চুল ঘন ও মজবুত করতে লাগান ঘি! সাদা হওয়ার চিন্তা সরিয়ে দেখুন সঠিক নিয়ম…

Mar 20, 2024 | 9:15 AM

Hair Care: চুল ঘন আর মজবুত করার জন্য মানুষ কত চেষ্টাই না করে। পার্লারে গিয়ে টাকা খরচ করা থেকে শুরু করে বাড়িতে একের পর এক টোটকা কাজে লাগানো। প্রাচীনকালে মানুষ চুল মজবুত করতে প্রচুর ঘি ব্যবহার করত। কারণ এটি চুলের স্বাস্থ্য ও ঘনত্বের জন্য উপকারী বলে মনে করা হয়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগে চুলে ঘি লাগানো ঠিক?

1 / 8
চুল ঘন আর মজবুত করার জন্য মানুষ কত চেষ্টাই না করে। পার্লারে গিয়ে টাকা খরচ করা থেকে শুরু করে বাড়িতে একের পর এক টোটকা কাজে লাগানো।

চুল ঘন আর মজবুত করার জন্য মানুষ কত চেষ্টাই না করে। পার্লারে গিয়ে টাকা খরচ করা থেকে শুরু করে বাড়িতে একের পর এক টোটকা কাজে লাগানো।

2 / 8
কিন্তু আদৌ কোনও কিছুতেই ফল পাওয়া যায় না। তবে এই সব কিছুর মধ্যেই এমন কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল হয়।

কিন্তু আদৌ কোনও কিছুতেই ফল পাওয়া যায় না। তবে এই সব কিছুর মধ্যেই এমন কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল হয়।

3 / 8
প্রাচীনকালে মানুষ চুল মজবুত করতে প্রচুর ঘি ব্যবহার করত। কারণ এটি চুলের স্বাস্থ্য ও ঘনত্বের জন্য উপকারী বলে মনে করা হয়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগে চুলে ঘি লাগানো ঠিক?

প্রাচীনকালে মানুষ চুল মজবুত করতে প্রচুর ঘি ব্যবহার করত। কারণ এটি চুলের স্বাস্থ্য ও ঘনত্বের জন্য উপকারী বলে মনে করা হয়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন জাগে চুলে ঘি লাগানো ঠিক?

4 / 8
রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ঘিতে রয়েছে ভিটামিন এ, ই, কে, ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, যা চুলের জন্য উপকারী হতে পারে।

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ঘিতে রয়েছে ভিটামিন এ, ই, কে, ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, যা চুলের জন্য উপকারী হতে পারে।

5 / 8
এটি চুলকে পুষ্ট করে এবং তাদের মজবুত করে। এ ছাড়া ঘি খুশকি কমাতে সাহায্য করে এবং স্ক্যাল্ফ সুস্থ রাখে। চুল ঘন ও ঝলমলে করতে ঘি খুবই উপকারী বলে মনে করা হয়।

এটি চুলকে পুষ্ট করে এবং তাদের মজবুত করে। এ ছাড়া ঘি খুশকি কমাতে সাহায্য করে এবং স্ক্যাল্ফ সুস্থ রাখে। চুল ঘন ও ঝলমলে করতে ঘি খুবই উপকারী বলে মনে করা হয়।

6 / 8
ঘি চুল পড়া কমাতেও সাহায্য করে। কিন্তু ঘি লাগানোর সময় সতর্ক থাকতে হবে। চুলে ঠান্ডা ঘি লাগাবেন না। এতে সময় অনেক বেশি লাগবে।

ঘি চুল পড়া কমাতেও সাহায্য করে। কিন্তু ঘি লাগানোর সময় সতর্ক থাকতে হবে। চুলে ঠান্ডা ঘি লাগাবেন না। এতে সময় অনেক বেশি লাগবে।

7 / 8
তাই হালকা একটু গরম করে নিলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। সেই সঙ্গে ঘি চুলে ভাল করে মিশেও যাবে। তবে খুব বেশি গরম ঘি লাগিয়ে ফেলবেন না।

তাই হালকা একটু গরম করে নিলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। সেই সঙ্গে ঘি চুলে ভাল করে মিশেও যাবে। তবে খুব বেশি গরম ঘি লাগিয়ে ফেলবেন না।

8 / 8
দিনে চুলে ঘি লাগাবেন না। রোজ রাতে শোয়ার সময় ঘি গরম করে চুলে লাগিয়ে নেবেন। আর সকাল হতেই ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ২ থেকে ৩ বার চুলে ঘি লাগান।

দিনে চুলে ঘি লাগাবেন না। রোজ রাতে শোয়ার সময় ঘি গরম করে চুলে লাগিয়ে নেবেন। আর সকাল হতেই ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ২ থেকে ৩ বার চুলে ঘি লাগান।

Next Photo Gallery