Dry Shampoo: শ্যাম্পু করার সময় নেই? স্ক্যাল্পের তেলতেলে ভাব দূর করুন ড্রাই শ্যাম্পু দিয়ে
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 02, 2023 | 3:45 PM
Shampoo Using Tips: প্রতিদিন সকালে ধৈর্যের সঙ্গে শ্যাম্পুর সময় থাকে না। কিন্তু শ্যাম্পু না করে বাইরেও বেরোনো যায় না। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে ড্রাই শ্যাম্পু। ড্রাই শ্যাম্পু নিমেষে দূর করে চুলের তেলতেলে ভাব। ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পে জমে থাকা তেল শুষে নেয়।
1 / 8
আজকাল দূষণের মাত্রা এত বেড়ে গিয়েছে যে, একদিন অন্তর শ্যাম্পু না করলেই স্ক্যাল্প চিটচিটে হয়ে যায়। চুল একটু তেলতেলে হলেই শ্যাম্পু করতেই হয়।
2 / 8
প্রতিদিন সকালে ধৈর্যের সঙ্গে শ্যাম্পুর সময় থাকে না। কিন্তু শ্যাম্পু না করে বাইরেও বেরোনো যায় না। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে ড্রাই শ্যাম্পু।
3 / 8
ড্রাই শ্যাম্পু নিমেষে দূর করে চুলের তেলতেলে ভাব। ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পে জমে থাকা তেল শুষে নেয়। পাশাপাশি স্ক্যাল্পকে করে তোলে সতেজ। কিন্তু কোন উপায়ে ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন, জানেন?
4 / 8
ড্রাই শ্যাম্পু স্প্রে বোতলে পাওয়া যায়। স্ক্যাল্পে যে অংশ বেশি তৈলাক্ত, শুধু সেখানেই ড্রাই শ্যাম্পু স্প্রে করুন। তবে, মাথা থেকে অন্তত ১০ ইঞ্চি দূরে রেখে স্প্রে করুন।
5 / 8
স্প্রে করার সময় মাথা হালকা ঝাঁকাতে থাকুন। এতে ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। পাশাপাশি স্ক্যাল্পের একটি অংশে অতিরিক্ত ড্রাই শ্যাম্পু পড়বে না।
6 / 8
ড্রাই শ্যাম্পু স্প্রে করার পর আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্পে হালকা মালিশ করুন। খুব বেশি চাপ দেবেন না। এতে গোটা মাথায় ড্রাই শ্যাম্পু ছড়িয়ে যাবে। পাশাপাশি চুলের ভলিউম বাড়বে।
7 / 8
রোজ ড্রাই শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। শুধু যে দিন শ্যাম্পু করতে পারছেন না এবং ড্রাই শ্যাম্পু ছাড়া উপায় নেই, তখনই শুধু ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। রোজ ড্রাই শ্যাম্পু ব্যবহারে চুলের মারাত্মক ক্ষতি হয়।
8 / 8
স্ক্যাল্পে ধুলোবালি, তেল, ময়লা জমতে থাকে। এগুলো ড্রাই শ্যাম্পু দিয়ে দূর করা সম্ভব নয়। ড্রাই শ্যাম্পু শুধু স্ক্যাল্পের অতিরিক্ত তেলকে শুষে নেয়। তাই স্বাভাবিকভাবে শ্যাম্পু আপনাকে করতেই হবে।