Oily T Zone: গরমে নাকের পাশে হাত দিলেই তেল? জেনে রাখুন ঘরোয়া প্রতিকার

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 08, 2023 | 11:40 AM

Oily Skin: মুখে সামান্য মেকআপ করলেও বাড়ি ফিরে আগে মেকআপ তুলে নিতে ভুলবেন না। মেকআপ না তুললে তেলতেলে ভাব বাড়বে

1 / 8
অধিকাংশেরই নাকের দুপাশ অর্থাৎ টি জোন অয়েলি হয় আর বাকি মুখ তিলনায় শুষ্ক থাকে। অর্থাৎ মিশ্র প্রকৃতির ত্বক।

অধিকাংশেরই নাকের দুপাশ অর্থাৎ টি জোন অয়েলি হয় আর বাকি মুখ তিলনায় শুষ্ক থাকে। অর্থাৎ মিশ্র প্রকৃতির ত্বক।

2 / 8
এর ফলে ব্রণর সমস্যা, মুখে দাগ ছোপ এসব লেগেই থাকে। নাকের পাশে অত্যধিক তেল সৌন্দর্যে বাধা দেয়।

এর ফলে ব্রণর সমস্যা, মুখে দাগ ছোপ এসব লেগেই থাকে। নাকের পাশে অত্যধিক তেল সৌন্দর্যে বাধা দেয়।

3 / 8
আর তাই দিনের মধ্যে দুবার ভাল করে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ত্বক নিয়মিত পরিষ্কার করলে যাবতীয় ধুলো, ময়লা উঠে আসে। তেলতেলে ভাবও কমে অনেকটা।

আর তাই দিনের মধ্যে দুবার ভাল করে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ত্বক নিয়মিত পরিষ্কার করলে যাবতীয় ধুলো, ময়লা উঠে আসে। তেলতেলে ভাবও কমে অনেকটা।

4 / 8
এছাড়াও নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ভাল থাকে। ত্বকের টেক্সচারে পরিবর্তন আসে। তবে গরমের দিনে সেই মতো ময়েশ্চারাইজার বাছুন।

এছাড়াও নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ভাল থাকে। ত্বকের টেক্সচারে পরিবর্তন আসে। তবে গরমের দিনে সেই মতো ময়েশ্চারাইজার বাছুন।

5 / 8
স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ বা সিরাম ব্যবহার করুন। এতে ব্রণর সমস্যার হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যায়।

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ফেসওয়াশ বা সিরাম ব্যবহার করুন। এতে ব্রণর সমস্যার হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যায়।

6 / 8
সব সময় চেষ্টা করুন ভাল কোনও সানস্ক্রিন ব্যবহার করতে। এতে সমস্যা অনেকখানি এড়ানো সম্ভব। সেই সঙ্গে তেলতেলে ভাব কমবে, ত্বক ভাল থাকবে।

সব সময় চেষ্টা করুন ভাল কোনও সানস্ক্রিন ব্যবহার করতে। এতে সমস্যা অনেকখানি এড়ানো সম্ভব। সেই সঙ্গে তেলতেলে ভাব কমবে, ত্বক ভাল থাকবে।

7 / 8
 ত্বকের উপরিভাগে যে মৃত কোষ থাকে তার জন্য গুরুত্বপূর্ণ হল এক্সফোলিয়েশন। আর তাই ত্বকের যত্ন নিন। নাকের দুপাশে জমা ময়লা সহজে দূর হবে।

ত্বকের উপরিভাগে যে মৃত কোষ থাকে তার জন্য গুরুত্বপূর্ণ হল এক্সফোলিয়েশন। আর তাই ত্বকের যত্ন নিন। নাকের দুপাশে জমা ময়লা সহজে দূর হবে।

8 / 8
সপ্তাহে দুদিন করে মুখে স্টিম নিন। একটি বাটিতে গরম জল করে তার মধ্যে তুলসি পাতা দিয়ে ভাপ নিন। এতে মুখের থেকে যাবতীয় তেল-ময়লা বেরিয়ে আসে।

সপ্তাহে দুদিন করে মুখে স্টিম নিন। একটি বাটিতে গরম জল করে তার মধ্যে তুলসি পাতা দিয়ে ভাপ নিন। এতে মুখের থেকে যাবতীয় তেল-ময়লা বেরিয়ে আসে।

Next Photo Gallery