SANJ Foundation: ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে কলকাতাতেই বিভিন্ন কোর্স নিয়ে এল IIGS
IIGS-এ যে কোর্সগুলি করানো হবে তার মধ্যে রয়েছে, ইন্টিরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং থেকে ফটোগ্রাফি অ্যান্ডি সিনেমাটোগ্রাফি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড সফ্ট স্কিল এবং VFX-সহ গ্রাফিক ডিজাইন। বর্তমান চাহিদা অনুযায়ী কলকাতা ও সংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের গড়ে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন IIGS কর্তৃপক্ষ।
Most Read Stories