Curry Leaves for Hair: চুলের হাজার সমস্যা? সমাধান একটাই

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 17, 2023 | 6:07 PM

Hair Care Tips: আয়ুর্বেদিক বা প্রাকৃতিক হেয়ার অয়েল ব্যবহার করলে সেখানে আপনি কারি পাতা পাবেন। কারি পাতার গুণে আপনি চুলের একাধিক সমস্যা রুখে দিতে পারেন।

1 / 8
চুলের যত্নে বরাবরই কারি পাতার কদর বেশি। কারি পাতার মধ্যে এমন অনেক উপাদান রয়েছে, যা চুল ও স্ক্যাল্পের যত্ন নেয়। যে কারণে আয়ুর্বেদেও কারি পাতা ব্যবহার হয়।

চুলের যত্নে বরাবরই কারি পাতার কদর বেশি। কারি পাতার মধ্যে এমন অনেক উপাদান রয়েছে, যা চুল ও স্ক্যাল্পের যত্ন নেয়। যে কারণে আয়ুর্বেদেও কারি পাতা ব্যবহার হয়।

2 / 8
আয়ুর্বেদিক বা প্রাকৃতিক হেয়ার অয়েল ব্যবহার করলে সেখানে আপনি কারি পাতা পাবেন। কারি পাতার গুণে আপনি চুলের একাধিক সমস্যা রুখে দিতে পারেন।

আয়ুর্বেদিক বা প্রাকৃতিক হেয়ার অয়েল ব্যবহার করলে সেখানে আপনি কারি পাতা পাবেন। কারি পাতার গুণে আপনি চুলের একাধিক সমস্যা রুখে দিতে পারেন।

3 / 8
চুলের বৃদ্ধি ঘটানোর পাশাপাশি চুল পড়াকে রোধ করা, খুশকির সমস্যা দূর করা ইত্যাদি সমস্যায় কাজে আসে কারি পাতা। এমনকী চুলের প্রাকৃতিক জেল্লা বজায় রাখতে দারুণ উপযোগী কারি পাতা।

চুলের বৃদ্ধি ঘটানোর পাশাপাশি চুল পড়াকে রোধ করা, খুশকির সমস্যা দূর করা ইত্যাদি সমস্যায় কাজে আসে কারি পাতা। এমনকী চুলের প্রাকৃতিক জেল্লা বজায় রাখতে দারুণ উপযোগী কারি পাতা।

4 / 8
অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়া উপাদানে ভরপুর কারি পাতা। খুশকি দূর করতে কারি পাতার তেল ব্যবহার করুন। কারি পাতা বেটে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। তারপর ওই তেল স্ক্যাল্পে মালিশ করুন।

অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়া উপাদানে ভরপুর কারি পাতা। খুশকি দূর করতে কারি পাতার তেল ব্যবহার করুন। কারি পাতা বেটে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। তারপর ওই তেল স্ক্যাল্পে মালিশ করুন।

5 / 8
চুল পড়াকে রোধ করতে আপনি কারি পাতার মাস্ক ব্যবহার করতে পারেন। আমলকি, মেথি ও কারি পাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

চুল পড়াকে রোধ করতে আপনি কারি পাতার মাস্ক ব্যবহার করতে পারেন। আমলকি, মেথি ও কারি পাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

6 / 8
চুলের বৃদ্ধিতেও সাহায্য করে কারি পাতা। কারি পাতা ও পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিন। তারপর সেটা স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। 

চুলের বৃদ্ধিতেও সাহায্য করে কারি পাতা। কারি পাতা ও পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিন। তারপর সেটা স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। 

7 / 8
নারকেল তেলের সঙ্গে মেথি দানা ও কারি পাতা একসঙ্গে ফুটিয়ে নিন। এই কারি পাতার তেল বানিয়ে রেখে দিন। শ্যাম্পু করার আগে এই তেল আপনি ব্যবহার করতে পারেন।

নারকেল তেলের সঙ্গে মেথি দানা ও কারি পাতা একসঙ্গে ফুটিয়ে নিন। এই কারি পাতার তেল বানিয়ে রেখে দিন। শ্যাম্পু করার আগে এই তেল আপনি ব্যবহার করতে পারেন।

8 / 8
নিয়মিত কারি পাতার তেল ব্যবহার করলে এটি আপনার চুলে প্রাকৃতিক জেল্লা এনে দেবে। পাশাপাশি চুলের কোনও সমস্যাই আর আপনার ধারে কাছে ঘেঁষবে না। 

নিয়মিত কারি পাতার তেল ব্যবহার করলে এটি আপনার চুলে প্রাকৃতিক জেল্লা এনে দেবে। পাশাপাশি চুলের কোনও সমস্যাই আর আপনার ধারে কাছে ঘেঁষবে না। 

Next Photo Gallery