Hair Serum: শ্যাম্পুর সঙ্গে এই উপাদান মিশিয়ে নিলে চুল হবে ঝকঝকে আর খুশকির সমস্যাও থাকবে না

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 24, 2023 | 9:30 AM

শ্যাম্পুর সঙ্গে এই উপাদান মিশিয়ে নিলে চুল হবে ঝকঝকে আর খুশকির সমস্যাও থাকবে না

1 / 8
এখন সারাবছরই চুলে খুশকি, চুল পড়ার সমস্যা এসব লেগেই থাকে। আর চুলে স্পা বা স্মুথনিং করালেও তা ৬ মাসের বেশি ভাল থাকে না।

এখন সারাবছরই চুলে খুশকি, চুল পড়ার সমস্যা এসব লেগেই থাকে। আর চুলে স্পা বা স্মুথনিং করালেও তা ৬ মাসের বেশি ভাল থাকে না।

2 / 8
সব সময় কেরাটিন স্মুথনিং করানোর মত বাজেটও থাকে না। এক্ষেত্রে ৬ মাস পর থেকেই চুলে আবার ফ্রিজি, রুক্ষ্ম ভাব ফিরে আসতে থাকে। দেখতেও ভাল লাগে না।

সব সময় কেরাটিন স্মুথনিং করানোর মত বাজেটও থাকে না। এক্ষেত্রে ৬ মাস পর থেকেই চুলে আবার ফ্রিজি, রুক্ষ্ম ভাব ফিরে আসতে থাকে। দেখতেও ভাল লাগে না।

3 / 8
চুলের নীচের দিকে শাইনিং আর স্মুথনিং বজায় থাকলেও উপরের দিকে কিছুই থাকে না। নতুন চুল গজায় বলে চুল উঠে থাকে। সেক্ষেত্রে শ্যাম্পুর এই টেকনিক কাজে লাগালে চুল খুব ভাল থাকবে। খুশকির সমস্যাও থাকবে না।

চুলের নীচের দিকে শাইনিং আর স্মুথনিং বজায় থাকলেও উপরের দিকে কিছুই থাকে না। নতুন চুল গজায় বলে চুল উঠে থাকে। সেক্ষেত্রে শ্যাম্পুর এই টেকনিক কাজে লাগালে চুল খুব ভাল থাকবে। খুশকির সমস্যাও থাকবে না।

4 / 8
বাজারে এখন নারকেল কোরা ড্রাই কিনতে পাওয়া যায়। চাইলে নারকেলের দুধও নিতে পারেন। এই নারকেলের দুধের মধ্যে চিনি ২ চামচ আর দেড় চামচ জল মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।

বাজারে এখন নারকেল কোরা ড্রাই কিনতে পাওয়া যায়। চাইলে নারকেলের দুধও নিতে পারেন। এই নারকেলের দুধের মধ্যে চিনি ২ চামচ আর দেড় চামচ জল মিশিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।

5 / 8
এবার তা ছেঁকে নিয়ে ওর মধ্যে মধু আর অ্যালোভেরা জেল এক চামচ মিশিয়ে নিতে হবে। এই চার উপাদান চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।

এবার তা ছেঁকে নিয়ে ওর মধ্যে মধু আর অ্যালোভেরা জেল এক চামচ মিশিয়ে নিতে হবে। এই চার উপাদান চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।

6 / 8
এবার এই মিশ্রণ অর্ধেক নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো শ্যাম্পু ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার চুল ভিজিয়ে ভাল করে শ্যাম্পু করে নিন।

এবার এই মিশ্রণ অর্ধেক নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো শ্যাম্পু ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার চুল ভিজিয়ে ভাল করে শ্যাম্পু করে নিন।

7 / 8
শ্যাম্পু ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়ে চুলে বাকি মিশ্রণ কন্ডিশনারের মত লাগিয়ে নিন। এবার তা মাথায় অন্তত ২০ মিনিট রাখুন।

শ্যাম্পু ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়ে চুলে বাকি মিশ্রণ কন্ডিশনারের মত লাগিয়ে নিন। এবার তা মাথায় অন্তত ২০ মিনিট রাখুন।

8 / 8
আবার ভাল করে চুল ধুয়ে তোয়ালে দিয়ে শুকিয়ে চুলে কোনও একটা সিরাম লাগিয়ে নিন। এতে চুল উজ্জ্বল থাকে, নরম থাকে। সঙ্গে কেরাটিনের এফেক্টও পাওয়া যাবে।

আবার ভাল করে চুল ধুয়ে তোয়ালে দিয়ে শুকিয়ে চুলে কোনও একটা সিরাম লাগিয়ে নিন। এতে চুল উজ্জ্বল থাকে, নরম থাকে। সঙ্গে কেরাটিনের এফেক্টও পাওয়া যাবে।

Next Photo Gallery