Tea Tree Oil-Dandruff: অ্যান্টি-ড্যানড্রফ নয় সাধারণ শ্যাম্পু মেখেই কমবে খুশকি, শুধু মেশাতে হবে একটা উপাদান
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 09, 2023 | 1:46 PM
Anti-Dandruff Shampoo: অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেও খুশকির সমস্যা থেকে মুক্তি মেলে না। বরং, চুল অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। অ্যান্টি-ড্যানড্রফ চুল থেকে সমস্ত আর্দ্রতা কেড়ে নেয়। কিন্তু খুশকি কমায় না। খুশকির সমাধান লুকিয়ে রয়েছে টি ট্রি অয়েলে।
1 / 8
চুল পড়ার সমস্যা থেকেও বেশি বিরক্ত হল খুশকি। খুশকির সমস্যা একবার ধরলে সহজে পিছু ছাড়ে না। তখন অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পুও খুব বেশি কার্যকর হয় না।
2 / 8
অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেও খুশকির সমস্যা থেকে মুক্তি মেলে না। বরং, চুল অনেক বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। অ্যান্টি-ড্যানড্রফ চুল থেকে সমস্ত আর্দ্রতা কেড়ে নেয়। কিন্তু খুশকি কমায় না।
3 / 8
খুশকির সমস্যা দূর করতে হবে সাধারণ শ্যাম্পুই ব্যবহার করুন। শুধু শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল। দেখবেন, রাতারাতি কমে গিয়েছে খুশকির সমস্যা।
4 / 8
মূলত, স্ক্যাল্প শুষ্ক হয়ে গেলে, ব্যাকটেরিয়া জমাট বাঁধলে খুশকির সমস্যা দেখা দেয়। কিন্তু টি ট্রি অয়েল ব্যবহার করলে আপনি সহজেই খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
5 / 8
টি ট্রি অয়েলের সঙ্গে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। টি ট্রি অয়েল স্ক্যাল্পে ফাঙ্গাসের বৃদ্ধিকে প্রতিরোধ করে।
6 / 8
খুশকি হলে স্ক্যাল্পে চিটচিটে ভাব দেখা দেয়, চুলকানি হয়। এই সব উপসর্গ থেকেও মুক্তি দেয় টি ট্রি অয়েল। অর্থাৎ, খুশকি ও খুশকি সম্পর্কিত যাবতীয় সমস্যা থেকে মুক্তি দেয় টি ট্রি অয়েল।
7 / 8
শ্যাম্পুর সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া হেয়ার মাস্ক বানাতে পারেন। ১/২ চামচ নারকেল তেল, ২/৩ কাপ বেকিং সোডা, ১/৪ কাপ জল, ১/২ চামচ ভিটামিন ই অয়েল, ১/৮ কাপ নারকেলের দুধ নিন। এতে ২০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন।
8 / 8
এই মিশ্রণটি স্ক্যাল্পে ভাল করে লাগান। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করলে ৪ সপ্তাহের মধ্যেই কমে যাবে খুশকির সমস্যা। এই মিশ্রণটি শ্যাম্পুর মতোই আপনার চুলে কাজ করে। এই মিশ্রণটি বানিয়ে এয়ার টাইট জারে ভরে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।