Facial hair remove: মুখের ছোট ছোট লোম নিয়ে আর নেই চিন্তা, রান্নাঘরের এই গুঁড়োতেই লুকিয়ে সমাধান
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Mar 15, 2024 | 9:11 AM
rice flour face pack: চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট বানান। এর মধ্যে চিনি, লেবুর রস আর মধু দিতে ভুলবেন না। এক ফোঁটা গোলাপ জল মেশাবেন
1 / 8
অনেকেরই মুখে বেশ লোমের আধিক্য থাকে। বিশেষত যাদের শরীরে কোনও রকম হরমোন ইমব্যালান্স থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। বা যাদের মধ্যে কোনও রকম মানসিক সমস্যা থাকে তাদেরও মুখে লোম গজায়। অনেকের হেয়ার গ্রোথ বেশি হয়, সেখান থেকেও অতিরিক্ত লোম গজাতে পারে।
2 / 8
লোম গজালে মুখের জেল্লা নষ্ট হয়ে যায়। এমনকী মেকআপ করাও যায় না। আজ থেকে কয়েক বছর আগেও মানুষ নিজের রূপ নিয়ে ততটা সচেতন ছিলেন না যতটা এখন হয়েছেন
3 / 8
হরমোনের ভারসাম্যজনিত কারণেই মুখে বেশি লোম ওঠে। পার্লার বা কোনও রকম যন্ত্র ছাড়াই তুলে ফেলতে পারবেন এই অবাঞ্ছিত লোম। রইল তারই টিপস
4 / 8
ফেসিয়াল হেয়ার দূর করতে খুব ভাল কাজ করে চালের গুঁড়ো। এর মধ্যে এক্সফোলিয়েট করার ক্ষমতা থাকে অনেক বেশি। যে কারণে হেয়ার ফলিকল গুলো দুর্বল হয়ে পড়ে। একটা সময়ের পর তারপর ফেসিয়াল গ্রোথ কমে আসে
5 / 8
চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট বানান। এর মধ্যে চিনি, লেবুর রস আর মধু দিতে ভুলবেন না। এক ফোঁটা গোলাপ জল মেশাবেন
6 / 8
মুখে এই প্যাক ১০ মিনিট লাগিয়ে রেখে ম্যাসাজ করতে শুরু করুন। ভাল করে হাত ঘুরিয়ে পুরো মুখ ম্যাসাজ করতে হবে। আরও ১০ মিনিট রেখে ইষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই ভাবে রূপচর্চা করুন
7 / 8
চালের গুঁড়ো, এক চামচ হলুদ আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্ট হেয়ার গ্রোথের উল্টোদিকে ভাল করে ম্যাসাজ করতে হবে। চাইলে পেঁপে, চালগুঁড়ো, মধু মিশিয়ে স্ক্রাব বানিয়েও কাজ সারতে পারেন। এতেও তুলে ফেলা যায় ফেসিয়াল হেয়ার
8 / 8
ডিমের সাদা অংশ, চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়েও স্ক্রাব বানিয়ে নিতে পারেন। এটা মাস্কের মত করে ব্যবহার করুন। শুকিয়ে গেলে তুলে নিন। এতেও দূর হবে ফেসিয়াল হেয়ার। কোনও রকম মেশিন কিন্তু