Monsoon care: স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে ড্যাম্পের সমস্যা হচ্ছে? রইল সহজ সমাধান
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 11, 2023 | 3:33 PM
Home Care: বর্ষায় দেওয়ালকে ড্য়াম্প থেকে বাঁচাতে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ব্যবহার করুন। এবং আলমাড়িতে ন্যাপথলিন ভরে রাখুন। তাহলেই আর জামাকাপড়ে গন্ধ হবে না।
1 / 8
বর্ষাকাল মানেই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। আর এই সময় আবহাওয়ার পরিবর্তনের জন্য ঘর-বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সর্বত্র ড্যাম্প দেখা যায়।
2 / 8
শুধু ঘর স্যাঁতস্যাঁতেই নয়, এইসময় ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রকোপও বাড়ে। কারণ পোকামাকড়ের প্রজননের সময় এটি। এবং ঘরে সূর্যের আলো কম ঢোকার কারণে ঘরে ড্যাম্পের সমস্যা হয়।
3 / 8
তাই বর্ষার সময় ঘরের আনাচে-কানাচে পোকামাকড়ের উপোদ্রব দেখা যায়। যা থেকে বিভিন্ন রকমের সংক্রমণ ছড়ায়।
4 / 8
এই সময় তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণভাবে জরুরি। কারণ ঘর স্যাঁতস্যাঁতে থাকলেই অ্যাসপারগিলাস, পেনেসিলিয়াম, অলটারনারিয়ার মতো ব্যাকটেরিয়ার প্রভাব বাড়ে।
5 / 8
জানুন কীভাবে যত্ন নিলে ঘরে পোকামাকড়ের জ্বালাতন, ড্যাম্পের সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে। এবং সেই সঙ্গেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুর হাত থেকেও মিলবে মুক্তি।
6 / 8
বাথরুমের মতো ভিজে জায়গাগুলিকে ঘন-ঘন কীটনাশকের সাহায্যে পরিষ্কার করুন। এবং ঘরের জানলা দরজা খোলা রাখার চেষ্টা করুন। যাতে সূর্যের আসো ঘরে ঢোকে।
7 / 8
একটি পাত্রে জল নিয়ে তাতে লবঙ্গ ও দারুচিনি ভিজিয়ে রাখুন। এবার তা স্প্রে বোতলে ভরে রুম ফ্রেশনার হিসেবে ব্য়বহার করুন।
8 / 8
বর্ষায় দেওয়ালকে ড্য়াম্প থেকে বাঁচাতে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ব্যবহার করুন। এবং আলমাড়িতে ন্যাপথলিন ভরে রাখুন। তাহলেই আর জামাকাপড়ে গন্ধ হবে না।