Diabetes Fruits: জব্দ হবে সুগার, ডায়েটে রাখুন এই ফলগুলি
Sukla Bhattacharjee |
Mar 21, 2024 | 8:51 AM
Diabetes control fruits: কেবল বয়স্ক নয়, অল্পবয়সিরাও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। আর এর প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শরীর সুস্থ রাখতে জরুরি ফল। এমন কিছু ফল রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এই ফলগুলি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। চিনে নিন ফলগুলি।
1 / 8
ডায়াবেটিস শরীরে বাসা বেঁধেছে? প্রথম থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে হতে পারে ভয়াবহ বিপদ। হার্ট, কিডনি থেকে শুরু করে বিভিন্ন রোগের উৎপত্তি হয় ডায়াবেটিস থেকে
2 / 8
কেবল বয়স্ক নয়, অল্পবয়সিরাও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। আর এর প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
3 / 8
শরীর সুস্থ রাখতে জরুরি ফল। এমন কিছু ফল রয়েছে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এই ফলগুলি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। চিনে নিন ফলগুলি
4 / 8
লিভারের জন্য পেঁপের উপকারিতার কথা সকলেই জানে। পেঁপেতে শর্করার পরিমাণও কম থাকে। এছাড়া ভিটামিন-সি রয়েছে, আঁশ থাকার জন্য লিভারের জন্যও উপকারী। তাই ডায়াবেটিস রোগীরা এটা খান
5 / 8
তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য বলিরখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে অকাল বার্ধক্য দূর করতে সাহায্য করে তরমুজ
6 / 8
ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারায় শর্করার পরিমাণ খুব কম মাত্রায় থাকে। তাই ডায়াবেটিস রোগীরা রোজের ডায়েটে রাখতে পারেন এই ফলফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারায় শর্করার পরিমাণ খুব কম মাত্রায় থাকে। তাই ডায়াবেটিস রোগীরা রোজের ডায়েটে রাখতে পারেন এই ফল
7 / 8
ডায়াবেটিসের যম বলা হয় জাম-কে। অ্যান্টিঅক্সি়ডেন্টে ভরপুর জামে শর্করার পরিমাণ খুবই নগণ্য। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুব কার্যকরী
8 / 8
বিভিন্ন ভিটামিন ও পটাসিয়ামে সমৃদ্ধ হল অ্যাভোক্যাডো। এটিতে শর্করার পরিমাণ একেবারেই নেই। তাই ডায়াবেটিস রোগীরা এই ফল খেতে পারেন