Cyclone Dana Help Line Numbers: কলকাতা থেকে মেদিনীপুর, বিপদে পড়লে কোথায় যোগাযোগ করবেন? রইল সব হেল্পলাইন নম্বর
Cyclone Dana Help Line Numbers: বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। প্রস্তুত স্থানীয় প্রশাসনও। খোলা হয়েছে একাধিক হেল্প লাইন নম্বরও। ঝড়ের সময়, আগে বা পরে বিপদে পড়লে কী করবেন? কোথায় যোগাযোগ করবেন?
1 / 10
মাত্র কয়েকশো মিটার দূরেই রয়েছে সাইক্লোন 'দানা'। ভূপৃষ্ঠে আছড়ে পড়তে চলেছে, ১০০-১১০ কিলোমিটার গতিবেগে। স্বাভাবিক আতঙ্কে সাধারণ মানুষ। রয়েছে বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনাও। তবে ঝড়ের সঙ্গে লড়তে প্রস্তুত প্রশাসনও।
2 / 10
বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। প্রস্তুত স্থানীয় প্রশাসনও। খোলা হয়েছে একাধিক হেল্প লাইন নম্বরও। ঝড়ের সময়, আগে বা পরে বিপদে পড়লে কী করবেন? কোথায় যোগাযোগ করবেন?
3 / 10
সময় থাকতেই জেনে রাখুন হেল্প লাইন নম্বরগুলি। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে একটি হেল্প লাইন নম্বর খোলা হয়েছে। প্রয়োজনে ১০৭০ নম্বরে যোগাযোগ করুন।
4 / 10
কলকাতা পুরসভার তরফে বিপর্যয় মোকাবিলার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রতি মুহূর্তে চোখ রাখা হচ্ছে সাইক্লোনের আপডেটের উপরে। বিপদে পড়লে যোগাযোগ করতে পারেন, চারটি নম্বরে। কলকাতা পুরসভা হেল্প লাইন নম্বর - ২২৮৬-১১১১, ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩ ও ২২৮৬-১৪১৪।
5 / 10
কলকাতা পুলিশের তরফে খোলা হয়েছে হেল্প লাইন। কলকাতা পুলিশের আনইউনিফায়েড কম্যান্ড পোস্টের হেল্প লাইন নম্বর ৯৪৩২৬-১০৪৫৫, ৯৪৩২৬-১০৪৩০ ও ৯৪৩২৬-১০৪৪৫। হোয়াটসঅ্যাপ করতে পারেন ৬২৯২২-৬৩৪৪০ নম্বরে।
6 / 10
প্রস্তুত পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে চালু করা হয়েছে দুটি হেল্প লাইন নম্বর। ৮৯০০৭-৯৩৫০৩ ও ৮৯০০৭-৯৩৫০৪। টোল ফ্রি নম্বর ১৯২২১। হোয়াটসঅ্যাপ নম্বর ৮৪৩৩৭-১৯১২১।
7 / 10
কলকাতার বিদ্যুৎ পরিষেবা নিয়ে সচেষ্ট সিইএসসি। সিইএসসি হেল্প লাইন নম্বর - ০৩৩ ৩৫০১-১৯১২/ ০৩৩ ৪৪০৩-১৯১২। স্পেশাল হেল্প লাইন নম্বর - ৯৮৩১০-৭৯৬৬৬/ ৯৮৩১০-৮৩৭০০। হোয়াটসঅ্যাপ নম্বর - ৭৪৩৯০-০১৯১২। সিইএসসির অনান্য নম্বর ১৮৬০৫-০০১৯১২ বা কেবল ১৯১২।
8 / 10
পশ্চিমবঙ্গ পুলিশের হেল্প লাইন নম্বর - ০৩৩ ২২১৪-৫৪৬৮/ ০৩৩ ২২১৪-১৯৮৮। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের 'জেলা কন্ট্রোল রুম'এ যোগাযোগ করতে ফোন করুন - ০৩২২৮-২৬২৭৭৮ নম্বরে। পূর্ব মেদিনীপুর পুলিশ কন্ট্রোল রুম - ০৩২২৮-২৬৯৭৯৭ ও ০৩২২৮-২৬৬২৩৪।
9 / 10
দানা মোকাবিলায় তৈরি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশও। জেলা পুলিশ কন্ট্রোলরুম নম্বর - ০৩২২২-২৬৭৯৮৩। বেলদা সাব ডিভিশান কন্ট্রোলরুম - ৮১৬৭৪-৭৪৬৯৬। স্পেশাল কন্ট্রোল রুম - ৬২৯৬০-৬০৬৯৯/ ১০০। জরুরী পুলিশ পরিষেবা - ১১২।
10 / 10
দাঁতন থানা - ৯৮৩৬৫-৮৩৬৩৬। মোহনপুর থানা - ৭৯০৮৩-৯৫৩১৮। বেলদা থানা - ৮১৪৫২-০১১৫২। কেশিয়াড়ী থানা - ৯০৫১১-০৫৮৩৩। যে কোনও প্রয়োজনে বা বিপদে পড়লে যোগাযোগ করুন এই সব নম্বরে।