Rose Water for Skin: বৃষ্টির দিনে ত্বকের সমস্যা এড়াতে চান? এই প্রাকৃতিক জল মুখে ছিটিয়ে নিন

megha |

Aug 23, 2024 | 5:47 PM

How to use rose water: বর্ষাকালে ত্বকের সমস্যা থেকে নিস্তার দিতে পারে গোলাপ জল। বর্ষায় বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি হওয়ায় ত্বকের সমস্যা বাড়ে। তবে, গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা সারাবছর আপনার সঙ্গী হতে পারে।

1 / 8
একটানা বৃষ্টিতে বিরক্ত বাঙালি। রোদের দেখা একদম নেই। তার উপর গরম কাটছে না। ঘাম হচ্ছে। ত্বকেও বাড়ছে চিটচিটে ভাব। আর বর্ষা মানেই ত্বকের সংক্রমণ লেগেই রয়েছে।

একটানা বৃষ্টিতে বিরক্ত বাঙালি। রোদের দেখা একদম নেই। তার উপর গরম কাটছে না। ঘাম হচ্ছে। ত্বকেও বাড়ছে চিটচিটে ভাব। আর বর্ষা মানেই ত্বকের সংক্রমণ লেগেই রয়েছে।

2 / 8
বর্ষাকালে ত্বকের সমস্যা থেকে নিস্তার দিতে পারে গোলাপ জল। বর্ষায় বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি হওয়ায় ত্বকের সমস্যা বাড়ে। তবে, গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা সারাবছর আপনার সঙ্গী হতে পারে।

বর্ষাকালে ত্বকের সমস্যা থেকে নিস্তার দিতে পারে গোলাপ জল। বর্ষায় বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি হওয়ায় ত্বকের সমস্যা বাড়ে। তবে, গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা সারাবছর আপনার সঙ্গী হতে পারে।

3 / 8
বৃষ্টির দিনে অনেকেই ওপেন পোরস, ব্রণ, তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। গোলাপ জল এসব সমস্যা সহজেই দূর করে। গোলাপ জল রোমকূপে জমে থাকা সমস্ত ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।

বৃষ্টির দিনে অনেকেই ওপেন পোরস, ব্রণ, তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন। গোলাপ জল এসব সমস্যা সহজেই দূর করে। গোলাপ জল রোমকূপে জমে থাকা সমস্ত ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।

4 / 8
যে কোনও ত্বকের জন্য আদর্শ গোলাপ জল। এটি যেমন ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে, তেমনই ত্বকে আর্দ্রতা জোগায়। ব্রণর সমস্যা কমায়। ত্বক থেকে ব্যাকটেরিয়া দূর করে দেয় গোলাপ জল।

যে কোনও ত্বকের জন্য আদর্শ গোলাপ জল। এটি যেমন ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে, তেমনই ত্বকে আর্দ্রতা জোগায়। ব্রণর সমস্যা কমায়। ত্বক থেকে ব্যাকটেরিয়া দূর করে দেয় গোলাপ জল।

5 / 8
নিয়মিত মুখে গোলাপ জল মাখলে ত্বকের বার্ধক্য দূরে থাকে। বলিরেখা, দাগছোপ, সূক্ষ্মরেখার হাত থেকে ত্বককে রক্ষা করে গোলাপ জল। অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচতে গোলাপ জল মাখুন।

নিয়মিত মুখে গোলাপ জল মাখলে ত্বকের বার্ধক্য দূরে থাকে। বলিরেখা, দাগছোপ, সূক্ষ্মরেখার হাত থেকে ত্বককে রক্ষা করে গোলাপ জল। অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচতে গোলাপ জল মাখুন।

6 / 8
গোলাপ জল প্রাকৃতিক উপাদান। এটি ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, এমনকি সংবেদনশীল ত্বকেও গোলাপ জল ব্যবহার করা যায়।

গোলাপ জল প্রাকৃতিক উপাদান। এটি ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ত্বক তৈলাক্ত হোক বা শুষ্ক, এমনকি সংবেদনশীল ত্বকেও গোলাপ জল ব্যবহার করা যায়।

7 / 8
বর্ষাকালে টোনার হিসেবে ব্যবহার করুন গোলাপ জল। তবেই ত্বকের পিএইচ স্তরের ব্যালেন্স বজায় থাকবে। মুখে সরাসরি স্প্রে করতে পারেন গোলাপ জল। এছাড়া তুলোর বলে গোলাপ জল নিয়ে গোটা মুখে বুলিয়ে নিন। 

বর্ষাকালে টোনার হিসেবে ব্যবহার করুন গোলাপ জল। তবেই ত্বকের পিএইচ স্তরের ব্যালেন্স বজায় থাকবে। মুখে সরাসরি স্প্রে করতে পারেন গোলাপ জল। এছাড়া তুলোর বলে গোলাপ জল নিয়ে গোটা মুখে বুলিয়ে নিন। 

8 / 8
গোলাপ জল দিয়ে ফেসপ্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল, মুলতানি মাটির মতো উপাদানের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকবে।

গোলাপ জল দিয়ে ফেসপ্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল, মুলতানি মাটির মতো উপাদানের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকবে।

Next Photo Gallery