Hair Color Remove: হেয়ার কালার করিয়ে পছন্দ হয়নি? ঘরোয়া উপায়ে তুলে ফেলুন চুলের রং

Home Remedies for Hair: হাজারখানেক টাকা খরচ করে চুলে রং করানোর পর, তা তুলতে আবার কেউ ব্যয় করতে চান না। এতে শুধু যে খরচ বাড়বে তা নয়। পাশাপাশি চুলের অবস্থাও খারাপ হয়ে যায়। তাই চুলের রং তুলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।

| Edited By: | Updated on: Jun 04, 2023 | 12:28 PM
হেয়ার কালার করার সময় যে উত্তেজনা থাকে, তা চুলে রং করার পর আর থাকে না। আসলে, যে রং ভেবে আপনি স্যালোঁতে গিয়েছিলেন, সেই আশানুরূপ ফল পান না। তখনই মন খারাপ হয়ে যায়। আর মনে হয়, এই চুলের রং কবে উঠবে।

হেয়ার কালার করার সময় যে উত্তেজনা থাকে, তা চুলে রং করার পর আর থাকে না। আসলে, যে রং ভেবে আপনি স্যালোঁতে গিয়েছিলেন, সেই আশানুরূপ ফল পান না। তখনই মন খারাপ হয়ে যায়। আর মনে হয়, এই চুলের রং কবে উঠবে।

1 / 8
হাজারখানেক টাকা খরচ করে চুলে রং করানোর পর, তা তুলতে আবার কেউ ব্যয় করতে চান না। এতে শুধু যে খরচ বাড়বে তা নয়। পাশাপাশি চুলের অবস্থাও খারাপ হয়ে যায়। তাই চুলের রং তুলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।

হাজারখানেক টাকা খরচ করে চুলে রং করানোর পর, তা তুলতে আবার কেউ ব্যয় করতে চান না। এতে শুধু যে খরচ বাড়বে তা নয়। পাশাপাশি চুলের অবস্থাও খারাপ হয়ে যায়। তাই চুলের রং তুলতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।

2 / 8
১/২ কাপ জলে ২ চামচ বেকিং সোডা গুলে ভাল করে চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। এরপর ১ কাপ জলে ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল এবং ১ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা ভাল করে চুলে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। যতদিন রং উঠছে আপনি এই টোটকা ব্যবহার করতে পারেন।

১/২ কাপ জলে ২ চামচ বেকিং সোডা গুলে ভাল করে চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। এরপর ১ কাপ জলে ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল এবং ১ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা ভাল করে চুলে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। যতদিন রং উঠছে আপনি এই টোটকা ব্যবহার করতে পারেন।

3 / 8
ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে নিন। এবার এতে পরিমাণমতো শ্যাম্পু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। এই মিশ্রণটা একবার ব্যবহার করলেই আপনি ফল পাবেন।

ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে নিন। এবার এতে পরিমাণমতো শ্যাম্পু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপর ধুয়ে ফেলুন। এই মিশ্রণটা একবার ব্যবহার করলেই আপনি ফল পাবেন।

4 / 8
লেবুর রস আপনার চুলের রঙকে হালকা করে দিতে পারে। লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা চুলের রঙকে হালকা করতে সাহায্য করে। পাতিলেবুর রস নিয়ে চুলে সরাসরি লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

লেবুর রস আপনার চুলের রঙকে হালকা করে দিতে পারে। লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা চুলের রঙকে হালকা করতে সাহায্য করে। পাতিলেবুর রস নিয়ে চুলে সরাসরি লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

5 / 8
পাতিলেবুর রসের সঙ্গে বেকিং সোডার মিশিয়েও ব্যবহার করতে পারেন। সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিয়ে চুলের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই উপায়েও আপনি চুলের রং তুলে ফেলতে পারবেন।  

পাতিলেবুর রসের সঙ্গে বেকিং সোডার মিশিয়েও ব্যবহার করতে পারেন। সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিয়ে চুলের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই উপায়েও আপনি চুলের রং তুলে ফেলতে পারবেন।  

6 / 8
বাসন মাজার সাবানও চুলের রং হালকা করতে পারে। বেকিং সোডা ও অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুর সঙ্গে বাসন মাজার তরল সাবান মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটা চুলে লাগিয়ে শাওয়ার কাপ পরে নিন। ২০ মিনিট পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

বাসন মাজার সাবানও চুলের রং হালকা করতে পারে। বেকিং সোডা ও অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুর সঙ্গে বাসন মাজার তরল সাবান মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটা চুলে লাগিয়ে শাওয়ার কাপ পরে নিন। ২০ মিনিট পর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

7 / 8
বাসন মাজার সাবান ব্যবহার করতে না চাইলে আপনি বেকিং সোডা ও অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুর পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটাও চুলে লাগিয়ে আপনাকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

বাসন মাজার সাবান ব্যবহার করতে না চাইলে আপনি বেকিং সোডা ও অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পুর পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটাও চুলে লাগিয়ে আপনাকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

8 / 8
Follow Us: