TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 11, 2023 | 1:05 PM
দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশই অসহনীয় হয়ে উঠছে। বর্ষাতেও প্যাচপ্যাচে গরম। ঘাম-গরম এতটাই যে মানুষ তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন। এর ফলে কাজে কোনও এনার্জি নেই, মনেও বিরক্তি চেপে বসেছে।
এসবের মধ্যে তো আর নিমন্ত্রণ বাদ থাকে না। এই ভ্যাপসা গরমেও বেশ কিছু বিয়েবাড়ি হচ্ছে। এছাড়াও জন্মদিন, পার্টি মেকআপ এসব তো আছেই। আর তাই আজ রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস। এভাবে মেকআপ করলে অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে।
একটা বাটিতে কিছু বরফের টুকরো নিয়ে ওর মধ্যে গোলাপ জল মেশান ২ চামচ। প্রথমে মুখ খুব ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ওই বরফ জলে একটা সুতির কাপড় ভিজিয়ে মুখ খুব ভাল করে মুছে নিন।
এক-দেড় মিনিট এভাবে মুখে রুমাল চেপে রাখতে হবে। এতে ঘাম হবে না। এরপর মুখে যে কোনও একটা প্রাইমার লাগিয়ে নিন। গরমের দুপুরে মেকআপ করলে এরপর কোনও একটা হালকা সানস্ক্রিন লাগিয়ে নিন।
ত্বকের সঙ্গে ম্যাচ করে এমন কোনও ফাউন্ডেশন বেছে নিন। এতে মুখের ফ্রেশনেসও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে। আঙুল দিয়ে খুব ভাল করে তা ব্লেন্ড করে নিতে হবে।
এবার যে কোনও ফেস পাউডার একটা নিয়ে মুখে ভাল করে লাগিয়ে নিন। প্রয়োজনে মেকআপ ব্রাশ ব্যবহার করুন। আই ব্রো পেনসিল বা আইশ্যাডো প্যালেট থেকে পছন্দের রং নিয়ে চোখের উপর লাগান আর ভ্রূ এঁকে নিন।
গরমের দিনে যত বেশি হালকা মেকআপ করবেন তত ভাল। চোখে হালকা করে কাজল দিতে পারেন। না চাইলে বাদ দিন। সব শেষে মাসকারা লাগিয়ে নিন। এসব হলে মুখে ব্লাশ লাগিয়ে নিন। এতে দেখতে ভাল লাগে।
এবার যে কোনও হালকা শেডের লিপস্টিক বেছে নিন। আবার চাইলে লিপগ্লসও লাগাতে পারেন। মেকআপ হয়ে গেলে পোশাকের সঙ্গে মানাসই একটা কানের দুল পরুন। গরমের দিনে চাইলে চুল খোলা রাখতে পারেন। নইলে ক্লিপ দিয়ে বা হাত খোঁপা করে রাখতে পারেন।