দোল খেলতে নামার আগে মাথায় অবশ্যই দিন এই জিনিস, ক্ষতি হবে না চুলের

Mar 20, 2024 | 11:14 AM

Hair Care Tips: দোলে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ত্বক আর চুলের বিশেষ যত্ন নিতে হয়। নাহলেই যে বারোটা বাজবে। আর তারপরে তো সারাদিন আবির, রং লেগে চুল হবে এক্কেবারে রুক্ষ। কিন্তু উপায় কী? আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে সারাদিন দোল খেলার পরেও আপনার চুল একটুও রুক্ষ হবে না। চলুন দেখে নেওয়া যাক।

1 / 8
দোলে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ত্বক আর চুলের বিশেষ যত্ন নিতে হয়। নাহলেই যে বারোটা বাজবে। আর তারপরে তো সারাদিন আবির, রং লেগে চুল হবে এক্কেবারে রুক্ষ।

দোলে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ত্বক আর চুলের বিশেষ যত্ন নিতে হয়। নাহলেই যে বারোটা বাজবে। আর তারপরে তো সারাদিন আবির, রং লেগে চুল হবে এক্কেবারে রুক্ষ।

2 / 8
কিন্তু উপায় কী? আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে সারাদিন দোল খেলার পরেও আপনার চুল একটুও রুক্ষ হবে না। চলুন দেখে নেওয়া যাক।

কিন্তু উপায় কী? আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে সারাদিন দোল খেলার পরেও আপনার চুল একটুও রুক্ষ হবে না। চলুন দেখে নেওয়া যাক।

3 / 8
রং খেলার আগে চুল এবং স্ক্যাফ্লে পর্যাপ্ত পরিমাণে নারকেল তেল, বাদাম তেল বা সিরাম লাগিয়ে নেবেন। এই ধরনের তেল চুলে কোনও রং ধরতে দেয় না।

রং খেলার আগে চুল এবং স্ক্যাফ্লে পর্যাপ্ত পরিমাণে নারকেল তেল, বাদাম তেল বা সিরাম লাগিয়ে নেবেন। এই ধরনের তেল চুলে কোনও রং ধরতে দেয় না।

4 / 8
আপনার চুল যাতে রুক্ষ না হয়ে যায় তার জন্য টুপি ব্যবহার করুন। বা সাওয়ার ক্যাপ পরেও রং খেলতে পারেন। প্রয়োজনে চুল স্কার্ফ দিয়েও ঢেকে নিতে পারেন।

আপনার চুল যাতে রুক্ষ না হয়ে যায় তার জন্য টুপি ব্যবহার করুন। বা সাওয়ার ক্যাপ পরেও রং খেলতে পারেন। প্রয়োজনে চুল স্কার্ফ দিয়েও ঢেকে নিতে পারেন।

5 / 8
স্কার্ফ ব্যবহার করলে যে একেবারেই আপনার চুলে আবির লাগবে না, তা একেবারেই নয়। তবে স্কার্ফ হোলিতে একটি স্টাইলিশ লুক দেবে।

স্কার্ফ ব্যবহার করলে যে একেবারেই আপনার চুলে আবির লাগবে না, তা একেবারেই নয়। তবে স্কার্ফ হোলিতে একটি স্টাইলিশ লুক দেবে।

6 / 8
রং খেলার পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় খুব বেশি ঘষবেন না। এতে চুল বেশি ক্ষতি হতে পারে। এছাড়াও চুল ধোয়ার জন্য হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু বেছে নিন।

রং খেলার পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় খুব বেশি ঘষবেন না। এতে চুল বেশি ক্ষতি হতে পারে। এছাড়াও চুল ধোয়ার জন্য হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু বেছে নিন।

7 / 8
শ্যাম্পুর পর চুলের ডিপ কন্ডিশনিং করুন। এর জন্য, আর্গান তেল, অ্যাভোকাডো তেলের সঙ্গে যে কোনও ভেষজ তেল সমৃদ্ধ একটি হাইড্রেটিং হেয়ার মাস্ক বা কন্ডিশনার বেছে নিন।

শ্যাম্পুর পর চুলের ডিপ কন্ডিশনিং করুন। এর জন্য, আর্গান তেল, অ্যাভোকাডো তেলের সঙ্গে যে কোনও ভেষজ তেল সমৃদ্ধ একটি হাইড্রেটিং হেয়ার মাস্ক বা কন্ডিশনার বেছে নিন।

8 / 8
কন্ডিশনারটি কমপক্ষে 20-30 মিনিটের জন্য রেখে দিন এবং তারপর নরম, সিল্কি চুলের জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে গেলে তারপরেই হালকা হাতে আঁচড়ে নিন।

কন্ডিশনারটি কমপক্ষে 20-30 মিনিটের জন্য রেখে দিন এবং তারপর নরম, সিল্কি চুলের জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে গেলে তারপরেই হালকা হাতে আঁচড়ে নিন।

Next Photo Gallery