Petroleum Jelly: সারা বছরের সঙ্গী হোক পেট্রোলিয়াম জেলি, দূরে থাকবে একগুচ্ছ ত্বকের সমস্যা
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 15, 2023 | 9:30 AM
Skin Care Tips: পেট্রোলিয়াম জেলি সারা বছর ব্যবহার করা যায়। তবে, বাঙালির পেট্রোলিয়াম জেলি ব্যবহার বাড়ে শীতকালে। তাও ফাটা ঠোঁটের যত্ন নিতে। এছাড়াও আরও কাজে আসে পেট্রোলিয়াম জেলি। সেগুলো কী-কী দেখে নিন।
1 / 8
পেট্রোলিয়াম জেলি সারা বছর ব্যবহার করা যায়। তবে, বাঙালির পেট্রোলিয়াম জেলি ব্যবহার বাড়ে শীতকালে। তাও ফাটা ঠোঁটের যত্ন নিতে। এছাড়াও আরও কাজে আসে পেট্রোলিয়াম জেলি।
2 / 8
পেট্রোলিয়াম জেলি ফাটা ঠোঁটের যত্ন নেওয়ার পাশাপাশি ফাটা গোড়ালি, শুষ্ক ত্বক, ভুরুর দৈর্ঘ্য বাড়াতে, মেকআপ তুলতে এবং নখের যত্ন নিতে সাহায্য করে। তাই পেট্রোলিয়াম জেলির গুণাগুণ ও ব্যবহার জানা দরকার।
3 / 8
হাইড্রোজেন ও কার্বনের যৌগ দিয়ে তৈরি হয় পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলিতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন অণু থাকে। তবে, এই উপাদান ত্বকের দেখভালের জন্য দারুণ উপকারী।
4 / 8
সারা বছরই আপনি ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। এটি ঠোঁটকে হাইড্রেটেড, কোমল ও ময়েশ্চারাইজড রাখে। লিপবামেও থাকে পেট্রোলিয়াম জেলি।
5 / 8
দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে ত্বক শুকিয়ে যায়। এমন সময় হাতের কাছে পেট্রোলিয়াম জেলি থাকলে লাগিয়ে নিন গালে। এটি আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রদান করবে।
6 / 8
কনুই, হাঁটু এবং গোড়ালির যত্নে আপনি সারা বছর পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। দেহের এসব অংশ বেশি শুষ্ক হয়ে যায়। পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে।
7 / 8
ভিটামিনের অভাবে নখের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। সবসময় কিউটিকল অয়েল ব্যবহার করা যায় না। কিন্তু অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে আঙুলে মেখে নিতে পারেন। এতে নখ ও নখের উপর কিউটিকল ভাল থাকবে।
8 / 8
মেকআপ রিমুভারের বদলে বেছে নিন পেট্রোলিয়াম জেলিকে। পেট্রোলিয়াম জেলি মেখে তারপর তুলো দিয়ে মুছলেই সমস্ত মেকআপ উঠে আসবে। তারপর ফেসওয়াশ করে নিলেই পেয়ে যাবেন পরিষ্কার ত্বক।