Skin Care With Banana Peel: ফেসপ্যাক মেখেও ব্রণ কমছে না? ৭ দিন কলার খোসা মেখে দেখুন তো

megha |

May 24, 2024 | 11:23 AM

Home Remedies: খিদের মুখে দু'টো কলা খেয়ে ফেললেই পেট ভরে যায়। তাছাড়া স্বাস্থ্যের জন্যও উপকারী কলা। কিন্তু কলা খেয়ে খোসা ফেলে দেওয়ার ভুল করছেন না তো? কলার খোসা কিন্তু ফেলনা নয়। ছাদবাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কলার খোসা। ব্রণ থেকে দাগছোপ—ত্বকের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কলার খোসায়।

1 / 8
খিদের মুখে দু'টো কলা খেয়ে ফেললেই পেট ভরে যায়। তাছাড়া স্বাস্থ্যের জন্যও উপকারী কলা। কিন্তু কলা খেয়ে খোসা ফেলে দেওয়ার ভুল করছেন না তো? কলার খোসা কিন্তু ফেলনা নয়।

খিদের মুখে দু'টো কলা খেয়ে ফেললেই পেট ভরে যায়। তাছাড়া স্বাস্থ্যের জন্যও উপকারী কলা। কিন্তু কলা খেয়ে খোসা ফেলে দেওয়ার ভুল করছেন না তো? কলার খোসা কিন্তু ফেলনা নয়।

2 / 8
ছাদবাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কলার খোসা। গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার হয় কলার খোসা। এছাড়াও রূপচর্চায় রোজ ব্যবহার করতে পারবেন কলার খোসা।

ছাদবাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কলার খোসা। গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার হয় কলার খোসা। এছাড়াও রূপচর্চায় রোজ ব্যবহার করতে পারবেন কলার খোসা।

3 / 8
ব্রণ থেকে দাগছোপ—ত্বকের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কলার খোসায়। শুধু আপনাকে জানতে হবে এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপায়।

ব্রণ থেকে দাগছোপ—ত্বকের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কলার খোসায়। শুধু আপনাকে জানতে হবে এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপায়।

4 / 8
কলার খোসা নিয়ে সরাসরি ত্বকের উপর ঘষে নিতে পারেন। এতে ব্রণ, ব্রণর দাগ, শুষ্ক ত্বক, এমনকি বলিরেখাও দূর হয়ে যাবে। ১৫ মিনিট ধরে কলার খোসা ত্বকের উপর ঘষলেই উপকার পাবেন। এতে পা ফাটার সমস্যাও দূর হবে।

কলার খোসা নিয়ে সরাসরি ত্বকের উপর ঘষে নিতে পারেন। এতে ব্রণ, ব্রণর দাগ, শুষ্ক ত্বক, এমনকি বলিরেখাও দূর হয়ে যাবে। ১৫ মিনিট ধরে কলার খোসা ত্বকের উপর ঘষলেই উপকার পাবেন। এতে পা ফাটার সমস্যাও দূর হবে।

5 / 8
ব্রণ দূর করতে সবচেয়ে বেশি উপযোগী কলার খোসা। ১ সপ্তাহ টানা মুখে কলার খোসা ঘষতে থাকুন। নিজেই তফাৎ দেখতে পারেন। কলার খোসায় অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ ও ব্রণ কমাতে সহায়ক।

ব্রণ দূর করতে সবচেয়ে বেশি উপযোগী কলার খোসা। ১ সপ্তাহ টানা মুখে কলার খোসা ঘষতে থাকুন। নিজেই তফাৎ দেখতে পারেন। কলার খোসায় অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ ও ব্রণ কমাতে সহায়ক।

6 / 8
কলার খোসা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। তাই কলার খোসা মুখে উপর ঘষলে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এর জেরে ত্বক টানটান থাকে এবং বলিরেখা এড়ানো যায়।

কলার খোসা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। তাই কলার খোসা মুখে উপর ঘষলে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এর জেরে ত্বক টানটান থাকে এবং বলিরেখা এড়ানো যায়।

7 / 8
দাঁতের হলদেটে ভাব দূর করতে কাজে আসে কলার খোসা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কলার খোসা দাঁতের উপর ঘষুন। এরপর মাজন দিয়ে দাঁত মেজে নিন। টানা কয়েক সপ্তাহ এই টোটকা মানলেই পেয়ে যাবেন ধবধবে সাদা দাঁত।

দাঁতের হলদেটে ভাব দূর করতে কাজে আসে কলার খোসা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কলার খোসা দাঁতের উপর ঘষুন। এরপর মাজন দিয়ে দাঁত মেজে নিন। টানা কয়েক সপ্তাহ এই টোটকা মানলেই পেয়ে যাবেন ধবধবে সাদা দাঁত।

8 / 8
চোখের তলার কালি দূর করতে কলার খোসার সাহায্য নিন। কলার খোসা টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা কলার খোসা চোখের উপর রেখে দিন। রোজ রাতে এই টোটকা মানলে ডার্ক সার্কেল উধাও হবে।

চোখের তলার কালি দূর করতে কলার খোসার সাহায্য নিন। কলার খোসা টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা কলার খোসা চোখের উপর রেখে দিন। রোজ রাতে এই টোটকা মানলে ডার্ক সার্কেল উধাও হবে।

Next Photo Gallery