Eye Glass: চশমা পরলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

চোখের সমস্যায় যাঁদের সব সময় চশমা পরে থাকতে হয়, চশমার বিরক্তি কেবল তাঁরাই বুঝতে পারেন। তাই অনেকে চশমার বদলবে লেন্স ব্যবহারের পথে হাঁটছেন। কিন্তু সেই উপায় যদি আপনার না থাকে, অর্থাৎ চশমা যদি আপনাকে পরতেই হয়, তাহলে কয়েকটি বিষয় মেনে চলুন।

| Updated on: May 15, 2024 | 3:23 PM
চোখের সমস্যায় যাঁদের সব সময় চশমা পরে থাকতে হয়, চশমার বিরক্তি কেবল তাঁরাই বুঝতে পারেন।

চোখের সমস্যায় যাঁদের সব সময় চশমা পরে থাকতে হয়, চশমার বিরক্তি কেবল তাঁরাই বুঝতে পারেন।

1 / 8
তাই অনেকে চশমার বদলবে লেন্স ব্যবহারের পথে হাঁটছেন। কিন্তু সেই উপায় যদি আপনার না থাকে, অর্থাৎ চশমা যদি আপনাকে পরতেই হয়, তাহলে কয়েকটি বিষয় মেনে চলুন।

তাই অনেকে চশমার বদলবে লেন্স ব্যবহারের পথে হাঁটছেন। কিন্তু সেই উপায় যদি আপনার না থাকে, অর্থাৎ চশমা যদি আপনাকে পরতেই হয়, তাহলে কয়েকটি বিষয় মেনে চলুন।

2 / 8
চশমা সবসময় নির্দিষ্ট খাপের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে চশমা ভেঙে যাওয়ার সম্ভাবনা যেমন কমবে। তেমনই খুঁজে পেতেও সুবিধা হবে।

চশমা সবসময় নির্দিষ্ট খাপের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে চশমা ভেঙে যাওয়ার সম্ভাবনা যেমন কমবে। তেমনই খুঁজে পেতেও সুবিধা হবে।

3 / 8
প্রতিদিন অন্তত একবার চশমা পরিষ্কার করতেই হবে। হালকা গরম জল এবং নরম কোনও সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। জল ঝরে গেলে চশমা মোছার জন্য যে নরম কাপড়টি দেওয়া হয়েছে, তা দিয়ে লেন্স মুছে নিন।

প্রতিদিন অন্তত একবার চশমা পরিষ্কার করতেই হবে। হালকা গরম জল এবং নরম কোনও সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। জল ঝরে গেলে চশমা মোছার জন্য যে নরম কাপড়টি দেওয়া হয়েছে, তা দিয়ে লেন্স মুছে নিন।

4 / 8
চশমা বাছাইয়ের সময় একটু বাড়তি যত্নশীল হতেই হবে। মনে রাখবেন, চশমাও কিন্তু আপনার লুকেরই অংশ, তাই ঠিক কেমন লাগছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো।

চশমা বাছাইয়ের সময় একটু বাড়তি যত্নশীল হতেই হবে। মনে রাখবেন, চশমাও কিন্তু আপনার লুকেরই অংশ, তাই ঠিক কেমন লাগছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো।

5 / 8
রোজ ব্যবহারের চশমা শক্তপোক্ত হওয়াই বাঞ্ছনীয়। যদি মনে হয়, স্রেফ রিডিং গ্লাস হলেই কাজ চলে যাবে, তা হলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।

রোজ ব্যবহারের চশমা শক্তপোক্ত হওয়াই বাঞ্ছনীয়। যদি মনে হয়, স্রেফ রিডিং গ্লাস হলেই কাজ চলে যাবে, তা হলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।

6 / 8
যাঁদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাঁদের বাড়তি কয়েক সেট চশমা রাখা একান্ত আবশ্যক। অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন।

যাঁদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাঁদের বাড়তি কয়েক সেট চশমা রাখা একান্ত আবশ্যক। অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন।

7 / 8
চশমা তুলে মাথার উপর রাখবেন না – তা যতই স্টাইলিশ দেখাক না কেন! এমনটা কয়েকবার করলেই তা আলগা হতে আরম্ভ করবে, আপনি যথাযথ ভিশন পাবেন না।

চশমা তুলে মাথার উপর রাখবেন না – তা যতই স্টাইলিশ দেখাক না কেন! এমনটা কয়েকবার করলেই তা আলগা হতে আরম্ভ করবে, আপনি যথাযথ ভিশন পাবেন না।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...