Petroleum Jelly: সারা বছরের সঙ্গী হোক পেট্রোলিয়াম জেলি, দূরে থাকবে একগুচ্ছ ত্বকের সমস্যা

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 15, 2023 | 9:30 AM

Skin Care Tips: পেট্রোলিয়াম জেলি সারা বছর ব্যবহার করা যায়। তবে, বাঙালির পেট্রোলিয়াম জেলি ব্যবহার বাড়ে শীতকালে। তাও ফাটা ঠোঁটের যত্ন নিতে। এছাড়াও আরও কাজে আসে পেট্রোলিয়াম জেলি। সেগুলো কী-কী দেখে নিন।

1 / 8
পেট্রোলিয়াম জেলি সারা বছর ব্যবহার করা যায়। তবে, বাঙালির পেট্রোলিয়াম জেলি ব্যবহার বাড়ে শীতকালে। তাও ফাটা ঠোঁটের যত্ন নিতে। এছাড়াও আরও কাজে আসে পেট্রোলিয়াম জেলি।

পেট্রোলিয়াম জেলি সারা বছর ব্যবহার করা যায়। তবে, বাঙালির পেট্রোলিয়াম জেলি ব্যবহার বাড়ে শীতকালে। তাও ফাটা ঠোঁটের যত্ন নিতে। এছাড়াও আরও কাজে আসে পেট্রোলিয়াম জেলি।

2 / 8
পেট্রোলিয়াম জেলি ফাটা ঠোঁটের যত্ন নেওয়ার পাশাপাশি ফাটা গোড়ালি, শুষ্ক ত্বক, ভুরুর দৈর্ঘ্য বাড়াতে, মেকআপ তুলতে এবং নখের যত্ন নিতে সাহায্য করে। তাই পেট্রোলিয়াম জেলির গুণাগুণ ও ব্যবহার জানা দরকার। 

পেট্রোলিয়াম জেলি ফাটা ঠোঁটের যত্ন নেওয়ার পাশাপাশি ফাটা গোড়ালি, শুষ্ক ত্বক, ভুরুর দৈর্ঘ্য বাড়াতে, মেকআপ তুলতে এবং নখের যত্ন নিতে সাহায্য করে। তাই পেট্রোলিয়াম জেলির গুণাগুণ ও ব্যবহার জানা দরকার। 

3 / 8
হাইড্রোজেন ও কার্বনের যৌগ দিয়ে তৈরি হয় পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলিতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্ব‌ন অণু থাকে। তবে, এই উপাদান ত্বকের দেখভালের জন্য দারুণ উপকারী।

হাইড্রোজেন ও কার্বনের যৌগ দিয়ে তৈরি হয় পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলিতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্ব‌ন অণু থাকে। তবে, এই উপাদান ত্বকের দেখভালের জন্য দারুণ উপকারী।

4 / 8
সারা বছরই আপনি ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। এটি ঠোঁটকে হাইড্রেটেড, কোমল ও ময়েশ্চারাইজড রাখে। লিপবামেও থাকে পেট্রোলিয়াম জেলি। 

সারা বছরই আপনি ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। এটি ঠোঁটকে হাইড্রেটেড, কোমল ও ময়েশ্চারাইজড রাখে। লিপবামেও থাকে পেট্রোলিয়াম জেলি। 

5 / 8
দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে ত্বক শুকিয়ে যায়। এমন সময় হাতের কাছে পেট্রোলিয়াম জেলি থাকলে লাগিয়ে নিন গালে। এটি আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রদান করবে।

দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে ত্বক শুকিয়ে যায়। এমন সময় হাতের কাছে পেট্রোলিয়াম জেলি থাকলে লাগিয়ে নিন গালে। এটি আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রদান করবে।

6 / 8
কনুই, হাঁটু এবং গোড়ালির যত্নে আপনি সারা বছর পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। দেহের এসব অংশ বেশি শুষ্ক হয়ে যায়। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে।

কনুই, হাঁটু এবং গোড়ালির যত্নে আপনি সারা বছর পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। দেহের এসব অংশ বেশি শুষ্ক হয়ে যায়। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে।

7 / 8
ভিটামিনের অভাবে নখের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। সবসময় কিউটিকল অয়েল ব্যবহার করা যায় না। কিন্তু অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে আঙুলে মেখে নিতে পারেন। এতে নখ ও নখের উপর কিউটিকল ভাল থাকবে।

ভিটামিনের অভাবে নখের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। সবসময় কিউটিকল অয়েল ব্যবহার করা যায় না। কিন্তু অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে আঙুলে মেখে নিতে পারেন। এতে নখ ও নখের উপর কিউটিকল ভাল থাকবে।

8 / 8
মেকআপ রিমুভারের বদলে বেছে নিন পেট্রোলিয়াম জেলিকে। পেট্রোলিয়াম জেলি মেখে তারপর তুলো দিয়ে মুছলেই সমস্ত মেকআপ উঠে আসবে। তারপর ফেসওয়াশ করে নিলেই পেয়ে যাবেন পরিষ্কার ত্বক। 

মেকআপ রিমুভারের বদলে বেছে নিন পেট্রোলিয়াম জেলিকে। পেট্রোলিয়াম জেলি মেখে তারপর তুলো দিয়ে মুছলেই সমস্ত মেকআপ উঠে আসবে। তারপর ফেসওয়াশ করে নিলেই পেয়ে যাবেন পরিষ্কার ত্বক। 

Next Photo Gallery