TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Aug 01, 2023 | 9:30 AM
আর মাত্র কয়েকদিন পরই পুজো। সেই সঙ্গে সামনেই আসতে চলেছে বিয়ের মরশুম। বিয়ের আগে ত্বকের যত্ন তো নিতেই হবে।
কাজের প্রয়োজনে এই ভ্যাপসা গরমে রোজ সকলকে বাড়ির বাইরে বেরোতে হয়। এবার বাড়ি থেকে বেরোলে ঘামে, গরমে মুখ পুরো চিটচিট করতে থাকে।
যতই সানস্ক্রিন মেখে বেরনো হোক না কেন হাতে, মুখে কালো ছোপ পড়ে যায়। সেই দাগ কিছুতেই রোজ সাবান মেখে তোলা যায় না। এর জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়।
এবার ত্বকের জৌলুষ ধরে রাখতে অনেকেই ফেসিয়াল করেন। তবে এই ফেসিয়াল, ট্যান রিমুভ ফেসিয়াল সবই খরচসাধ্য। আর ত্বকে অতিরিক্ত কেমিক্যাল প্রয়োগ একেবারেই ঠিক নয়।
তাই বাড়িতেই করুন এই টু স্টেপ ফেসিয়াল। এতে ত্বক ভাল থাকবে সেই সঙ্গে মুখের জৌলুষও ফিরবে। পুজোর আগে থেকে এই স্কিন কেয়ার মেনে চললে অতিরিক্ত কিছুর প্রয়োজন পড়বে না।
চালের গুঁড়ো, মধু, কফি, নারকেল তেল একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিতে হবে। সব মিলিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে।
এবার তা মুখে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ৫ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। শুকনো তোয়ালে দিয়ে মুখ ভাল করে মুছে নিন।
এক চামচ চালের গুঁড়ো,টকদই, অ্যালোভেরা জেল আর গ্লিসারিন একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিন। এবার এই ক্রিম ঘাড়ে, গলায় খুব ভাল করে লাগিয়ে নিন। মুখেও লাগাবেন। যাবতীয় কালো দাগ-ছোপ উঠে আসবে। এরপর মুখ ধুয়ে অ্যালোভেরা জেল মাখতে ভুলবেন না।