Exfoliation: বাজারচলতি হোক বা হোমমেড স্ক্রাব, কতক্ষণ মুখে ঘষলে ফিরবে ত্বকের জেল্লা?
megha |
Mar 21, 2024 | 9:15 AM
Face Scrub: নরম, কোমল ও স্বচ্ছ ত্বক পাওয়ার জন্য এক্সফোলিয়েশন জরুরি। ফেসওয়াশ, ময়েশ্চারাইজারের বাইরের স্ক্রাবই হল একমাত্র প্রসাধনী, যা নিয়মিত ব্যবহার করা দরকার। কমপক্ষে সপ্তাহে দু'দিন ত্বক এক্সফোলিয়েশন করা জরুরি। কিন্তু কোন উপায়ে ত্বক এক্সফোলিয়েট করলে বেশি উপকার পাবেন, তা কি জানেন?
1 / 8
নরম, কোমল ও স্বচ্ছ ত্বক পাওয়ার জন্য এক্সফোলিয়েশন জরুরি। ফেসওয়াশ, ময়েশ্চারাইজারের বাইরের স্ক্রাবই হল একমাত্র প্রসাধনী, যা নিয়মিত ব্যবহার করা দরকার। কমপক্ষে সপ্তাহে দু'দিন ত্বক এক্সফোলিয়েশন করা জরুরি।
2 / 8
দু'দিন ত্বক এক্সফোলিয়েট করলে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যায়। এতে ত্বক অনেক বেশি মসৃণ ও কোমল হয়ে ওঠে। কিন্তু ভুল উপায়ে স্ক্রাব ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়।
3 / 8
সঠিক উপায়ে ত্বক এক্সফোলিয়েট না করলে ত্বকের সমস্যা বাড়ে। সঠিক স্ক্রাব বাছাই থেকে সঠিক উপায়ে এক্সফোলিয়েশন জরুরি। আর এই কাজটা কীভাবে করবেন, রইল স্টেপ বাই স্টেপ গাইড।
4 / 8
বাজারে অনেক ধরনের স্ক্রাব পাওয়া যায়। সবসময় মাইল্ড এক্সফোলিয়েটর বেছে নিন। এতে ত্বকের উপর খুব বেশি চাপ পড়বে না এবং ত্বকও পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় ভুল স্ক্রাব ব্যবহারের কারণে ত্বকে ব্রণ, র্যাশের সমস্যা দেখা দেয়।
5 / 8
বাজারচলতি স্ক্রাবের উপর ভরসা না থাকলে বাড়িতেও এক্সফোলিয়েটর বানিয়ে নিতে পারেন। ওটস, কফি, চিনি কিংবা বেসনের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে স্ক্রাব বানিয়ে নিতে পারেন। এতে ত্বকের ক্ষয় হওয়ার সম্ভাবনা কম।
6 / 8
সংবেদনশীল ও ব্রণ-প্রবণ ত্বকে স্ক্রাব ব্যবহার করবেন না। এই ধরনের ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত পণ্য ব্যবহার করুন। প্রাকৃতিক উপাদান হিসেবে টক দই বেছে নিতে পারেন।
7 / 8
প্রথমে মুখ ধুয়ে নিন। এরপর মুখে স্ক্রাব মাখুন। প্রাকৃতিক উপাদানে তৈরি স্ক্রাব প্রথমে মুখে মেখে নিন। তারপর সেটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বাজারচলতি স্ক্রাবে এই ধাপ অনুসরণ করার দরকার নেই।
8 / 8
বাজারচলতি হোক বা হোমমেড, যে কোনও এক্সফোলিয়েটর ২-৩ মিনিটের বেশি মুখে স্ক্রাব করবেন না। সার্কুলার মোশনে স্ক্রাব করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ মুছে নিন। একদম শেষে ময়েশ্চারাইজার মেখে নিন।