Signs of Bladder Cancer: বারবার প্রস্রাব পায়? শরীরে বাসা বাঁধতে পারে এই ক্যানসার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 08, 2023 | 12:25 PM

Bladder Cancer: রাতে বার-বার ঘুমের মধ্য়ে প্রস্রাব পাওয়াও ভাল লক্ষণ নয়। এটিও মুত্রাশয় ক্যানসারের অন্য়তম লক্ষণ।

1 / 8
ক্যানসার(Cancer) শুনলেই মানুষের চোখেমুখে আতঙ্কের ছায়া দেখা যায়। তবু ক্য়ানসার নিয়ে জনমানসে এখনও সেই সচেতনতা নেই যতটা হওয়া দরকার। ক্য়ানসার মানেই মৃত্য়ু নয়।

ক্যানসার(Cancer) শুনলেই মানুষের চোখেমুখে আতঙ্কের ছায়া দেখা যায়। তবু ক্য়ানসার নিয়ে জনমানসে এখনও সেই সচেতনতা নেই যতটা হওয়া দরকার। ক্য়ানসার মানেই মৃত্য়ু নয়।

2 / 8
 সঠিক সময়ে ধরা পড়লে এর চিকিৎসা সম্ভব। বর্তমানে যে সব ক্য়ানসার মাথা চাড়া দিয়ে উঠছে তার মধ্য়ে অন্যতম মুত্রাশয় ক্যানসার। কীভাবে বুঝবেন শরীরের বাসা বাঁধেছে এই ক্যানসার?

সঠিক সময়ে ধরা পড়লে এর চিকিৎসা সম্ভব। বর্তমানে যে সব ক্য়ানসার মাথা চাড়া দিয়ে উঠছে তার মধ্য়ে অন্যতম মুত্রাশয় ক্যানসার। কীভাবে বুঝবেন শরীরের বাসা বাঁধেছে এই ক্যানসার?

3 / 8
অনেকসময় মুত্রের রঙ লালচে হয়ে যায়। এতে ভয় নেই তবে লক্ষ্য় রাখতে হবে এই লালচে ভাবের সঙ্গে রক্ত পড়ছে কি না। মুত্রাশয়ে ক্য়ানসার হলে মুত্রের সঙ্গে রক্ত বের হয়।

অনেকসময় মুত্রের রঙ লালচে হয়ে যায়। এতে ভয় নেই তবে লক্ষ্য় রাখতে হবে এই লালচে ভাবের সঙ্গে রক্ত পড়ছে কি না। মুত্রাশয়ে ক্য়ানসার হলে মুত্রের সঙ্গে রক্ত বের হয়।

4 / 8
ঘনঘন মুত্রের বেগ আসা অনেক রোগের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস হলেও বার-বার এই বেগ আসে। তবে একে শুধু ডায়াবেটিস ভেবে এড়িয়ে চললে চলবে না। কারণ মুত্রাশয় ক্য়ানসার  হলেও ঘনঘন মুত্রের বেগ আসে।

ঘনঘন মুত্রের বেগ আসা অনেক রোগের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস হলেও বার-বার এই বেগ আসে। তবে একে শুধু ডায়াবেটিস ভেবে এড়িয়ে চললে চলবে না। কারণ মুত্রাশয় ক্য়ানসার হলেও ঘনঘন মুত্রের বেগ আসে।

5 / 8
আবার অনেকসময় দেখা যায়, মুত্রের বেগ আসছে অথচ হচ্ছে না। শত চেষ্টা করেও প্রস্রাব হয় না। এতে পেট ফুলে যায় ও শরীরের মধ্য়ে অস্বস্তি হয়। এটাও মুত্রাশয় ক্যানসারের লক্ষণ।

আবার অনেকসময় দেখা যায়, মুত্রের বেগ আসছে অথচ হচ্ছে না। শত চেষ্টা করেও প্রস্রাব হয় না। এতে পেট ফুলে যায় ও শরীরের মধ্য়ে অস্বস্তি হয়। এটাও মুত্রাশয় ক্যানসারের লক্ষণ।

6 / 8
রাতে বার-বার ঘুমের মধ্য়ে প্রস্রাব পাওয়াও ভাল লক্ষণ নয়। এটিও মুত্রাশয় ক্যানসারের অন্য়তম লক্ষণ। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

রাতে বার-বার ঘুমের মধ্য়ে প্রস্রাব পাওয়াও ভাল লক্ষণ নয়। এটিও মুত্রাশয় ক্যানসারের অন্য়তম লক্ষণ। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

7 / 8
কোমড়ে ব্যথা একটি সাধারণ সমস্য়া। তবে সবসময় এটিকে সাধারণ হিসেবে নিলেই বিপদ। কারণ মুত্রাশয় ক্যানসারে আক্রান্ত হলেও এই ধরনের ব্য়থা হয়।

কোমড়ে ব্যথা একটি সাধারণ সমস্য়া। তবে সবসময় এটিকে সাধারণ হিসেবে নিলেই বিপদ। কারণ মুত্রাশয় ক্যানসারে আক্রান্ত হলেও এই ধরনের ব্য়থা হয়।

8 / 8
আবার কিছু ক্ষেত্রে প্রস্রাব করার সময় তীব্র যন্ত্রণা হয়। ইউরিন ইনফেকশন হলেও এই ধরনের ব্য়থা হতে পারে। তবে এটি মুত্রশয় ক্য়ানসারেরও অন্যতম একটি লক্ষণ।

আবার কিছু ক্ষেত্রে প্রস্রাব করার সময় তীব্র যন্ত্রণা হয়। ইউরিন ইনফেকশন হলেও এই ধরনের ব্য়থা হতে পারে। তবে এটি মুত্রশয় ক্য়ানসারেরও অন্যতম একটি লক্ষণ।

Next Photo Gallery