স্ক্যাল্প পরিষ্কারের প্রসঙ্গ এলেই বেশিরভাগ মানুষ জোর দেন তেলের উপর। চুলের যত্নে তেলের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তেলই যথেষ্ট নয়। চুলের গোড়ায় তেল, ময়লা জমতে থাকে। এগুলো দূর করা জরুরি।
স্ক্যাল্পের খেয়াল রাখতে অনেকেই ক্ল্যারিফায়িং শ্যাম্পু বেছে নেন। এতে চুলের গোড়া পরিষ্কার হলেও চুল শুষ্ক হতে থাকে। তাই ক্ল্যারিফায়িং শ্যাম্পুর বদলে স্ক্যাল্প স্ক্রাবারের উপর বেশি জোর দিন।
সাধারণত চুলের গোড়ায় ধুলোবালি, ময়লা, তেল জমে ফলিকলগুলোর মুখ বন্ধ করে হয়ে যায়। এতে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে পারে না। তাই চুলের বৃদ্ধিও ঘটে না ঠিকমতো। তাই স্ক্যাল্প পরিষ্কার রাখলে এই ধরনের সমস্যা সহজেই এড়ানো যায়।
বডি স্ক্রাবের মতোই চুলের গোড়ায় স্ক্রাবার ব্যবহার করলে সমস্ত ধুলোবালি, তেল দূর হয়ে যায়। পাশাপাশি খুশকির সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যায়। যাঁদের তৈলাক্ত স্ক্যাল্প তাঁদের জন্য দারুণ উপকারী এই স্ক্যাল্প স্ক্রাবার।
বাজারচলতি যে কোনও ধরনের স্ক্যাল্প স্ক্রাবার আপনি ব্যবহার করতে পারেন। আবার ইচ্ছামতো বাড়িতেও বানিয়ে নিতে পারেন। সেই টোটকাও রয়েছে আমাদের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, বাড়িতে কীভাবে স্ক্যাল্প স্ক্রাবার বানাবেন এবং ব্যবহার করবেন।
১ চামচ ব্রাউন সুগার নিন। এর সঙ্গে ২ ফোঁটা টি ট্রি অয়েল অয়েল, ১ চামচ বেকিং সোডা আর ১ চামচ শ্যাম্পু মিশিয়ে নিন। এবার এই স্ক্রাবটি ভাল করে চুলের গোড়ায় লাগান এবং কয়েক মিনিট হালকা হাতে ঘষতে থাকুন। এরপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই ব্রাউন সুগারের তৈরি স্ক্রাব আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করবে। ব্রাউন সুগারের বদলে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। এটাও দারুণ উপযোগী।
অনেকেই স্ক্রাবিংয়ের পর শ্যাম্পু করেন। কিন্তু স্ক্রাবারের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করলে আলাদা করে আর শ্যাম্পু করার প্রয়োজন নেই। এতে আপনার স্ক্যাল্প এক্সফোলিয়েট হয়ে যায়। পাশাপাশি চুলও পরিষ্কার থাকবে।