Lauki Halwa: গাজরের হালুয়া তো খেয়েছেন, এবার লাউ দিয়ে এভাবে বানিয়ে নিন সুস্বাদু হালুয়া
Gourd Halwa: হালুয়া অনেক ধরনের হয়। সুজির হালুয়া, গাজরের হালুয়া খুব জনপ্রিয়। কিন্তু, লাউয়ের হালুয়া খেয়েছেন? এবার এই সবজি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু হালুয়া। লাউয়ের ঘণ্ট, বড়ি দিয়ে লাউয়ের ডালনা, লাউ চিংড়ি সাধারণত সকলে খেয়েছেন। এবার লাউ দিয়ে বানিয়ে নিন নতুন পদ, হালুয়া। পুজো হোক বা টিফিন, জমে যাবে।