Winter Skin Care: চুলকানি, একজিমায় নাজেহাল? এই ৪ উপাদান ত্বকে মাখলেই উপকার মিলবে
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 21, 2023 | 7:30 AM
Home Remedies: বাতাসে আর্দ্রতা কম থাকায় শীতকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। তার উপর গরম জলে স্নান করলে ত্বকের বারোটা বেজে যায়। জাঁকিয়ে বসে শুষ্ক ত্বক, একজিমা ও সোরিয়াসিসের সমস্যা। বাড়তে থাকে চুলকানি। শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি।
1 / 8
বাতাসে আর্দ্রতা কম থাকায় শীতকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। তার উপর গরম জলে স্নান করলে ত্বকের বারোটা বেজে যায়। জাঁকিয়ে বসে শুষ্ক ত্বক, একজিমা ও সোরিয়াসিসের সমস্যা। বাড়তে থাকে চুলকানি।
2 / 8
আবহাওয়ার তারতম্যের পাশাপাশি শীতের দূষণ, ঘন ঘন প্রসাধনী পরিবর্তন করা ত্বকের সমস্যা আরও বাড়িয়ে তোলে। অনেক সময় সঠিক কোল্ড ক্রিম বেছে না নিলেও ত্বকের অবস্থা বেহাল হতে থাকে।
3 / 8
শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি। এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিন। শীতকালে কোন-কোন প্রাকৃতিক উপাদান ত্বকে মাখবেন, রইল টিপস।
4 / 8
শুষ্ক ত্বক থেকে একজিমার সমস্যা দূর করতে নারকেল তেল মাখুন। নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এমনকি চুলকানি থেকেও মুক্তি দেয় এই তেল।
5 / 8
শীতকালে ত্বকের সমস্যা কমাতে মুখে অ্যালোভেরা জেল মাখতে পারেন। এই প্রাকৃতিক উপাদানের মধ্যে ভিটামিন এ ও ভিটামিন ই রয়েছে, যা ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। অ্যালোভেরা জেলের মধ্যে ৯৬% জল রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে।
6 / 8
ত্বকের সমস্যা কমাতে চাইলে হলুদের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ ত্বকের উপর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকে লাগাতে পারেন।
7 / 8
সূর্যমুখীর তেলও আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে বাঁচাবে। এই তেল ত্বককে ময়েশ্চারাইজড করে এবং ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। সূর্যমুখীর তেল ব্যবহার করলে চুলকানি কমতে পারে।
8 / 8
এই ৪ উপাদান ব্যবহার করার পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করুন। ডায়েটে তাজা ফল ও সবজি রাখুন। মেকআপ ও প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন।