দু’গালের অবাঞ্চিত রোম তুলতে যখন রেজ়ারই ভরসা, এই ৪ টোটকা না মানলেই নয়
megha |
Feb 14, 2024 | 12:14 PM
Facial Razor Using Tips: হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে রোমের আধিক্য দেখা যায়। কিন্তু এই অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো সরিয়ে ফেলতেই হয়। আজকাল অনেকেই ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তোলেন। কিন্তু অনেকেই র্যাশের ভয়ে পিছপা হন। তার সঙ্গে ব্যথারও ভয় থাকে। তাই ভরসা রেজ়ার।
1 / 8
আইব্রো সেট থাকলে মুখও সুন্দর দেখায়। তাই নিয়ম করে পার্লারে যান থ্রেডিং করাতে। ঠোঁটের উপর অবাঞ্চিত রোম তুলতেও কেউ কেউ থ্রেডিং-এর সাহায্য নেন। আবার কেউ ওয়াক্সিং করান। কিন্তু দু'গালে রোম তোলেন কীভাবে?
2 / 8
আজকাল অনেকেই ওয়াক্সিংয়ের সাহায্যে মুখের অবাঞ্চিত রোম তোলেন। কিন্তু অনেকেই র্যাশের ভয়ে পিছপা হন। তার সঙ্গে ব্যথারও ভয় থাকে। তাই ভরসা রেজ়ার।
3 / 8
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে রোমের আধিক্য দেখা যায়। কিন্তু এই অবাঞ্চিত রোম মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো সরিয়ে ফেলতে ওয়াক্সিং, থ্রেডিংয়ের সাহায্য নিতে হয়। আবার কেউ কেউ রেজ়ারও ব্যবহার করেন।
4 / 8
মুখের উপর রেজ়ার টানলে র্যাশ বেরোবেই। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গেই রেজ়ার ব্যবহার করতে হবে। রেজ়ার ব্যবহারের আগে এবং পরে কী-কী করবেন আর কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন, জেনে নিন।
5 / 8
মুখের রোম তোলার জন্য ভাল মানের রেজ়ার ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের ফেসিয়াল রেজ়ার পাওয়া যায়। রিভিউ দেখে সেরাটা কিনে নিন। আর তাড়াহুড়ো করে মুখে রেজ়ার টানবেন না। কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
6 / 8
রেজ়ার ব্যবহারের আগে ভাল করে মুখ ধুয়ে নিন। মেকআপ থেকে ধুলো-ময়লা, ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর মুখে ফেস সিরাম বা ভাল মানের ময়েশ্চারাইজার মেখে নিন। এতে রেজ়ার চালাতে সুবিধা হবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
7 / 8
রোমের অভিমুখের বিপরীত দিকে রেজ়ার চালাবেন না। এতে ত্বকের সমস্যা। বরং, যে দিকে রোমের অভিমুখ সে দিকেই রেজ়ার টানুন। আর রেজ়ার টানার সময় অন্য হাত দিয়ে গাল টানটান করে রাখুন।
8 / 8
শেভিংয়ের পরও ত্বকের যত্ন নিতে হবে। প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ময়েশ্চারাইজার মেখে নিন। অ্যালোভেরা জেল কিংবা ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে আর র্যাশ বেরোবে না।