Skin Care With Banana Peel: ফেসপ্যাক মেখেও ব্রণ কমছে না? ৭ দিন কলার খোসা মেখে দেখুন তো
Home Remedies: খিদের মুখে দু'টো কলা খেয়ে ফেললেই পেট ভরে যায়। তাছাড়া স্বাস্থ্যের জন্যও উপকারী কলা। কিন্তু কলা খেয়ে খোসা ফেলে দেওয়ার ভুল করছেন না তো? কলার খোসা কিন্তু ফেলনা নয়। ছাদবাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কলার খোসা। ব্রণ থেকে দাগছোপ—ত্বকের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কলার খোসায়।