পার্লারের একগাদা টাকা বাঁচিয়ে বাড়ুিতেই সেরে ফেলুন বডি পলিশিং. রইল উপায়

Jan 08, 2024 | 2:01 PM

Body Polishing: বিশেষ করে মুখের যত্ন করা হলেও শরীরে বাদ বাকি অংশের যত্ন নেওয়া হয় না। শেষে যখন পরিস্থিতি একেবারেই হাতের বাইরে বেরিয়ে যায় তখন পার্লারে ছোটা ছাড়া আর কোনও উপায় থাকে না। আর পার্লারে বডি পলিশিং মানেই একগাদা টাকা খরচ। তাই এ বার টাকা খরচ না করে বাড়িতেই বডি পলিশিং করে নিন। এতে পয়সাও বাঁচবে আর ফলও পাবেন ভালো।

1 / 8
রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলতে হয় না। তবে মাঝেমধ্যে সময়ের অভাবে ঠিকঠাক রূপচর্চা করে ওঠা হয় না। তাই ক্রমে জেল্লা হারাতে থাকে ত্বক। (ছবি:Pinterest)

রূপচর্চার কথা মেয়েদের খুব একটা বলতে হয় না। তবে মাঝেমধ্যে সময়ের অভাবে ঠিকঠাক রূপচর্চা করে ওঠা হয় না। তাই ক্রমে জেল্লা হারাতে থাকে ত্বক। (ছবি:Pinterest)

2 / 8
বিশেষ করে মুখের যত্ন করা হলেও শরীরে বাদ বাকি অংশের যত্ন নেওয়া হয় না। শেষে যখন পরিস্থিতি একেবারেই হাতের বাইরে বেরিয়ে যায় তখন পার্লারে ছোটা ছাড়া আর কোনও উপায় থাকে না। (ছবি:Pinterest)

বিশেষ করে মুখের যত্ন করা হলেও শরীরে বাদ বাকি অংশের যত্ন নেওয়া হয় না। শেষে যখন পরিস্থিতি একেবারেই হাতের বাইরে বেরিয়ে যায় তখন পার্লারে ছোটা ছাড়া আর কোনও উপায় থাকে না। (ছবি:Pinterest)

3 / 8
আর পার্লারে বডি পলিশিং মানেই একগাদা টাকা খরচ। তাই এ বার টাকা খরচ না করে বাড়িতেই বডি পলিশিং করে নিন। এতে পয়সাও বাঁচবে আর ফলও পাবেন ভালো। এ বার ঝটপট জেনে নিন বাড়িতে কীভাবে বডি পলিশ করবেন। (ছবি:Pinterest)

আর পার্লারে বডি পলিশিং মানেই একগাদা টাকা খরচ। তাই এ বার টাকা খরচ না করে বাড়িতেই বডি পলিশিং করে নিন। এতে পয়সাও বাঁচবে আর ফলও পাবেন ভালো। এ বার ঝটপট জেনে নিন বাড়িতে কীভাবে বডি পলিশ করবেন। (ছবি:Pinterest)

4 / 8
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কফি ও কাঁচা দুধ। এই দুটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি দিয়ে গোটা শরীর স্ক্রাব করে নিলেই হবে। চকচক করবে ত্বক। (ছবি:Pinterest)

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কফি ও কাঁচা দুধ। এই দুটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি দিয়ে গোটা শরীর স্ক্রাব করে নিলেই হবে। চকচক করবে ত্বক। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন ওটস ও দই। এই দু'টি উপাদান দারুণ এক্সফ্লয়েটরের কাজ করে। দই ও ওটস একসঙ্গে মিশিয়ে গোটা গায়ে ম্যাসাজ করে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন ওটস ও দই। এই দু'টি উপাদান দারুণ এক্সফ্লয়েটরের কাজ করে। দই ও ওটস একসঙ্গে মিশিয়ে গোটা গায়ে ম্যাসাজ করে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

6 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন গ্রিন টি। এই বিশেষ চা শুধু ওজনই নিয়ন্ত্রণ করে না। সেই সঙ্গে ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে। গ্রিন টি-য়ের সঙ্গে টমেটো ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এ বার তা দিয়ে বডি পলিশ করে নিন। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন গ্রিন টি। এই বিশেষ চা শুধু ওজনই নিয়ন্ত্রণ করে না। সেই সঙ্গে ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে। গ্রিন টি-য়ের সঙ্গে টমেটো ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এ বার তা দিয়ে বডি পলিশ করে নিন। (ছবি:Pinterest)

7 / 8
চিনি ও অ্যালোভেরাও দুর্দান্ত কাজ করে। এই প্যাকটি বানাতে চিনির সঙ্গে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিলেই কাজ শেষ। উপরিউক্ত পদ্ধতিগুলো ব্যবহার করার পর বডি লোশন ব্যবহার করতে ভুলবেন না। (ছবি:Pinterest)

চিনি ও অ্যালোভেরাও দুর্দান্ত কাজ করে। এই প্যাকটি বানাতে চিনির সঙ্গে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিলেই কাজ শেষ। উপরিউক্ত পদ্ধতিগুলো ব্যবহার করার পর বডি লোশন ব্যবহার করতে ভুলবেন না। (ছবি:Pinterest)

8 / 8
এ ছাড়া নিয়মিত স্নানের সময় কফি দিয়ে ,ক্রাব করে নিন। ফল পাবেন হাতেনাতে। এতে ত্বকো পরিষ্তার হবে আর হারানো জেল্লাও ফিরে পাবেন।

এ ছাড়া নিয়মিত স্নানের সময় কফি দিয়ে ,ক্রাব করে নিন। ফল পাবেন হাতেনাতে। এতে ত্বকো পরিষ্তার হবে আর হারানো জেল্লাও ফিরে পাবেন।

Next Photo Gallery