Makeover Tips: মন টিকছে না পুরনো রান্নাঘরে, সামান্য অদল-বদল করেই মন ভাল করুন আলোর উৎসবের আগে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 31, 2023 | 8:42 AM

Kitchen Makeover: ই ধরনের ডিজাইনে ক্যাবিনেটের কিছু অংশ মুড়ে ফেলুন চক বোর্ড দিয়ে। সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন। ক্রিয়েটিভ স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন সেই অংশ

1 / 8
অনেকেই রান্না করতে ভালোবাসেন। কারও কাছে এটি রোজনামচা আবার কেউ সখে রান্না করেন। অনেকেই বলেন, রান্নার মতো স্ট্রেস বাস্টার নাকি নেই। আপনার হেঁশেলের দেওয়াল সাজানোর কথা ভেবেছেন কখনও?

অনেকেই রান্না করতে ভালোবাসেন। কারও কাছে এটি রোজনামচা আবার কেউ সখে রান্না করেন। অনেকেই বলেন, রান্নার মতো স্ট্রেস বাস্টার নাকি নেই। আপনার হেঁশেলের দেওয়াল সাজানোর কথা ভেবেছেন কখনও?

2 / 8
রান্নাঘরের দেওয়ালে পছন্দসই আর্টওয়ার্ক রাখুন। এর ওপরে বা নিচে হুক লাগিয়ে সেখানে ঝুলিয়ে রাখুন সসপ্যান বা হাতলসমেত বাসনপত্র। হ্যাঙ্গিং পট ডিজাইনে রান্নাঘরের লুকে আসবে নতুনত্ব

রান্নাঘরের দেওয়ালে পছন্দসই আর্টওয়ার্ক রাখুন। এর ওপরে বা নিচে হুক লাগিয়ে সেখানে ঝুলিয়ে রাখুন সসপ্যান বা হাতলসমেত বাসনপত্র। হ্যাঙ্গিং পট ডিজাইনে রান্নাঘরের লুকে আসবে নতুনত্ব

3 / 8
এই ধরনের ডিজাইনে ক্যাবিনেটের কিছু অংশ মুড়ে ফেলুন চক বোর্ড দিয়ে। সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন। ক্রিয়েটিভ স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন সেই অংশ

এই ধরনের ডিজাইনে ক্যাবিনেটের কিছু অংশ মুড়ে ফেলুন চক বোর্ড দিয়ে। সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন। ক্রিয়েটিভ স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন সেই অংশ

4 / 8
আপনার রান্নাঘরের দেওয়াল কি উঁচু? তাহলে হাই হাঙ্গ আর্ট ডিজাইন ব্যবহার করুন। দেওয়ালে সাদা রঙ করে টাঙান বিভিন্ন আর্টওয়ার্ক। যেহেতু দেওয়াল সাদা ফলে কনট্রাস্ট হিসেবে উজ্জ্বল ছবি বাছুন

আপনার রান্নাঘরের দেওয়াল কি উঁচু? তাহলে হাই হাঙ্গ আর্ট ডিজাইন ব্যবহার করুন। দেওয়ালে সাদা রঙ করে টাঙান বিভিন্ন আর্টওয়ার্ক। যেহেতু দেওয়াল সাদা ফলে কনট্রাস্ট হিসেবে উজ্জ্বল ছবি বাছুন

5 / 8
কিউবি ডিসপ্লে ডিজাইনে রান্নাঘরের এক কোণায় একাধিক তাকযুক্ত চৌকো কাঠের বাক্স রাখুন। এতে মশলার কৌটো, ছোট প্লেট, কাপ রাখতে পারেন। মন সতেজ রাখতে গাছও রাখতে পারেন

কিউবি ডিসপ্লে ডিজাইনে রান্নাঘরের এক কোণায় একাধিক তাকযুক্ত চৌকো কাঠের বাক্স রাখুন। এতে মশলার কৌটো, ছোট প্লেট, কাপ রাখতে পারেন। মন সতেজ রাখতে গাছও রাখতে পারেন

6 / 8
রান্নাঘরের স্ল্যাব মুড়ে ফেলুন মিররড টাইলসে। দেওয়ালে লাগান আর্টওয়ার্কসমৃদ্ধ টাইলস। এতে যে প্রতিফলন হবে, তা রান্নাঘরকে একটি ঝকঝকে লুক দেবে

রান্নাঘরের স্ল্যাব মুড়ে ফেলুন মিররড টাইলসে। দেওয়ালে লাগান আর্টওয়ার্কসমৃদ্ধ টাইলস। এতে যে প্রতিফলন হবে, তা রান্নাঘরকে একটি ঝকঝকে লুক দেবে

7 / 8
রান্নাঘরে আনুন পেন্টেড ব্রিকস নকশা। দেওয়ালে ইটের নকশা করে তা একেবারে সাদা রঙেরই রাখুন। সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাবিনেটের রং করুন। রং বাছতে পারেন হালকা নীল, হালকা হলুদ। আসবাবপত্রের সঙ্গে মিল রেখে দেওয়াল ঘড়ি টাঙান। এতে লুকেও পরিবর্তন আসবে, আপনি সময় সমন্ধে ওয়াকিবহল থাকবেন

রান্নাঘরে আনুন পেন্টেড ব্রিকস নকশা। দেওয়ালে ইটের নকশা করে তা একেবারে সাদা রঙেরই রাখুন। সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাবিনেটের রং করুন। রং বাছতে পারেন হালকা নীল, হালকা হলুদ। আসবাবপত্রের সঙ্গে মিল রেখে দেওয়াল ঘড়ি টাঙান। এতে লুকেও পরিবর্তন আসবে, আপনি সময় সমন্ধে ওয়াকিবহল থাকবেন

8 / 8
দেওয়ালে লাগান বিভিন্ন কারুকার্য করা প্লেট। তবে গোটা রান্নাঘরের দেওয়াল জুড়ে নয়, একটি নির্দিষ্ট জোন করে সেখানে কারুকার্য করা প্লেটগুলি দেওয়ালে সাঁটিয়ে দিন

দেওয়ালে লাগান বিভিন্ন কারুকার্য করা প্লেট। তবে গোটা রান্নাঘরের দেওয়াল জুড়ে নয়, একটি নির্দিষ্ট জোন করে সেখানে কারুকার্য করা প্লেটগুলি দেওয়ালে সাঁটিয়ে দিন

Next Photo Gallery