DIY Hair Oil: নারকেল তেলের সঙ্গে এই একটি উপাদান মিশিয়ে লাগালে একটাও পাকাচুল থাকবে না

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 22, 2023 | 8:45 AM

How to make hair oil at home: চুলের গোড়ায় ঠিকমতো তেল না দিলে চুল সময়ের আগে সাদা হয়ে যায় একথা বলতেন ঠাকুমা-দিদিমারা। অন্যদিকে চুল পেকে যাওয়ার একাধিক কারণও রয়েছে। যাঁরা চুলে অত্যধিক কেমিক্যাল ট্রিটমেন্ট করান তাঁদের অনেক আগে চুল সাদা হয়ে যায়

1 / 8
আগে মানুষের একটা বয়সের পর চুলে পাক ধরত। আর এখন চুলে পাক ধরার কোনও বয়স নেই। অল্প বয়স থেকেই মাথায় টাক পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া এমন অনেক সমস্যা হচ্ছে

আগে মানুষের একটা বয়সের পর চুলে পাক ধরত। আর এখন চুলে পাক ধরার কোনও বয়স নেই। অল্প বয়স থেকেই মাথায় টাক পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া এমন অনেক সমস্যা হচ্ছে

2 / 8
চুলের গোড়ায় ঠিকমতো তেল না দিলে চুল সময়ের আগে সাদা হয়ে যায় একথা বলতেন ঠাকুমা-দিদিমারা। অন্যদিকে চুল পেকে যাওয়ার একাধিক কারণও রয়েছে। যাঁরা চুলে অত্যধিক কেমিক্যাল ট্রিটমেন্ট করান তাঁদের অনেক আগে চুল সাদা হয়ে যায়

চুলের গোড়ায় ঠিকমতো তেল না দিলে চুল সময়ের আগে সাদা হয়ে যায় একথা বলতেন ঠাকুমা-দিদিমারা। অন্যদিকে চুল পেকে যাওয়ার একাধিক কারণও রয়েছে। যাঁরা চুলে অত্যধিক কেমিক্যাল ট্রিটমেন্ট করান তাঁদের অনেক আগে চুল সাদা হয়ে যায়

3 / 8
আবার যাঁদের লিভারের বা পেটের কোনও সমস্যা থাকে তাঁদেরও সময়ের আগেই চুলে পাক ধরে। শীতের দিনে অধিকাংশেরই খুশকির সমস্যা হয়। মাথা খুশকিতে ভরে যায় আর খুশকি হলে মাথা চুলকোয়, চুলও অনেক বেশি ঝরে

আবার যাঁদের লিভারের বা পেটের কোনও সমস্যা থাকে তাঁদেরও সময়ের আগেই চুলে পাক ধরে। শীতের দিনে অধিকাংশেরই খুশকির সমস্যা হয়। মাথা খুশকিতে ভরে যায় আর খুশকি হলে মাথা চুলকোয়, চুলও অনেক বেশি ঝরে

4 / 8
সেইক্ষেত্রেও কাজে আসে এই উপায়টি। পাকা চুল কালো হবে ৭ দিনে কোনও রকম রং ছাড়া। শীতের দিনে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় আর এই ভিটামিন সি সমৃদ্ধ ফল আমাদের শরীরের জন্য খুবই ভাল

সেইক্ষেত্রেও কাজে আসে এই উপায়টি। পাকা চুল কালো হবে ৭ দিনে কোনও রকম রং ছাড়া। শীতের দিনে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় আর এই ভিটামিন সি সমৃদ্ধ ফল আমাদের শরীরের জন্য খুবই ভাল

5 / 8
চুলের রং ফেরাতেও সাহায্য করে আমলকি। আমলকি বাজার থেকে কিনে এনে ছোট ছোট টুকরো করে নিতে হবে। একটা মিক্সিতে আমলকি টুকরো টুকরো করে দিতে হবে। এতে একমুঠো কারিপাতা দিন

চুলের রং ফেরাতেও সাহায্য করে আমলকি। আমলকি বাজার থেকে কিনে এনে ছোট ছোট টুকরো করে নিতে হবে। একটা মিক্সিতে আমলকি টুকরো টুকরো করে দিতে হবে। এতে একমুঠো কারিপাতা দিন

6 / 8
এবার এতে এক চামচ গুঁড়ো চা পাতা, এক চামচ মেথি দিতে হবে। এই সব উপকরণ দিয়ে কোনও রকম জল না দিয়ে ড্রাই পেস্ট করে নিতে হবে। পুরোপুরি বাটতে হবে এমন নয়, আধবাটা করে নিতে হবে। চুল কালো রাখতে খুবই কার্যকরী সরষের তেল। আগেকার দিনে মানুষের এই কারণেই চুল এত বেশি কালো থাকত

এবার এতে এক চামচ গুঁড়ো চা পাতা, এক চামচ মেথি দিতে হবে। এই সব উপকরণ দিয়ে কোনও রকম জল না দিয়ে ড্রাই পেস্ট করে নিতে হবে। পুরোপুরি বাটতে হবে এমন নয়, আধবাটা করে নিতে হবে। চুল কালো রাখতে খুবই কার্যকরী সরষের তেল। আগেকার দিনে মানুষের এই কারণেই চুল এত বেশি কালো থাকত

7 / 8
গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে তাতে একটু সরষের তেল গরম করতে বসান। এবার ওর মধ্যে এই মিশ্রণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। আঁচ কমিয়ে এই মিশ্রণ তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। সবার জন্যই খুব উপকারী এই তেল। খুশকির সমস্যা থেকেও রেহাই মিলবে। মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে নাড়তে থাকুন

গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে তাতে একটু সরষের তেল গরম করতে বসান। এবার ওর মধ্যে এই মিশ্রণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। আঁচ কমিয়ে এই মিশ্রণ তেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। সবার জন্যই খুব উপকারী এই তেল। খুশকির সমস্যা থেকেও রেহাই মিলবে। মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে নাড়তে থাকুন

8 / 8
আরও ২ মিনিট এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এবার কোনও ছাঁকনিতে তা ছেঁকে নিন। তেলের রং পাল্টে যাবে আর চুলের জন্য দারুণ একটা তেল তৈরি হবে। এর মধ্যে দু চামচ নারকেল তেল মেশান। শ্যাম্পু করার দু ঘন্টা আগে এই তেল মেখে নিতে হবে। ৬ মাস এই তেল লাগালেই ফল পাবেন। অসময়ে চুল পাকার সমস্যা থাকবে না। দু ঘন্টা তেল মেখে তারপর শ্যাম্পু করে নিন। এই তেল মাখলে শীতে ঠান্ডাও লাগবে না

আরও ২ মিনিট এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এবার কোনও ছাঁকনিতে তা ছেঁকে নিন। তেলের রং পাল্টে যাবে আর চুলের জন্য দারুণ একটা তেল তৈরি হবে। এর মধ্যে দু চামচ নারকেল তেল মেশান। শ্যাম্পু করার দু ঘন্টা আগে এই তেল মেখে নিতে হবে। ৬ মাস এই তেল লাগালেই ফল পাবেন। অসময়ে চুল পাকার সমস্যা থাকবে না। দু ঘন্টা তেল মেখে তারপর শ্যাম্পু করে নিন। এই তেল মাখলে শীতে ঠান্ডাও লাগবে না

Next Photo Gallery