TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 24, 2023 | 5:25 PM
মেকআপ বিশেষ দরকার পড়ে না, তবে ছোট্ট একটা টিপ, ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল থাকলেই মেয়েদের সাজগোজ কমপ্লিট হয়ে যায়।
কাজল পরলে মেয়েদের দেখতে খুব সুন্দর লাগে। আজ নয়, সেই আদ্যিকাল থেকে কাজল পরার চল। তখন মেয়েরা ঘি এর মধ্যে আমন্ড পুড়িয়ে তার সঙ্গে একটু আমন্ড তেল মিশিয়ে তবেই তৈরি করে নিতেন কাজল।
এই কাজলএর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই আর দেখতেও বেশ লাগে লাগে। আগে দিদিমা-ঠাকুমারা বলতেন কাজল পরলে তবেই নাকি টানা টানা চোখের অধিকারী হওয়া যায়।
কাজল পরলে দেখতে বেশ ভাল লাগে। অনেকেই চোখের উপরে আর নীচে মোটা করে কাজল পরেন। লাইনারের পরিবর্তে অনেকেই এই কাজলে সাজ কমপ্লিট করেন।
চোখের তলায় মোটা করে কাজল পরলে দেখতে যে সুন্দর লাগে তা সকলেই জানেন। তবে সমস্যা একটাই। এভাবে কাজল পরলে গরমে, ঘামে এখন কাজল খুবই ঘেঁটে যায়।
এর ফলে পুরো মুখ কালো দেখায়। কাজল ঘেঁটে গেলে দেখতে মোটেই ভাল লাগে না। এছাড়াও অনেকের গরমে কাজল পরলে চোখ চুলকোয়, চোখ লাল হয়ে যায়। যে কারণে অর্গ্যানিক কাজল ব্যবহার করলেঅ সবচাইতে ভাল।
চোখ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আর তাই চোখে সস্তার কোনও কাজল একেবারেই লাগাবেন না। সবসময় চেষ্টা করবেন ভাল মানের কোনও প্রোডাক্ট কিনতে। এতে চোখ ভাল থাকবে আর কোনও রকম সংক্রমণও হবে না।
গরমে চেষ্টা করুন আইশ্যাডো এড়িয়ে চলতে। আইশ্যাডো পরলেই চোখ বেশি ঘাঁটে। এছাড়াও এই সময় কালোর পরিবর্তে নীল বা সবুজ রঙের কাজল ব্যবহার করলে তা বেশি স্মার্জ করে যাবে না।