Bangladesh in India: ১৯৭১ সালে পুড়ে যাওয়া গ্রাম থেকে জন্ম! ভারতেই রয়েছে অন্য ‘বাংলাদেশ’
Bangladesh in India: এই ভারতেও বাস পদ্মাপাড়ের অনেকেরই। তবে শুধু বাংলাদেশীরাই নয়, আপনি কি জানেন এই ভারতে রয়েছে আরেক বাংলাদেশও! আজ্ঞে হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি।
1 / 9
ভারতের পড়শি দেশ বাংলাদেশ। পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতের সঙ্গেও বাংলাদেশের এক আত্মিক টান রয়েছে। কেবল এক ভাষাই নয়, বরং এদেশে বসবাসকারি অনেকেরই বাংলাদেশের সঙ্গে রয়েছে নাড়ির টান।
2 / 9
তাই পড়শি দেশ জ্বললে তার আঁচ যে এই ভারতে পড়বে, সেটাই স্বাভবিক। ঠিক যেমন শেখ হাসিনার দেশ ছাড়ার পরে, আন্দোলন সমর্থনকারীদের বিজয়োল্লাস দেখা গিয়েছিল কলকাতার রাস্তাতেও।
3 / 9
এই ভারতেও বাস পদ্মাপাড়ের অনেকেরই। তবে শুধু বাংলাদেশীরাই নয়, আপনি কি জানেন এই ভারতে রয়েছে আরেক বাংলাদেশও! আজ্ঞে হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভারতেই রয়েছে এক ছোট্ট গ্রাম। যার নাম 'বাংলাদেশ'।
4 / 9
কাশ্মীরের বান্ডিপুরায় জেলায় ছিল এক পাহাড়ি গ্রাম জুরিমন। সালটা ১৯৭১। পূর্ব পাকিস্তানে তখন চলছে 'মুক্তিযুদ্ধ'। বাংলা ভাষা রক্ষা, আর পশ্চিম পাকিস্তান(বর্তমানের পাকিস্তান রাষ্ট্র)-এর অত্যাচারের হাত থেকে দেশকে স্বাধীন করতে প্রতিনিয়ত প্রাণ দিচ্ছে শয়ে শয়ে মুক্তি যোদ্ধারা।
5 / 9
বিদ্রোহ দমনে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল গ্রামের পর গ্রাম। ঠিক সেই সময়ে এক অদ্ভুত সমাপতনে আগুন লেগে যায় কাশ্মীরের সেই ছোট্ট গ্রাম জুরিমনে। তখন পুড়ে যাওয়া গ্রাম ছেড়ে একটু তফাতে গিয়েই নতুন করে বসতি গড়ে তোলে বাসিন্দারা।
6 / 9
৫-৬ থেকে বাড়তে বাড়তে ৫০,৬০। আজ সেই গ্রামেই রয়েছে ৫০ থেকে ৬০টি বাড়ি। প্রায় ৩০০ লোকের বাস। আগে এই গ্রামের অস্তিত্ব সরকারি খাতায় না থাকলেও, ২০১০ সালে বান্ডিপুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই গ্রামকে স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকেই ধীরে ধীরে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই গ্রাম।
7 / 9
দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক। তাকে ঘিরেই গড়ে উঠেছে আরেক 'বাংলাদেশ'। একদিকে পাহাড়, অন্যদিকে সুবিশাল হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্য্য এই দুই নিয়েই এখন পর্যটন শিল্পের বিস্তারের আশায় এলাকাবাসী।
8 / 9
এখানকার প্রাকৃতিক পরিবেশ বলে বলে গোল দিতে পারে পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গকে। শ্রীনগর থেকে বান্ডিপুরার দূরত্ব ৮০ কিলোমিটার। বান্ডিপুরা থেকে সোপুরের মধ্য দিয়ে পাহাড়ি পথ ধরে পাঁচ কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন ভারতের 'বাংলাদেশে।'
9 / 9
উলার হ্রদ, ঝর্ণা, পর্বতে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামে চাইলে ঘুরে আসতে পারেন আপনারাও। মাছ ধরা, বোটিং-এর মতো আকর্ষণ পর্যটকদের আনাগোনার অন্যতম বড় কারণ। আর আপনি যদি হন পাখিপ্রেমী বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তা হলে এই স্থান আপনার ভাল লাগতে বাধ্য। কারণ এই মনোরম পরিবেশ শুধু পর্যটকদের নয়, পাখিদেরও অন্যতম পছন্দের জায়গা। তাই কাশ্মীর ঘুরতে গেলে এই ছোট্ট বাংলাদেশে ঢুঁ মারতে ভুলবেন না কিন্তু।