Swimming Pool Bath Tips: গরমে সুইমিং পুলে নামলে এই ভুলগুলি করবেন না, ত্বকের সমস্যা থেকে হতে পারে হিটস্ট্রোক
Bath Tips: হোটেল হোক বা ফ্ল্যাট-কমপ্লেক্স- অধিকাংশ জায়গাতেই সুইমিং পুল থাকে খোলা জায়গায়। ফলে সূর্যের আলো যেমন সরাসরি পুলের জলে পড়ে, তেমনই বৃষ্টির জলও পুলে মেশে। তাই এই ধরনের পুলে স্নান করার আগে সতর্ক হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, সুইমিং পুলের জল সামান্য নোংরা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে। বিশেষত, শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে পুলে নামার আগে কয়েকটি নিয়ম মানলে সংক্রমণ এড়ানো সম্ভব।
Most Read Stories