Morning Foods: চা-কফি নয়, সকালে খালি পেটে এই ৫ খাবার খেলে দিন কাটাবেন ফুর্তিতে
megha |
Jun 22, 2024 | 12:50 PM
Breakfast Tips: বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সকালবেলা চা, পাউরুটি, কনফ্লেক্স খান। আবার কেউ কেউ ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যান। অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও ব্রেকফাস্ট না করা দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দিনের শুরুতে যত বেশি স্বাস্থ্যকর খাবার খাবেন, সারাদিন ফুর্তিতে থাকতে পারবেন।
1 / 8
দিনের শুরুতে যত বেশি স্বাস্থ্যকর খাবার খাবেন, সারাদিন ফুর্তিতে থাকতে পারবেন। কাজ করার এনার্জি পাবেন কাজে মনোযোগ বাড়বে। শরীরে ক্লান্তি আসবে না।
2 / 8
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সকালবেলা চা, পাউরুটি, কনফ্লেক্স খান। আবার কেউ কেউ ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যান। অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও ব্রেকফাস্ট না করা দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
3 / 8
শরীরকে সুস্থ রাখার জন্য এবং এনার্জেটিক থাকার জন্য সকালবেলা খালি পেটে কী খাবেন, এটা অনেকেরই অজানা। এমন ৫টি খাবারেরই সন্ধান রইল, যা রোজ সকালে খালি পেটে খেতেই হবে।
4 / 8
সকালবেলা ঘুম থেকে উঠে আমলকির রস পান করুন। এতে ভিটামিন সি রয়েছে, যা দেহে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করে।
5 / 8
শরীরকে হাইড্রেটেড রাখতে এবং রোগমুক্ত জীবন কাটাতে রোজ সকালে অ্যালোভেরার রস পান করুন। অ্যালোভেরার রসও শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।
6 / 8
সকালবেলা খালি পেটে তাজা পাকা পেঁপে খেতে পারেন। এই ফল স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ভিটামিন, মিনারেলে পরিপূর্ণ পাকা পেঁপে ওজন কমাতেও সাহায্য করে।
7 / 8
ভেজানো আমন্ড, আখরোটের মতো বাদামও খেতে পারেন। এতে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। শরীরকে শক্তির সঞ্চার ঘটাতে সাহায্যে করে বাদাম।
8 / 8
গরমকালে সকালে ডাবের জলে চুমুক দিন। এতে এক চা চামচ সবজি সিডও মিশিয়ে নিতে পারেন। এই বীজ ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটে পরিপূর্ণ। এতে শরীর হাইড্রেটেড থাকবে। পাশাপাশি ওজন কমানোও সহজ হবে।