Cooking Hacks: চাউমিন, পাস্তা সেদ্ধ করে জল ফেলে দেন? এভাবে ব্যবহার করুন অন্য রান্নায়
Kitchen Tips: চাউমিন বা পাস্তা সেদ্ধ করে জলটা ছেঁকে ফেলে দেওয়া হয়। কিন্তু এবার আর তা করবেন না। এবার থেকে ওই পাস্তা সেদ্ধর জল একটা পাত্রে সংরক্ষণ করে রাখুন। হেঁশেলের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই পাস্তা সেদ্ধর জল।
Most Read Stories