এই পাঁচ জিনিস ভুলেও লাগাবেন না মুখে! তাহলেই বিপদ
বর্তমান সময়ে রূপচর্চা নিয়ে অনেকেই দিনের বড় সময় ব্যয় করে থাকেন। নামীদামী প্রসাধনী কিনতেও কার্পণ্য করেন না অনেকেই। কিন্তু বাড়িতে বসে ঘরোয়াভাবেই রূপচর্চা করা সম্ভব। তাতে খরচাও কম, আবার উপকারও বেশি।
1 / 8
বর্তমান সময়ে রূপচর্চা নিয়ে অনেকেই দিনের বড় সময় ব্যয় করে থাকেন। নামীদামী প্রসাধনী কিনতেও কার্পণ্য করেন না অনেকেই।
2 / 8
কিন্তু বাড়িতে বসে ঘরোয়াভাবেই রূপচর্চা করা সম্ভব। তাতে খরচাও কম, আবার উপকারও বেশি।
3 / 8
কিন্তু ঘরোয়া রূপচর্চা করতে গিয়ে কিছু ভুলও করে ফেলেন অনেকে। এই প্রতিবেদনে সে রকমই কিছু জিনিসের কথা জানাব, যে গুলি রূপচর্চার সময় সরাসরি মুখে মাখা ঠিক নয়। তাতে ক্ষতি হয় বেশি।
4 / 8
গরম জল দিয়ে মুখ ধোবেন না। রম জল দিয়ে মুখ ধুলে সমস্ত আর্দ্রতা উবে গিয়ে ত্বক প্রচণ্ড রুক্ষ হয়ে যাবে। স্টিম ফেসিয়াল করতেই পারেন, কিন্তু সরাসরি মুখে গরম জল লাগাবেন না।
5 / 8
ত্বক উজ্জ্বল করতে লেবুর রসের ব্যবহার করার কথা বলা হয়। একাধিক ফেসপ্যাকেও পাতিলেবুর রস ব্যবহার করা হয়। সরাসরি মুখে কখনও লেবুর রস লাগাবেন না।
6 / 8
মুখে টুথপেস্ট কখনও লাগাবেন না। টুথপেস্ট লাগালে মেলানিন বেশি তৈরি হয়ে ত্বকের রং পালটে যেতে পারে।
7 / 8
মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সানস্ক্রিন মুখে লাগাবেন না। মেয়াদ ফুরনো সানস্ক্রিন ত্বককে রোদ থেকে সুরক্ষা দেয় না।
8 / 8
হাত-পায়ের ত্বকের তুলনায় মুখের ত্বক অনেক বেশি কোমল আর স্পর্শকাতর। মুখের রোম তুলতে ওয়্যাক্স ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে ত্বকে প্রচণ্ড জ্বালা করবে, মুখ লাল হয়ে যাবে।