Cucumber Skin Care: একটুকরো শসা আর এক চামচ চিনিতেই মুখ চমকাবে কাঁচের মত, ট্রাই করেছেন?
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 29, 2023 | 4:24 PM
Monsoon Skin care: বৃষ্টির দিনে নোংরা জল থেকে মুখে অ্যালার্জির সমস্যা হয়। এছাড়াও নানা রকম ফাঙ্গাল ইনফেকশনও এই সময় বেশি হয়। আর তাই বর্ষায় বাড়িতোই ত্বকের বিশেষ যত্ন নিন
1 / 8
আবহাওয়ার খামখেয়ালিপনায় অস্থির সকলেই। তীব্র গরম, দাবদাহের পর আষাঢ়ের বৃষ্টির ধারা মনকে সিক্ত করেছে ঠিকই সেই সঙ্গে বয়ে এনেছে একাধিক সমস্যাও। বৃষ্টির মরশুমের সঙ্গে সঙ্গে হাজির হয়েছে পেট খারাপ, হজম আর অ্যালার্জির সমস্যা।
2 / 8
নোংরা জল পায়ে লাগলেই সমস্যা। আর খাবার জলের সঙ্গে মিশলে তো কথাই নেই। পেট খারাপ, ডায়েরিয়া অবধারিত। আর তাই বর্ষায় হাইজিন মেনে চলা খুবই জরুরি।
3 / 8
গরমে যেমন ত্বকের সমস্যা হয়, কালো দাগ ছোপ পড়ে যায়, ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা লেগেই থাকে তেমনই বর্ষার দিনে বাড়ে ব্যাকটেরিয়াল সংক্রমণের সম্ভাবনা। আর তাই বাইরে থেকে ফিরে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।
4 / 8
এছাড়াও বর্ষায় মুখ যাতে সব সময় না ভিজে থাকে, মুখের সব পোরস যাতে খোলা থাকে সেদিকেও নজর দিতে হবে। এই বর্ষাতেও পার্টি, বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকে। কোথাও যেতে হলে হালকা মেকআপ সকলেই করে থাকেন।
5 / 8
এসবক্ষেত্রে আগে থেকে মুখ পরিষ্কার করে তবেই মেকআপ করে নিতে হবে। সেই সঙ্গে মেনে চলুন এই ঘরোয়া টোটকা। এতে মুখ ভিতর থেকে পরিষ্কার থাকবে। মুখের সব পোরস ওপেন থাকবে। হাওয়া চলাচল করতে পারবে।
6 / 8
শসা আমাদের মুখের জন্য খুবই ভাল। শসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। থাকে ভিটামিন ই। শসা আমাদের মুখের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। আর বাড়তি জল থাকায় মুখকে আরাম দেয়। শসা খোসা না ছাড়িয়েই কুরে নিতে হবে। দুটো গোল স্লাইস রাখুন।
7 / 8
এবার এই শসা চিপে জল বার করে নিয়ে ওর মধ্যে লেবুর রস আর এক চামচ চিনি মিশিয়ে দিন। মুখে এই মিশ্রণ খুব ভাল করে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে নিন। মেকআপ রিমুভার ব্যবহারের পর এই প্যাক লাগালে কাজ অনেক বেশি হয়।
8 / 8
যাদের অতিরিক্ত ঘাম হয়, মুখে ব্রণ-অ্যাকনের সমস্যা লেগে থাকে, অল্পেই মুখ লাল হয়ে যায় তাদের জন্য খুব ভাল। শসা আর লেবুর রস প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন হিসেবে কাজ করে। সবথেকে ভাল যদি এই সঙ্গে একটু মুলতানি মাটি মেশাতে পারেন। তাহলে আর ফেসিয়ালের দরকার পড়বে না।