Ghee Beauty Routine: বর্ষায় রোজ হাত-পা, মুখে মাখুন এক ফোঁটা ঘি, বদলে যাবে ত্বকের ভোল
megha |
Jul 19, 2024 | 1:01 PM
Ghee for Monsoon Skin Care: বর্ষাকালে ত্বকের সমস্যা আরও বেশি করে দেখা দেয়। চুলকানি, র্যাশ, ব্রণর সমস্যা পিছু ছাড়ে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ত্বকের সমস্যা বাড়ে। কিন্তু ঘি মেখে পেতে পারেন নিখুঁত ত্বক। ঘি ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক।
1 / 8
বর্ষাকালে ত্বকের সমস্যা আরও বেশি করে দেখা দেয়। চুলকানি, র্যাশ, ব্রণর সমস্যা পিছু ছাড়ে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ত্বকের সমস্যা বাড়ে। কিন্তু ঘি মেখে পেতে পারেন নিখুঁত ত্বক।
2 / 8
ঘিয়ের মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে সূর্যালোক ও দূষণের হাত থেকে সুরক্ষিত রাখে। ঘি ত্বককে র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে।
3 / 8
নিয়মিত দু'ফোঁটা ঘি দিয়ে ত্বকে মালিশ করুন। ঘি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। ফাটা ঠোঁট, ত্বকের চুলকানি যাবতীয় সমস্যা দূর করে দেয় ঘি।
4 / 8
ডার্ক সার্কেল দূর করতে উপযোগী ঘি। রাতে ঘুমোতে যাওয়ার আগে দু'ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে ভাল করে মালিশ করুন। এই টোটকায় চোখের ফোলাভাবও দূর হয়ে যাবে।
5 / 8
এই বর্ষায় পায়ের যত্ন নেওয়া বিশেষ দরকার। কিছু কিছু মানুষের সারাবছর পা ফাটে। এই অবস্থায় পায়ে কাদা লেগে ইনফেকশন হতে পারে। তাই ফাটা পায়ের যত্নে ঘি ব্যবহার করুন। গোড়ালিতে ঘি মাখতে পারেন।
6 / 8
বর্ষায় ত্বকে চুলকানির সমস্যা এড়াতে ঘি ব্যবহার করুন। স্নানের সময় ঘি দিয়ে তৈরি বডি স্ক্রাব মাখুন। ঘি, কফি, নারকেল তেল ও বেসন দিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এটা দিয়ে ত্বকে সার্কুলার মোশনে স্ক্রাব করুন।
7 / 8
বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলান? বাসন মাজা, কাপড় কাচার মতো কাজে হাতের চামড়ার ক্ষতি হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘি নিয়ে দু'হাতে ভাল করে মালিশ করুন। ঘি হ্যান্ড ক্রিম হিসেবে কাজ করে।
8 / 8
চুল ও স্ক্যাল্পের যত্নে ঘি ব্যবহার করুন। নারকেল তেলের সঙ্গে ঘি মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাহান। ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এটি চুলকে নরম ও কোমল করে তুলবে।