Skin Care Tips Before Holi: দোলের রং লাগলেও ত্বকের কোনও ক্ষতি হবে না, এখন থেকেই মেনে চলুন এই টিপস
Sukla Bhattacharjee |
Mar 09, 2024 | 8:31 AM
Skin care tips for Holi: দোল আসতে আর মাত্র দু-সপ্তাহ বাকি। এখন থেকে ত্বকের বিশেষ যত্ন নিলে দোলের ক্ষতিকর রঙেও ত্বকের ক্ষতি হবে না। এখন থেকেই ত্বকে টোনার লাগান। প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার লাগানোর আগে টোনার লাগান। এটা ত্বকের ছিদ্র হ্রাস করতে সাহায্য করবে। ফলে রং ত্বকের গভীরে যেতে পারবে না।
1 / 8
দোল মানেই রঙের উৎসব। দোলের রং ত্বকে, চুলের মারাত্মক ক্ষতি করে। অনেকেই ত্বক, চুল নষ্ট হওয়ার ভয়ে দোল খেলেন না। তবে এখন থেকে ত্বকের বিশেষ যত্ন নিলে দোলের ক্ষতিকর রঙেও ত্বকের ক্ষতি হবে না
2 / 8
দোল আসতে আর মাত্র দু-সপ্তাহ বাকি। এখন থেকেই ত্বকে টোনার লাগান। প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার লাগানোর আগে টোনার লাগান। এটা ত্বকের ছিদ্র হ্রাস করতে সাহায্য করবে। ফলে রং ত্বকের গভীরে যেতে পারবে না
3 / 8
দোল খেলতে যাওয়ার আগে অবশ্যই মুখে আমন্ড তেল লাগিয়ে নেবেন। এটা ত্বকের গভীরে রং প্রবেশ করা থেকে আটকাবে। এছাড়া রং তোলাও সহজ হবে। মেকাপ রিমুভার দিলে সহজেই রং উঠে যাবে
4 / 8
যাঁরা মুখে তেল লাগাতে চান না, তাঁরা রং খেলতে যাওয়ার আগে অবশ্যই পেট্রোলিয়াম জেলি লাগান। এটা তেলের মতো ক্ষতিকর রং ত্বকের গভীরে যেতে বাধা দেবে এবং রং তুলতেও সুবিধা হবে
5 / 8
কেবল মুখে নয়, ঠোঁটেও পেট্রোলিয়াম জেলি লাগান। তাহলে ঠোঁটের ত্বক ক্ষতিগ্রস্ত হবে না। ঠোঁট ফাটা কমবে। এছাড়া এখন ঋতু বদলের সময়। এই সময়ে ঠোঁটের যত্ন না নিলে ঠোঁট রুক্ষ হয়ে পড়ে। তাই এখন থেকেই ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগান
6 / 8
কড়া রোদ থেকে ত্বককে রক্ষা করতে অবশ্যই জরুরি সানস্ক্রিম। তবে এটা কেবল রোদ বা সানবার্ন থেকে ত্বককে রক্ষা করে না, ধূলো এবং রংয়ের মতো ক্ষতিকর কেমিক্যাল থেকেও ত্বককে রক্ষা করতে পারে। তাই দোল খেলতে যাওয়ার আগে সানস্ক্রিম মুখে মাখতে পারেন
7 / 8
দোল খেলার সময় অবশ্যই ফুলহাতা জামা পড়ুন। যতটা সম্ভব ঢিলে-ঢালা, শরীর ঢাকা পোশাক পড়ুন। তাহলে সরাসরি রং ত্বকে লাগবে না। ফলে ত্বকের ক্ষতি কম হবে
8 / 8
ত্বক, ঠোঁট, চুলের সঙ্গে নখেরও যত্ন নেওয়া জরুরি। দোল খেলতে যাওয়ার আগে নেলপলিশ পড়ুন। তাহলে সরাসরি নখে রং লাগবে না এবং নখের ক্ষতি কম হবে। ওয়াটারপ্রুফ নেলপলিশ পড়ুন