Summer Skin Care Tips: ট্যান-ব্রণ সরিয়ে ত্বক থাকবে জেল্লাদার, বাড়িতেই বানিয়ে নিন ফেসস্ক্রাব

Face scrub tips: মুখে ট্যান পড়া, ব্রণ, পিম্পলসের সমস্যা থেকে রেহাই পেতে ত্বক ঠিকমতো পরিষ্কার করা, এক্সফওলিয়েশনম করা জরুরি। এক্সফোলিয়েশন করলে ত্বকের মৃত কোষ এবং ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। ফলে ব্রণ, ব়্যাশের সমস্যা কমবে এবং ট্যান সরে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।

| Updated on: Mar 29, 2024 | 11:43 PM
প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। আর গরম মানেই মুখে ট্যান পড়া, ব্রণ, পিম্পলসের সমস্যা। এই সমস্যা থেকে রেহাই পেতে ত্বক ঠিকমতো পরিষ্কার করা, এক্সফওলিয়েশনম করা জরুরি

প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। আর গরম মানেই মুখে ট্যান পড়া, ব্রণ, পিম্পলসের সমস্যা। এই সমস্যা থেকে রেহাই পেতে ত্বক ঠিকমতো পরিষ্কার করা, এক্সফওলিয়েশনম করা জরুরি

1 / 8
এক্সফোলিয়েশন করলে ত্বকের মৃত কোষ এবং ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। ফলে ব্রণ, ব়্যাশের সমস্যা কমবে এবং ট্যান সরে গিয়ে ত্বক উজ্জ্বল হবে

এক্সফোলিয়েশন করলে ত্বকের মৃত কোষ এবং ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। ফলে ব্রণ, ব়্যাশের সমস্যা কমবে এবং ট্যান সরে গিয়ে ত্বক উজ্জ্বল হবে

2 / 8
ত্বকের এক্সফোলিয়েশন করার জন্য সবসময় পার্লারে ছোটার দরকার নেই। ঘরোয়া স্ক্রাব ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপাদান দিয়েই সহজেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব

ত্বকের এক্সফোলিয়েশন করার জন্য সবসময় পার্লারে ছোটার দরকার নেই। ঘরোয়া স্ক্রাব ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপাদান দিয়েই সহজেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব

3 / 8
মুসুর ডাল ও কাঁচা দুধের স্ক্রাব- প্রথমে মুসুর ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর কাঁচা দুধের সঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এই পেস্ট মুখে, ঘাড়ে, গলায় লাগান। ৫-১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটা করতে পারেনন।

মুসুর ডাল ও কাঁচা দুধের স্ক্রাব- প্রথমে মুসুর ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর কাঁচা দুধের সঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এই পেস্ট মুখে, ঘাড়ে, গলায় লাগান। ৫-১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এটা করতে পারেনন।

4 / 8
বাদাম ও দইয়ের স্ক্রাব- প্রথমে এক মুঠো শুকনো বাদাম ভাল করে গুঁড়ো করে নিন। এবার সেই বাদাম গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এটা মুখ-সহ দেহের খোলা অংশে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। মুখ পরিষ্কার হবে

বাদাম ও দইয়ের স্ক্রাব- প্রথমে এক মুঠো শুকনো বাদাম ভাল করে গুঁড়ো করে নিন। এবার সেই বাদাম গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এটা মুখ-সহ দেহের খোলা অংশে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। মুখ পরিষ্কার হবে

5 / 8
ওটস ও গোলাপ জলের স্ক্রাব- প্রথমে ওটস পেস্ট করে নিন তার মধ্যে খানিক গোলাপ জল দিয়ে গুলে নিন। এবার এই পেস্ট মুখে, ঘাড়ে লাগান। ৫-১০ মিনিট পর মুখ ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে

ওটস ও গোলাপ জলের স্ক্রাব- প্রথমে ওটস পেস্ট করে নিন তার মধ্যে খানিক গোলাপ জল দিয়ে গুলে নিন। এবার এই পেস্ট মুখে, ঘাড়ে লাগান। ৫-১০ মিনিট পর মুখ ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে

6 / 8
কফি ও অ্যালোভেরার স্ক্রাব- সামান্য অ্যালোভেরা জেলের সঙ্গে কফি পাউডার মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে-হাতে লাগান। মিনিট ১০ রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার করবে ও পিম্পলস দূর হবে।

কফি ও অ্যালোভেরার স্ক্রাব- সামান্য অ্যালোভেরা জেলের সঙ্গে কফি পাউডার মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে-হাতে লাগান। মিনিট ১০ রেখে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার করবে ও পিম্পলস দূর হবে।

7 / 8
চন্দন-মুলতানি মাটি ও গোলাপ জলের স্ক্রাব- চন্দন গুঁড়ো ও মুলতানি মাটি প্রথমে ভাল করে মিশিয়ে নিন। তার মধ্যে খানিক গোলাপ জল দিয়ে পেস্ট করুন। এবার সেটা মুখে লাগান। এটা রাতে লাগিয়ে ঘুমোতে পারেন। সকালে জল দিয়ে মুখ ধুয়ে নিলে উধাও হবে ব্রণ, ব়্যাশ

চন্দন-মুলতানি মাটি ও গোলাপ জলের স্ক্রাব- চন্দন গুঁড়ো ও মুলতানি মাটি প্রথমে ভাল করে মিশিয়ে নিন। তার মধ্যে খানিক গোলাপ জল দিয়ে পেস্ট করুন। এবার সেটা মুখে লাগান। এটা রাতে লাগিয়ে ঘুমোতে পারেন। সকালে জল দিয়ে মুখ ধুয়ে নিলে উধাও হবে ব্রণ, ব়্যাশ

8 / 8
Follow Us: