Chicken Manchurian Recipe: রেস্তোরাঁরা মতো চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে চমকে দিন সকলকে, জানুন রেসিপি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 14, 2023 | 12:22 PM
Chicken Manchurian: এবার পুরো মিশ্রণটিকে কিছুক্ষণ ফুটতে দিন। নামানোর আগে চাইবে আরও একটু কর্নফ্লাওয়ার যোগ করতে পারেন। তাতে গ্রেভি আরও ঘন হবে। এরপর উপর থেকে একটু সাদা তিল ও ছড়িয়ে দিতে পারেন।
1 / 8
ফ্রায়েড-রাইস বা নুডসল খেতে পছন্দ করেন প্রায় আট থেকে আশি সকলেই। আর তার সঙ্গে যদি হয় চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান তাহলে তো আর কথাই নেই।
2 / 8
কিন্তু সবসময় যে চিকেন মাঞ্চুরিয়ান খেতে রেস্তোরাঁতে যেতে হবে এমনটা নয়। বাড়িতে খুব সহজেই বানানো সম্ভব চিকেন মাঞ্চুরিয়ান। কীভাবে বানাবেন? রইল রেসিপি...
3 / 8
এই পদ বানাতে লাগবে, হাফ কেজি বোনলেস চিকেন, ১টি ডিম, স্বাদ অনুযায়ী লবণ, ২ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
4 / 8
আর লাগবে পরিমাণমতো সাদা তেল, কাঁচা লঙ্কা, ১ চা চামচ আদা কুচি, ১-২ টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ২ কাপ চিকেন স্টক, ২ চা চামচ সয়া সস, ২ চা চামচ গ্রিন চিলি সস, ১টা সবুজ ক্যাপসিকাম, ২ চা চামচ ভিনেগার।
5 / 8
প্রথমেই চিকেন ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। অন্যদিকে ক্যাপসিকাম লম্বা-লম্বা করে কেটে নিন। এর সঙ্গে ফোটানো ডিম, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, ও কর্নফ্লাওয়ার মেশান।
6 / 8
সব উপকরণ একসঙ্গে ভালভাবে মিশিয়ে তাতে চিকেনের টুকরো গুলো মিশিয়ে সোনালী করে ভেজে নিন। অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তাতে আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি দিন। যোগ করুন পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভালভাবে নাড়ুন।
7 / 8
এবার এতে যোগ করুন চিকেন স্টক, সয়া সস, চিলি সস ও ক্যাপসিকাম। মিশ্রণটি ভালভাবে মিশিয়ে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার মেশান। মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে ভেজে রাখা চিকেনের টুকরো যোগ করুন।
8 / 8
এবার পুরো মিশ্রণটিকে কিছুক্ষণ ফুটতে দিন। নামানোর আগে চাইবে আরও একটু কর্নফ্লাওয়ার যোগ করতে পারেন। তাতে গ্রেভি আরও ঘন হবে। এরপর উপর থেকে একটু সাদা তিল ও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি আপনার চিকেন মাঞ্চুরিয়ানষ গরম-গরম ফ্রায়েড-রাইস বা নুডলসের সঙ্গে পরিবেশন করুন।