Protect mobile from Rain: সময়-অসময়ের বৃষ্টিতে ফোনকে বাঁচাবেন কীভাবে? জল ঢুকে গেলে যা করবেন…
megha |
Aug 05, 2024 | 4:59 PM
Lifestyle Tips: সময়-অসময়ে বৃষ্টি পড়ছে। রাস্তায় বেরোলে সাবধান থাকতেই হচ্ছে। সঙ্গে ছাতা, রেইনকোট রাখতেই হচ্ছে। রবারের জুতো পরেই বেরোচ্ছেন। অফিসের ব্যাগে একটা জামা রেখে দিচ্ছেন। কিন্তু ফোনের যত্ন কি নিচ্ছেন? বৃষ্টির জলে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
1 / 8
গত সপ্তাহের টানা বৃষ্টি বিরক্তি ধরিয়ে ছেড়ে দিয়েছে। তবে, শ্রাবণ মাস এখনও শেষ হয়নি। এখনও সময়-অসময়ে বৃষ্টি পড়ছে। রাস্তায় বেরোলে সাবধান থাকতেই হচ্ছে।
2 / 8
সঙ্গে ছাতা, রেইনকোট রাখতেই হচ্ছে। রবারের জুতো পরেই বেরোচ্ছেন। অফিসের ব্যাগে একটা জামা রেখে দিচ্ছেন। কিন্তু ফোনের যত্ন কি নিচ্ছেন?
3 / 8
বৃষ্টির জলে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। একবার যদি ফোন জলে ভিজে যায়, মোটা অঙ্কের টাকা খসতে পারে। তাই এই মরশুমে ফোনে জল ঢুকে গেলে কী করবেন, জেনে রাখুন।
4 / 8
ফোনকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করতে পারেন। এই ওয়াটারপ্রুফ কভারে ফোন ঢুকিয়ে ব্যবহার করতে পারেন। এতে ফোন বৃষ্টিতে ভেজার ভয় থাকবে না।
5 / 8
ওয়াটারপ্রুফ কভার না কিনলে সাধারণ পলিথিনও ব্যবহার করতে পারেন। প্লাস্টিকে মুড়ে নিন ফোনটা। প্রয়োজনে জিপ লক ব্যাগও ব্যবহার করতে পারেন।
6 / 8
যদি কোনও কারণে ফোন বৃষ্টিতে ভিজে যায়, প্রথমেই ফোনটা সুইচ অফ করে দিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। ফোনে জল ঢুকে শট সার্কিট হয়ে যেতে পারে। তাই ফোন বন্ধ করে দেওয়াই ভাল।
7 / 8
ফোন বৃষ্টিতে ভিজে গেলে ভুলেও চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার পর চার্জে বসান। ভিজে অবস্থায় ফোন চার্জ দিলে বিপদ ঘটে যেতে পারে যে কোনও মুহূর্তে।
8 / 8
বৃষ্টিতে ফোন ভিজে গেলে ঘাবড়ে যাবেন না। বাড়ি ফিরেই চালের ড্রামে ফোনটা রেখে দিন। ৩-৪ ঘণ্টা রাখুন। তারপর ফোনটা অন করুন। চাল ফোনের ভিতরে থাকা সমস্ত জল শুষে নেবে।