PM Narendra Modi: লাদাখের কেটলি থেকে ওড়িশার রুপোর কৌটো, মোদীর বিদেশ সফরে চলকে পড়ল ভারতের ঐতিহ্য

PM Narendra Modi: দিন ধরে ৩ দেশে বিদেশ সফরে গিয়েছিলেন মোদী। আর বিদেশি অতিথিদের সঙ্গে নিয়েছিলেন ভারতের নানা প্রান্তের ঐতিহ্যশালী একগুচ্ছ উপহার।

| Updated on: Nov 23, 2024 | 12:05 PM
এক দশকের বেশি সময় ধরে ভারতে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর প্রধানমন্ত্রী হয়েই কাজের ধারায় আমুল পরিবর্তন আনেন মোদী। তেমনই বদল এনেছেন ভারতের বিদেশ নীতিতেও। যার ঝলক পরতে পরতে লক্ষ করা যায়। প্রধানমন্ত্রীর একেক একটি বিদেশ সফররে দিকে তাকালেই তা বেশ বোঝা যায়। কূটনৈতিক চালের সঙ্গেই ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিকেও সুচারু ভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে ভোলেন না তিনি।

এক দশকের বেশি সময় ধরে ভারতে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর প্রধানমন্ত্রী হয়েই কাজের ধারায় আমুল পরিবর্তন আনেন মোদী। তেমনই বদল এনেছেন ভারতের বিদেশ নীতিতেও। যার ঝলক পরতে পরতে লক্ষ করা যায়। প্রধানমন্ত্রীর একেক একটি বিদেশ সফররে দিকে তাকালেই তা বেশ বোঝা যায়। কূটনৈতিক চালের সঙ্গেই ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিকেও সুচারু ভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে ভোলেন না তিনি।

1 / 12
ভারতের মূল মন্ত্রই 'বিবিধের মাঝে দেখ মিলন মহান'। আর সেই মন্ত্রই মেনে চলেন মোদী নিজেও। যার প্রমাণ সম্প্রতি আবারও মিলেছে। ৬ দিন ধরে ৩ দেশে বিদেশ সফরে গিয়েছিলেন মোদী। আর বিদেশি অতিথিদের সঙ্গে নিয়েছিলেন ভারতের নানা প্রান্তের ঐতিহ্যশালী একগুচ্ছ উপহার।

ভারতের মূল মন্ত্রই 'বিবিধের মাঝে দেখ মিলন মহান'। আর সেই মন্ত্রই মেনে চলেন মোদী নিজেও। যার প্রমাণ সম্প্রতি আবারও মিলেছে। ৬ দিন ধরে ৩ দেশে বিদেশ সফরে গিয়েছিলেন মোদী। আর বিদেশি অতিথিদের সঙ্গে নিয়েছিলেন ভারতের নানা প্রান্তের ঐতিহ্যশালী একগুচ্ছ উপহার।

2 / 12
যার মধ্যে থেকে ৮টি উপহার ছিল মহারাষ্ট্রের, জম্মু ও কাশ্মীরের থেকে নিয়েছিলেন ৫ সামগ্রী। রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে সংগ্রহ করে ছিলেন ৩টি করে উপহার ঝাড়খন্ড থেকে নিয়েছিলেন ২টি জিনিস। কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং লাদাখ থেকে নিয়ে গিয়েছিলেন একটি করে সামগ্রী।

যার মধ্যে থেকে ৮টি উপহার ছিল মহারাষ্ট্রের, জম্মু ও কাশ্মীরের থেকে নিয়েছিলেন ৫ সামগ্রী। রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে সংগ্রহ করে ছিলেন ৩টি করে উপহার ঝাড়খন্ড থেকে নিয়েছিলেন ২টি জিনিস। কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং লাদাখ থেকে নিয়ে গিয়েছিলেন একটি করে সামগ্রী।

3 / 12
এর মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে মহারাষ্ট্রের কোলহাপুর থেকে নিয়ে যাওয়া 'সিলোফারের পঞ্চমৃত কলশ'। ব্রাজিলের প্রেসিডেন্টকে মোদী উপহার দেন মহারাষ্ট্রের উপজাতি শিল্পের নিদর্শন 'ওয়ার্লি পেইন্টিং'। মহারাষ্ট্রের ডাহানু, তালাসারি এবং পালঘর অঞ্চলে মূলত বিশেষ উপজাতির মানুষ এই শিল্পের ধারক ও বাহক। ছবি - সিলোফারের পঞ্চমৃত কলশ ও সোনার কাজ করা ফুলদানি। (বাঁ দিক থেকে)

এর মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে মহারাষ্ট্রের কোলহাপুর থেকে নিয়ে যাওয়া 'সিলোফারের পঞ্চমৃত কলশ'। ব্রাজিলের প্রেসিডেন্টকে মোদী উপহার দেন মহারাষ্ট্রের উপজাতি শিল্পের নিদর্শন 'ওয়ার্লি পেইন্টিং'। মহারাষ্ট্রের ডাহানু, তালাসারি এবং পালঘর অঞ্চলে মূলত বিশেষ উপজাতির মানুষ এই শিল্পের ধারক ও বাহক। ছবি - সিলোফারের পঞ্চমৃত কলশ ও সোনার কাজ করা ফুলদানি। (বাঁ দিক থেকে)

4 / 12
CARICOM দেশগুলির নেতাদের দেওয়া বিশেষ ভাবে প্রস্তুত করা উপহার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেওয়া হয় পুনে থেকে নিয়ে আসা রুপোর উটের মাথা। পর্তুগালের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী নকশা কাটা হাতে খোদাই করা  রপোর দাবা উপহার দেন মোদী। (ছবি - হাতের কাজ করা রুপোর দাবা।)

CARICOM দেশগুলির নেতাদের দেওয়া বিশেষ ভাবে প্রস্তুত করা উপহার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেওয়া হয় পুনে থেকে নিয়ে আসা রুপোর উটের মাথা। পর্তুগালের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী নকশা কাটা হাতে খোদাই করা রপোর দাবা উপহার দেন মোদী। (ছবি - হাতের কাজ করা রুপোর দাবা।)

5 / 12
অপূর্ব সুন্দর রুপোর মোমবাতিদানি উপহার হিসাবে তুলে দেওয়া হয় ইতালির প্রধানমন্ত্রীকে। হাতে খোদাই করা ময়ূর আর গাছের ছবি আঁকা রুপোর ফলের ঝুড়ি তুলে দেওয়া হয় CARICOM-এর সেক্রেটারি জেনারেলের হাতে। (ছবি - রুপোর মোমবাতিদানি)

অপূর্ব সুন্দর রুপোর মোমবাতিদানি উপহার হিসাবে তুলে দেওয়া হয় ইতালির প্রধানমন্ত্রীকে। হাতে খোদাই করা ময়ূর আর গাছের ছবি আঁকা রুপোর ফলের ঝুড়ি তুলে দেওয়া হয় CARICOM-এর সেক্রেটারি জেনারেলের হাতে। (ছবি - রুপোর মোমবাতিদানি)

6 / 12
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেওয়া হয় এক জোড়া জম্মু ও কাশ্মীরের বিশেষ সোনার কাজের ফুলদানি। বিশেষ কারুকাজ করা কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল উপহার দেওয়া হয় গায়ানার ফার্স্ট লেডিকে। CARICOM দেশগুলির নেতাদের দেওয়া বিশেষ ভাবে প্রস্তুত খাঁটি কাশ্মীরি জাফরান। (ছবি - থানজাভুর পেন্টিং)

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেওয়া হয় এক জোড়া জম্মু ও কাশ্মীরের বিশেষ সোনার কাজের ফুলদানি। বিশেষ কারুকাজ করা কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল উপহার দেওয়া হয় গায়ানার ফার্স্ট লেডিকে। CARICOM দেশগুলির নেতাদের দেওয়া বিশেষ ভাবে প্রস্তুত খাঁটি কাশ্মীরি জাফরান। (ছবি - থানজাভুর পেন্টিং)

7 / 12
আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়েছে ফ্লোরাল কাজের রুপোর ফটো ফ্রেম। নরওয়ের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় রাজস্থানের মাকরানার বিখ্যাত 'মার্বেল ইনলে ওয়ার্ক' বা 'পিয়েট্রা ডুরা'। সোনার কাজ করা 'কাঠের রাজ সওয়ারি' মূর্তি। ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের প্রতীক কাঠের উপরে খোদাই করা সূক্ষ্ম সোনার কাজের এই বিশেষ উপহার তুলে দেওয়া হয় গায়ানার প্রধানমন্ত্রীর হাতে। (ছবি - মার্বেল ইনলে ওয়ার্ক টেবিল)

আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়েছে ফ্লোরাল কাজের রুপোর ফটো ফ্রেম। নরওয়ের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় রাজস্থানের মাকরানার বিখ্যাত 'মার্বেল ইনলে ওয়ার্ক' বা 'পিয়েট্রা ডুরা'। সোনার কাজ করা 'কাঠের রাজ সওয়ারি' মূর্তি। ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের প্রতীক কাঠের উপরে খোদাই করা সূক্ষ্ম সোনার কাজের এই বিশেষ উপহার তুলে দেওয়া হয় গায়ানার প্রধানমন্ত্রীর হাতে। (ছবি - মার্বেল ইনলে ওয়ার্ক টেবিল)

8 / 12
অন্ধ্র প্রদেশের বিশেষ রুপোর কাজ করা মূল্যবান পাথর বসানো নকশা কাটা পার্স উপহার দেওয়া হয় ব্রাজিলের রাষ্ট্রপতির স্ত্রী'কে।  অন্ধ্রপ্রদেশের বিখ্যাত আরাকু কফি উপহার তুলে দেওয়া হয় CARICOM দেশগুলির নেতাদের হাতে। (ছবি - রুপোর কাজ করা মূল্যবান পাথর বসানো নকশা কাটা পার্স)

অন্ধ্র প্রদেশের বিশেষ রুপোর কাজ করা মূল্যবান পাথর বসানো নকশা কাটা পার্স উপহার দেওয়া হয় ব্রাজিলের রাষ্ট্রপতির স্ত্রী'কে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত আরাকু কফি উপহার তুলে দেওয়া হয় CARICOM দেশগুলির নেতাদের হাতে। (ছবি - রুপোর কাজ করা মূল্যবান পাথর বসানো নকশা কাটা পার্স)

9 / 12
হাজারীবাগের 'সোহরাই পেইন্টিং' - জীবজন্তু, পাখি ও প্রকৃতির অদ্ভুত সুন্দর  চিত্রায়ন, কৃষিজীবীদের জীবনকে তুলে ধরা হয় এই ছবিতে। বিশেষ এই ছবি তুলে দেওয়া হয় নাইজেরিয়ার নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টকে। ঝাড়খন্ডের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের প্রতীক 'খোভার পেইন্টিং' তুলে দেওয়ায় হয় ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর হাতে। (ছবি - খোভার পেইন্টিং)

হাজারীবাগের 'সোহরাই পেইন্টিং' - জীবজন্তু, পাখি ও প্রকৃতির অদ্ভুত সুন্দর চিত্রায়ন, কৃষিজীবীদের জীবনকে তুলে ধরা হয় এই ছবিতে। বিশেষ এই ছবি তুলে দেওয়া হয় নাইজেরিয়ার নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টকে। ঝাড়খন্ডের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের প্রতীক 'খোভার পেইন্টিং' তুলে দেওয়ায় হয় ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর হাতে। (ছবি - খোভার পেইন্টিং)

10 / 12
অন্যান্য উপহারের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের রুপোর কাজ করা রোজউড সেরিমোনিয়াল ফটো ফ্রেম, যা তুলে দেওয়া হয়েছে চিলির রাষ্ট্রপতির হাতে। কর্ণাটকের ছোট্ট শহর চন্নাপাটনার আইকন কাঠের খেলনা ট্রেন নিয়ে যাওয়া হয় গায়ানার রাষ্ট্রপতির ছোট ছেলের জন্য। তামিলনাড়ুর তাঞ্জোর পেন্টিং উপহার হিসাবে দেওয়া হয় ফ্রান্সের রাষ্ট্রপতিকে। (ছবি -ওয়ার্লি পেন্টিং ও রুপোর উট)

অন্যান্য উপহারের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের রুপোর কাজ করা রোজউড সেরিমোনিয়াল ফটো ফ্রেম, যা তুলে দেওয়া হয়েছে চিলির রাষ্ট্রপতির হাতে। কর্ণাটকের ছোট্ট শহর চন্নাপাটনার আইকন কাঠের খেলনা ট্রেন নিয়ে যাওয়া হয় গায়ানার রাষ্ট্রপতির ছোট ছেলের জন্য। তামিলনাড়ুর তাঞ্জোর পেন্টিং উপহার হিসাবে দেওয়া হয় ফ্রান্সের রাষ্ট্রপতিকে। (ছবি -ওয়ার্লি পেন্টিং ও রুপোর উট)

11 / 12
মধুবনী পেইন্টিং বা মিথিলা পেইন্টিং বিহারের মিথিলা অঞ্চলের অনবদ্য সৃষ্টি তুলে দেওয়া হয় গায়ানার রাষ্ট্রপতিকে। ভারতের শতাব্দী প্রাচীন রুপোর কাজের নিদর্শন, খাঁটি রুপোর তৈরি বিরল এবং নিখুঁত ফিলিগ্রি বোট উপহার দেওয়া হয় গায়ানার ভাইস প্রেসিডেন্টকে। বিশেষ এই শিল্পের ধারক বাহক ওড়িশার কটকের শিল্পীরা। গায়ানার জাতীয় পরিষদের স্পিকারকে দেওয়া মূল্যবান পাথরে সুসজ্জিত লাদাখের বিশেষ কেটলি। (ছবি - মধুবনী পেইন্টিং)

মধুবনী পেইন্টিং বা মিথিলা পেইন্টিং বিহারের মিথিলা অঞ্চলের অনবদ্য সৃষ্টি তুলে দেওয়া হয় গায়ানার রাষ্ট্রপতিকে। ভারতের শতাব্দী প্রাচীন রুপোর কাজের নিদর্শন, খাঁটি রুপোর তৈরি বিরল এবং নিখুঁত ফিলিগ্রি বোট উপহার দেওয়া হয় গায়ানার ভাইস প্রেসিডেন্টকে। বিশেষ এই শিল্পের ধারক বাহক ওড়িশার কটকের শিল্পীরা। গায়ানার জাতীয় পরিষদের স্পিকারকে দেওয়া মূল্যবান পাথরে সুসজ্জিত লাদাখের বিশেষ কেটলি। (ছবি - মধুবনী পেইন্টিং)

12 / 12
Follow Us: