টিপ পরলেই কপাল চুলকায়? অ্যালার্জি মেটান ঘরোয়া উপায়ে
Bindi Allergy: একইভাবে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। ত্বকের যত্ন নিতে রোজ ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। পাশাপাশি টিপ পরার ফলে সৃষ্টি হওয়া অ্যালার্জির সমস্যা কিছুটা হলেও কমায় ময়েশ্চারাইজার। অ্যালার্জিযুক্ত স্থানে আর্দ্রতা ফেরাতে সাহায্য করে ময়েশ্চারাইজার। ফলে আর কোনওরকম চুলকানির সমস্যা হয় না।
1 / 8
টিপ ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় ভারতীয় মহিলাদের সাজ। শাড়ি কিংবা চুড়িদারের সঙ্গে কপালে একটা টিপ না থাকলে যেন মানায় না। (ছবি:Pinterest)
2 / 8
তবে অনেকেই ইচ্ছে থাকেলও টিপ পরতে পারেন না। তার কারণ হল অ্যালার্জি। টিপের আঠায় অনেকের কপালে অ্যালার্জির সমস্যা হয়। (ছবি:Pinterest)
3 / 8
এই সমস্যা অনেকসময় ভয়ঙ্কর রূপ পর্যন্ত ধারণ করে। তবে উপায় আছে, যা মানলে এই সমস্যা থেকে নিমেষে মুক্তি পাবেন। (ছবি:Pinterest)
4 / 8
টিপ পরার ফেল কপালে চুলকানি হলে কপালে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ, যা অ্যালার্জির সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয়। (ছবি:Pinterest)
5 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। ত্বকের যত্ন নিতে রোজ ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। পাশাপাশি টিপ পরার ফলে সৃষ্টি হওয়া অ্যালার্জির সমস্যা কিছুটা হলেও কমায় ময়েশ্চারাইজার। (ছবি:Pinterest)
6 / 8
অ্যালার্জিযুক্ত স্থানে আর্দ্রতা ফেরাতে সাহায্য করে ময়েশ্চারাইজার। ফলে আর কোনওরকম চুলকানির সমস্যা হয় না। (ছবি:Pinterest)
7 / 8
এ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যলহার করতে পারেন নারকেল তেলও। অ্যালার্জিযুক্ত স্থানে নারকেল তেল লাগিয়ে দেখুন, উপকার পাবেন। (ছবি:Pinterest)
8 / 8
টিপ পরার ফলে যদি অ্যালার্জি ভীষণভাবে বেড়ে যায় তবে সাহায্য নিতে পারেন নিমের। এর অ্যান্টিসেপটিক গুণ অ্যালার্জি থেকে দ্রুত মুক্তি দেবে। এর জন্য ওই স্থানে নিমাপাতা বেটে লাগাতে হবে। (ছবি:Pinterest)