Chhena Cake: ছানা দিয়ে স্টিলের বাটিতে বানিয়ে নিন নরম তুলতুলে স্পঞ্জি কেক

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 12, 2023 | 9:23 PM

Eggless Chhena cake: এবার কেকের বাটির উরর ব্যাটার দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিন। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে ৫ মিনিট গরম করে নিতে হবে। এবার আঁচ একেবারে কমিয়ে ওর উপর স্ট্যান্ড রেখে তার উপর প্রথমে একটা প্লেট বসান। এরপর বাটি বসিয়ে নিতে হবে

1 / 8
শীত পড়লেই রকমারি খাবার খেতে ইচ্ছে করে। বিশেষত রাতের বেলা মিষ্টি খাওয়ার ইচ্ছে প্রবল হয়। এই সময় বাড়িতে বাড়িতে পিঠে-পুলি, মিষ্টি, কেক এসবও বানানো হয়

শীত পড়লেই রকমারি খাবার খেতে ইচ্ছে করে। বিশেষত রাতের বেলা মিষ্টি খাওয়ার ইচ্ছে প্রবল হয়। এই সময় বাড়িতে বাড়িতে পিঠে-পুলি, মিষ্টি, কেক এসবও বানানো হয়

2 / 8
শীতে বাড়িতে কেক বানানোর ধুম পড়ে যায়। ময়দা, আটা, গুড়, ডিম এসব দিয়ে রকমারি কেক তো হয়েই থাকে। বাড়িতে বানানো গরম কেকের স্বাদই হয় অন্যরকম। দোকানের কেনা পেস্ট্রির থেকে অনেক ভাল হয়

শীতে বাড়িতে কেক বানানোর ধুম পড়ে যায়। ময়দা, আটা, গুড়, ডিম এসব দিয়ে রকমারি কেক তো হয়েই থাকে। বাড়িতে বানানো গরম কেকের স্বাদই হয় অন্যরকম। দোকানের কেনা পেস্ট্রির থেকে অনেক ভাল হয়

3 / 8
তাই এবার স্বাদ বদলে ছানা দিয়ে বানিয়ে নিন কেক। স্টিলের বাটিতে ছানা দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। উপকরণ যেমন সামান্য লাগে তেমনই এই কেক খেতেও খুব ভাল হয়। দেখে নিন কী ভাবে বানাবেন

তাই এবার স্বাদ বদলে ছানা দিয়ে বানিয়ে নিন কেক। স্টিলের বাটিতে ছানা দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। উপকরণ যেমন সামান্য লাগে তেমনই এই কেক খেতেও খুব ভাল হয়। দেখে নিন কী ভাবে বানাবেন

4 / 8
একটা বড় বাটিতে ২০০ গ্রাম ছানা, ১৫০ গ্রাম চিনি খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। হাতে মিহি করে মেখে নেবেন। মিশ্রণ নরম হয়ে গেলে ওতে ৪ চামচ সুজি, ৪ চামচ ময়দা ৫০ গ্রাম গুঁড়ো দুধ ২-৩ চামচ ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন

একটা বড় বাটিতে ২০০ গ্রাম ছানা, ১৫০ গ্রাম চিনি খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। হাতে মিহি করে মেখে নেবেন। মিশ্রণ নরম হয়ে গেলে ওতে ৪ চামচ সুজি, ৪ চামচ ময়দা ৫০ গ্রাম গুঁড়ো দুধ ২-৩ চামচ ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন

5 / 8
শুকনো সব মিশে গেলে অল্প অল্প দুধ দিয়ে তা ভাল করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভাল হবে এই  কেক। কেকের ব্যাটার যেমন হয় তেমন করেই ফেটিয়ে নিতে হবে

শুকনো সব মিশে গেলে অল্প অল্প দুধ দিয়ে তা ভাল করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভাল হবে এই কেক। কেকের ব্যাটার যেমন হয় তেমন করেই ফেটিয়ে নিতে হবে

6 / 8
স্টিলের বাটিতে অল্প তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিন। কেকের ব্যাটারে হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা মিশিয়ে আবারও ভাল করে ফেটিয়ে নিতে হবে

স্টিলের বাটিতে অল্প তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিন। কেকের ব্যাটারে হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা মিশিয়ে আবারও ভাল করে ফেটিয়ে নিতে হবে

7 / 8
এবার কেকের বাটির উরর ব্যাটার দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিন। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে ৫ মিনিট গরম করে নিতে হবে। এবার আঁচ একেবারে কমিয়ে ওর উপর স্ট্যান্ড রেখে তার উপর প্রথমে একটা প্লেট বসান। এরপর বাটি বসিয়ে নিতে হবে

এবার কেকের বাটির উরর ব্যাটার দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে দিন। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে ৫ মিনিট গরম করে নিতে হবে। এবার আঁচ একেবারে কমিয়ে ওর উপর স্ট্যান্ড রেখে তার উপর প্রথমে একটা প্লেট বসান। এরপর বাটি বসিয়ে নিতে হবে

8 / 8
উপরে একটা ঢাকা দিয়ে দিন। যাতে কোনও ভাপ বাইরে না বেরোন। লো ফ্লেমে ৪৫ মিনিট বেক করে নিতে হবে। তবেই কেক পুরোপুরি তৈরি হবে। প্রয়োজনে ১ ঘন্টা বেক করতে পারেন। এবার একটু ঠান্ডা করে কেক বের করে নিতে হবে

উপরে একটা ঢাকা দিয়ে দিন। যাতে কোনও ভাপ বাইরে না বেরোন। লো ফ্লেমে ৪৫ মিনিট বেক করে নিতে হবে। তবেই কেক পুরোপুরি তৈরি হবে। প্রয়োজনে ১ ঘন্টা বেক করতে পারেন। এবার একটু ঠান্ডা করে কেক বের করে নিতে হবে

Next Photo Gallery