winter orange: বাজার ভরেছে সুমিষ্ট রঙিন কমলায়, আপনি মিষ্টি লেবু কিনেছেন তো?
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 28, 2023 | 11:17 AM
how to pick fresh fruit: কমলা মানে ভিটামিন সি। করোনাকালে ভিটামিন সি-এরর গুরুত্ব আমরা সকলেই জানি। তাই এই ফলের রস থেকে শুরু করে খোসা সবটাই লাগে নানা কাজে
1 / 8
শহরের যে শীত আসছে তা জানান দেয় বাজার ভর্তি কমলা দেখে। গ্রীষ্মে যেমন আম, তেমনি শীতের মরশুম মানেই কমলালেবু
2 / 8
কমলা খেতে পরামর্শ দেন চিকিৎসকরাও। আসলে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, কোলিন ও ভিটামিন সি রয়েছে। যার সবকটিই হার্টের স্বাস্থ্যের জন্য ভালো
3 / 8
কমলা মানে ভিটামিন সি। করোনাকালে ভিটামিন সি-এরর গুরুত্ব আমরা সকলেই জানি। তাই এই ফলের রস থেকে শুরু করে খোসা সবটাই লাগে নানা কাজে
4 / 8
ফলের দোকান থেকে ঠেলাগাড়ি করে দেদাড় বিক্রি হচ্ছে কমলা। তবে বর্তমানে বাজারে অধিকাংশ কমলায নাগপুরের। দার্জিলিং-এর লেবু আসতে এখন অনেকটাই দেরি
5 / 8
কমলা লেবু কেনার সময় এর কেবল রং দেখেই মুগ্ধ হবেন না। কমলার ওজনও নির্ভর করে সুমিষ্টতায়। যেগুলো একটু ভারী সেগুলো বেছে নিন। হালকাগুলো মিষ্টি বা রসালো নাও হতে পারে
6 / 8
আলতো করে কমলার গায়ে হাত দিয়ে চাপ দিন। যদি অত্যধিক দৃঢ় মনে হয় তবে সেটি পাকা নয়। নরমগুলোই রসালো প্রকৃতির হয়
7 / 8
খোসার রং কিন্তু মিষ্টিতা নির্ধারণ করে না। কমলা বা সবুজ খোসা হতেই পারে। সবুজ লেবুও সমান রসালো এবং মিষ্টি স্বাদের
8 / 8
কমলার খোসা নরম প্রকৃতির। লেবুর সঙ্গে শক্তভাবে লেগে থাকলে বা বলের মত শক্ত হলে কম রসালো হতে পারে