা হয়।

3 / 8
তাই বর্ষার সময় ঘরের আনাচে-কানাচে পোকামাকড়ের উপোদ্রব দেখা যায়। যা থেকে বিভিন্ন রকমের সংক্রমণ ছড়ায়।

তাই বর্ষার সময় ঘরের আনাচে-কানাচে পোকামাকড়ের উপোদ্রব দেখা যায়। যা থেকে বিভিন্ন রকমের সংক্রমণ ছড়ায়।

4 / 8
 এই সময় তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে জরুরি। কারণ ঘর স্যাঁতস্যাঁতে থাকলেই অ্যাসপারগিলাস, পেনেসিলিয়াম, অলটারনারিয়ার মতো ব্যাকটেরিয়ার প্রভাব বাড়ে।

এই সময় তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে জরুরি। কারণ ঘর স্যাঁতস্যাঁতে থাকলেই অ্যাসপারগিলাস, পেনেসিলিয়াম, অলটারনারিয়ার মতো ব্যাকটেরিয়ার প্রভাব বাড়ে।

5 / 8
 জানুন কীভাবে যত্ন নিলে ঘরে পোকামাকড়ের জ্বালাতন, ড্যাম্পের সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে। এবং সেই সঙ্গেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুর হাত থেকেও মিলবে মুক্তি।

জানুন কীভাবে যত্ন নিলে ঘরে পোকামাকড়ের জ্বালাতন, ড্যাম্পের সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে। এবং সেই সঙ্গেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুর হাত থেকেও মিলবে মুক্তি।

6 / 8
বাথরুমের মতো ভিজে জায়গাগুলিকে ঘন-ঘন কীটনাশকের সাহায্যে পরিষ্কার করুন। এবং ঘরের জানলা দরজা খোলা রাখার চেষ্টা করুন। যাতে সূর্যের আসো ঘরে ঢোকে।

বাথরুমের মতো ভিজে জায়গাগুলিকে ঘন-ঘন কীটনাশকের সাহায্যে পরিষ্কার করুন। এবং ঘরের জানলা দরজা খোলা রাখার চেষ্টা করুন। যাতে সূর্যের আসো ঘরে ঢোকে।

7 / 8
 একটি পাত্রে জল নিয়ে তাতে লবঙ্গ ও দারুচিনি ভিজিয়ে রাখুন। এবার তা স্প্রে বোতলে ভরে রুম ফ্রেশনার হিসেবে ব্য়বহার করুন।

একটি পাত্রে জল নিয়ে তাতে লবঙ্গ ও দারুচিনি ভিজিয়ে রাখুন। এবার তা স্প্রে বোতলে ভরে রুম ফ্রেশনার হিসেবে ব্য়বহার করুন।

8 / 8
বর্ষায় দেওয়ালকে ড্য়াম্প থেকে বাঁচাতে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ব্যবহার করুন। এবং আলমাড়িতে ন্যাপথলিন ভরে রাখুন। তাহলেই আর জামাকাপড়ে গন্ধ হবে না।

বর্ষায় দেওয়ালকে ড্য়াম্প থেকে বাঁচাতে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ব্যবহার করুন। এবং আলমাড়িতে ন্যাপথলিন ভরে রাখুন। তাহলেই আর জামাকাপড়ে গন্ধ হবে না।

Next Photo Gallery