8 / 8
বড় মিক্সিং বলে সেদ্ধ করে রাখা শ্যামা চাল, জল ঝরানো একবাটি টকদই দিয়ে ভাল করে মিশিয়ে দিতে হবে। ভাজা বাদাম, ছোলার ডাল, স্বাদমতো নুন, কুচনো ধনেপাতা মিশিয়ে নিন। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিন। একবাটি বেদানা মিশিয়ে কারিপাতার ফোড়ন টা এর মধ্যে ঢেলে দিতে হবে। তৈরি দক্ষিণ ভারতীয় স্টাইলে শ্যামা চালের কার্ড রাইস।