Scalp pimples: মাথায় চুলকানি, ব়্যাশের সমস্যায় নাজেহাল? ঘরোয়া উপায়েই মুক্তি পান

Home Remedies: মুখে পিম্পলসের সমস্যায় অনেকেই ভোগেন। মাথায় চুলকানি, অস্বস্তি বা মাথা যন্ত্রণা হলে প্রথমেই কারণ খুঁজে বের করুন। চুলের গোড়ায়, স্ক্যাল্পে ভাল করে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করুন, স্ক্যাল্পে পিম্পলস বেরিয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে নিরাময় করা সম্ভব।

|

Feb 27, 2024 | 8:00 AM

1 / 8
মুখে পিম্পলসের সমস্যায় অনেকেই ভোগেন। বিশেষত, বয়ঃসন্ধির সময় এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া ঋতু বদলের সময় অ্যালার্জি, মুখে-হাতে লালচে ভাব, ব়্যাশের সমস্যাতেও অনেকেই ভোগেন

মুখে পিম্পলসের সমস্যায় অনেকেই ভোগেন। বিশেষত, বয়ঃসন্ধির সময় এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া ঋতু বদলের সময় অ্যালার্জি, মুখে-হাতে লালচে ভাব, ব়্যাশের সমস্যাতেও অনেকেই ভোগেন

2 / 8
মুখে, হাতে বা শরীরের অন্য কোনও অংশে ব়্যাশ, পিম্পলস দেখা দিলে সেগুলি নির্মূল করার জন্য ক্রিম বা মলম লাগানো যায়। অনেকে নানা রকম ঘরোয়া টোটকাও ব্যবহার করেন। কিন্তু, মাথায় এই সমস্যা দেখা দিলে সাধারণ মলম বা ক্রিম লাগানো যায় না

মুখে, হাতে বা শরীরের অন্য কোনও অংশে ব়্যাশ, পিম্পলস দেখা দিলে সেগুলি নির্মূল করার জন্য ক্রিম বা মলম লাগানো যায়। অনেকে নানা রকম ঘরোয়া টোটকাও ব্যবহার করেন। কিন্তু, মাথায় এই সমস্যা দেখা দিলে সাধারণ মলম বা ক্রিম লাগানো যায় না

3 / 8
মুখ-হাতের মতো মাথার স্ক্যাল্পেও পিম্পলস বেরোতে পারে। কিন্তু, অনেকেই সেটা বুঝতে পারেন না। ফলে মাথায় চুলকানি, অস্বস্তি বা মাথা যন্ত্রণা হতে পারে

মুখ-হাতের মতো মাথার স্ক্যাল্পেও পিম্পলস বেরোতে পারে। কিন্তু, অনেকেই সেটা বুঝতে পারেন না। ফলে মাথায় চুলকানি, অস্বস্তি বা মাথা যন্ত্রণা হতে পারে

4 / 8
মাথায় চুলকানি, অস্বস্তি বা মাথা যন্ত্রণা হলে প্রথমেই কারণ খুঁজে বের করুন। চুলের গোড়ায়, স্ক্যাল্পে ভাল করে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করুন, স্ক্যাল্পে পিম্পলস বেরিয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে নিরাময় করা সম্ভব

মাথায় চুলকানি, অস্বস্তি বা মাথা যন্ত্রণা হলে প্রথমেই কারণ খুঁজে বের করুন। চুলের গোড়ায়, স্ক্যাল্পে ভাল করে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করুন, স্ক্যাল্পে পিম্পলস বেরিয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে নিরাময় করা সম্ভব

5 / 8
মাথায় পিম্পলস বা ব়্যাশের জন্য খুব কার্যকরী নারকেল তেল। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা পিম্পলস, ব়্যাশ নির্মূল করতে খুব কার্যকরী। নারকেল তেল ভাল করে স্ক্যাল্পে ঘষে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করুন। চুল শাইনি হবে, পিম্পলসের সমস্যাও কমবে

মাথায় পিম্পলস বা ব়্যাশের জন্য খুব কার্যকরী নারকেল তেল। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা পিম্পলস, ব়্যাশ নির্মূল করতে খুব কার্যকরী। নারকেল তেল ভাল করে স্ক্যাল্পে ঘষে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করুন। চুল শাইনি হবে, পিম্পলসের সমস্যাও কমবে

6 / 8
ত্বকের যে কোনও সমস্যায় উপকারী অ্যালোভেরা। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য-সমৃদ্ধ অ্যালোভোরার জেল স্ক্যাল্পের পিম্পলস নির্মূল করতেও কার্যকরী। এটা সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে অন্তত ৪০ মিনিট রেখে জল দিয়ে মাথা ধুয়ে নিন। রোজ এটা করলে দ্রুত উপকার পাবেন

ত্বকের যে কোনও সমস্যায় উপকারী অ্যালোভেরা। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য-সমৃদ্ধ অ্যালোভোরার জেল স্ক্যাল্পের পিম্পলস নির্মূল করতেও কার্যকরী। এটা সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে অন্তত ৪০ মিনিট রেখে জল দিয়ে মাথা ধুয়ে নিন। রোজ এটা করলে দ্রুত উপকার পাবেন

7 / 8
পিম্পলস, ব়্যাশের সমস্যায় আরও একটি কার্যকরী উপাদান হল, টি ট্রি অয়েল। এতেও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। প্রতিদিন চুল হালকা শ্যাম্পু করার পর হেয়ার কন্ডিশনারে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মাথায় লাগালে চুলকুনি ব়্যাশ থেকে রেহাই মিলবে

পিম্পলস, ব়্যাশের সমস্যায় আরও একটি কার্যকরী উপাদান হল, টি ট্রি অয়েল। এতেও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। প্রতিদিন চুল হালকা শ্যাম্পু করার পর হেয়ার কন্ডিশনারে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মাথায় লাগালে চুলকুনি ব়্যাশ থেকে রেহাই মিলবে

8 / 8
মাথায় ব়্যাশ বা চুলকানি কমাতে পিপারমিন্ট আইস কিউব স্ক্যাল্পে লাগাতে পারেন। বিশেষত, গরমের সময় মিন্ট পাতা শরীর ঠান্ডা রাখতে এবং ত্বককে ভাল রাখতে বিশেষ কাজ দেয়। তাই স্ক্যাল্পে চুলকানি ও ব়্যাশেও এটা ভাল কাজ দেয়

মাথায় ব়্যাশ বা চুলকানি কমাতে পিপারমিন্ট আইস কিউব স্ক্যাল্পে লাগাতে পারেন। বিশেষত, গরমের সময় মিন্ট পাতা শরীর ঠান্ডা রাখতে এবং ত্বককে ভাল রাখতে বিশেষ কাজ দেয়। তাই স্ক্যাল্পে চুলকানি ও ব়্যাশেও এটা ভাল কাজ দেয়