AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Natural Face Wash: ফেসওয়াশ শেষ? এই ৫ প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন

Home Remedies: ত্বক পরিকার না করলে তখনই হাজারো সমস্যা জাঁকিয়ে বসে। তাই এমন ফেসওয়াশ ও ক্লিনজার বেছে নিতে হয়, যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। হঠাৎ করে ফেসওয়াশ শেষে হয়ে গেলে কী করবেন? রইল ৫ প্রাকৃতিক উপাদানের খোঁজ।

| Edited By: | Updated on: Sep 18, 2023 | 1:17 PM
Share
ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে মুখ ধোয়া হল প্রথম ধাপ। ত্বক পরিকার না করলে তখনই হাজারো সমস্যা জাঁকিয়ে বসে। তাই এমন ফেসওয়াশ ও ক্লিনজার বেছে নিতে হবে, যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে।

ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে মুখ ধোয়া হল প্রথম ধাপ। ত্বক পরিকার না করলে তখনই হাজারো সমস্যা জাঁকিয়ে বসে। তাই এমন ফেসওয়াশ ও ক্লিনজার বেছে নিতে হবে, যা আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে।

1 / 8
বাজারে নামীদামি ব্র্যান্ডেড ফেসওয়াশ ও ক্লিনজারের অভাব নেই। শুধু ত্বকের ধরন অনুযায়ী যে কোনও একটা বেছে নিলেই হয়। কিন্তু অনেক সময় বাজারচলতি ফেসওয়াশ মনের মতো ফল দেয় না।

বাজারে নামীদামি ব্র্যান্ডেড ফেসওয়াশ ও ক্লিনজারের অভাব নেই। শুধু ত্বকের ধরন অনুযায়ী যে কোনও একটা বেছে নিলেই হয়। কিন্তু অনেক সময় বাজারচলতি ফেসওয়াশ মনের মতো ফল দেয় না।

2 / 8
বাজার থেকে ফেসওয়াশ কিনে ব্যবহার করতে না চাইলে আপনি প্রাকৃতিক উপাদান দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। হঠাৎ করে ফেসওয়াশ শেষে হয়ে গেলেও কাজে লাগাতে পারেন এসবও টোটকা।

বাজার থেকে ফেসওয়াশ কিনে ব্যবহার করতে না চাইলে আপনি প্রাকৃতিক উপাদান দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। হঠাৎ করে ফেসওয়াশ শেষে হয়ে গেলেও কাজে লাগাতে পারেন এসবও টোটকা।

3 / 8
দুধ ফেসিয়াল ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে। দুধ মরা কোষ দূর করে এবং ওপেন পোরসের সমস্যা দূর করে। কাঁচা দুধের মধ্যে তুলোর বল ডুবিয়ে মুখে ভাল করে বুলিয়ে নিন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। 

দুধ ফেসিয়াল ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে। দুধ মরা কোষ দূর করে এবং ওপেন পোরসের সমস্যা দূর করে। কাঁচা দুধের মধ্যে তুলোর বল ডুবিয়ে মুখে ভাল করে বুলিয়ে নিন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। 

4 / 8
টমেটো মধ্যে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। অর্ধেক টমেটো কেটে আপনি মুখের উপর ঘষতে পারেন। ৫-১০মিনিট রেখে মুখে ধুয়ে ফেলুন। 

টমেটো মধ্যে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। অর্ধেক টমেটো কেটে আপনি মুখের উপর ঘষতে পারেন। ৫-১০মিনিট রেখে মুখে ধুয়ে ফেলুন। 

5 / 8
আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়, তাহলে মধু দিয়ে মুখ পরিষ্কার করুন। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মসৃণ ও নিখুঁত ত্বক এনে দেয়। এক চামচ ভেষজ মধু নিয়ে সরাসরি মুখের উপর মালিশ করুন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়, তাহলে মধু দিয়ে মুখ পরিষ্কার করুন। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মসৃণ ও নিখুঁত ত্বক এনে দেয়। এক চামচ ভেষজ মধু নিয়ে সরাসরি মুখের উপর মালিশ করুন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

6 / 8
আলু দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। আলুর পেস্ট বানিয়ে রস ছেঁকে নিন। এই রসে তুলোর বল ডুবিয়ে মুখে লাগান। হালকা হাতে মুখ মালিশ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

আলু দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। আলুর পেস্ট বানিয়ে রস ছেঁকে নিন। এই রসে তুলোর বল ডুবিয়ে মুখে লাগান। হালকা হাতে মুখ মালিশ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

7 / 8
অ্যাপেল সাইডার ভিনিগারও আপনার ত্বক পরিষ্কারে সাহায্য করতে পারে। ১:২ অনুপাতে জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে মেখে হালকা হাতে মালিশ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

অ্যাপেল সাইডার ভিনিগারও আপনার ত্বক পরিষ্কারে সাহায্য করতে পারে। ১:২ অনুপাতে জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে মেখে হালকা হাতে মালিশ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

8 / 8