Second Hand Car: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন? আগে দেখে নিন এই জিনিসগুলি

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন? অনেকেই আজকাল প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিন্তু কিছু জিনিস ভাল করে দেখে নেওয়া উচিত।

| Updated on: Jul 25, 2024 | 7:33 PM
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন? অনেকেই আজকাল প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিন্তু কিছু জিনিস ভাল করে দেখে নেওয়া উচিত। না হলে গাড়ি কেনার পরে বিপদ হতে পারে। হয়তো দেখলেন টাকা দিয়ে গাড়ি কিনে বেমালুম ঠকে গিয়েছেন। সেই গাড়ির মেরামতিতেই আপনার পকেট ফাঁকা। কী কী মাথায় রাখবেন? দেখে নিন একনজরে।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবছেন? অনেকেই আজকাল প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন। তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিন্তু কিছু জিনিস ভাল করে দেখে নেওয়া উচিত। না হলে গাড়ি কেনার পরে বিপদ হতে পারে। হয়তো দেখলেন টাকা দিয়ে গাড়ি কিনে বেমালুম ঠকে গিয়েছেন। সেই গাড়ির মেরামতিতেই আপনার পকেট ফাঁকা। কী কী মাথায় রাখবেন? দেখে নিন একনজরে।

1 / 8
গাড়ির অবস্থা - গাড়ির বাইরে কোনও দাগ আছে কি না, গাড়ির ভিতরের সিট, স্টিয়ারিং, ড্যাশবোর্ড ইত্যাদি জিনিসগুলির জায়গা ভাল করে দেখে নিন। অর্থাৎ গাড়ির সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিজে পরীক্ষা করতে না জানলে অভিজ্ঞ কাউকে দিয়ে দেখিয়ে নিন।

গাড়ির অবস্থা - গাড়ির বাইরে কোনও দাগ আছে কি না, গাড়ির ভিতরের সিট, স্টিয়ারিং, ড্যাশবোর্ড ইত্যাদি জিনিসগুলির জায়গা ভাল করে দেখে নিন। অর্থাৎ গাড়ির সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিজে পরীক্ষা করতে না জানলে অভিজ্ঞ কাউকে দিয়ে দেখিয়ে নিন।

2 / 8
গাড়ির ইঞ্জিন - বিক্রেতার কথায় সম্পূর্ণ বিশ্বাস না করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কোনও মেকানিক ডেকে ভাল ভাবে গাড়ির ইঞ্জিনটি পরখ করে নিন।

গাড়ির ইঞ্জিন - বিক্রেতার কথায় সম্পূর্ণ বিশ্বাস না করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কোনও মেকানিক ডেকে ভাল ভাবে গাড়ির ইঞ্জিনটি পরখ করে নিন।

3 / 8
গাড়ির রেজিস্ট্রেশন - কাগজপত্র দেখার সময় গাড়ির রেজিস্ট্রেশন দেখে নিন। কবেকার গাড়ি, তা যদি খুব পুরনো মডেল হয়, এবং বেশি চালানো হয়নি সেই ধরনের গাড়ি না কেনা ভাল। পুরনো রেজিস্ট্রেশন অনেক সময় বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

গাড়ির রেজিস্ট্রেশন - কাগজপত্র দেখার সময় গাড়ির রেজিস্ট্রেশন দেখে নিন। কবেকার গাড়ি, তা যদি খুব পুরনো মডেল হয়, এবং বেশি চালানো হয়নি সেই ধরনের গাড়ি না কেনা ভাল। পুরনো রেজিস্ট্রেশন অনেক সময় বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

4 / 8
ডিজেল গাড়ি - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে ডিজেল গাড়ি না কেনাই ভাল। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিজেল গাড়ি তুলে নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে। কেন্দ্রীয় সরকারের একটি কমিটি ২০২৭ সাল থেকে ভারতে ডিজেল গাড় বন্ধের সুপারিশ করেছে।

ডিজেল গাড়ি - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে ডিজেল গাড়ি না কেনাই ভাল। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিজেল গাড়ি তুলে নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে। কেন্দ্রীয় সরকারের একটি কমিটি ২০২৭ সাল থেকে ভারতে ডিজেল গাড় বন্ধের সুপারিশ করেছে।

5 / 8
স্ক্র্যাপ গাড়ি - অনেক কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি কম হলে কোম্পানি সেই গাড়ি বাজার থেকে তুলে নেয়। পরে খুব কম দামে 'সেকেন্ড হ্যান্ড' হিসেবে সেই গাড়ি বিক্রি করে। এই ধরনের গাড়িকে 'স্ক্র্যাপ' গাড়ি বলা হয়। এই গাড়ি না কেনাই ভাল।

স্ক্র্যাপ গাড়ি - অনেক কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি কম হলে কোম্পানি সেই গাড়ি বাজার থেকে তুলে নেয়। পরে খুব কম দামে 'সেকেন্ড হ্যান্ড' হিসেবে সেই গাড়ি বিক্রি করে। এই ধরনের গাড়িকে 'স্ক্র্যাপ' গাড়ি বলা হয়। এই গাড়ি না কেনাই ভাল।

6 / 8
টেস্ট ড্রাইভ - সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগেও একটি টেস্ট ড্রাইভ নিয়ে ভাল করে দেখে নিন। ভিড় রাস্তা থেকে লং ড্রাইভ সব জাউগায় চালিয়ে দেখে নিন। তা হলে কোনও সমস্যা আছে কিনা বুঝতে সুবিধা হবে।

টেস্ট ড্রাইভ - সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগেও একটি টেস্ট ড্রাইভ নিয়ে ভাল করে দেখে নিন। ভিড় রাস্তা থেকে লং ড্রাইভ সব জাউগায় চালিয়ে দেখে নিন। তা হলে কোনও সমস্যা আছে কিনা বুঝতে সুবিধা হবে।

7 / 8
পুরনো রেকর্ড - গাড়িটির পুরনো রেকর্ড দেখে নিন। যেমন গাড়িটির কোনও অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। মাইলেজ কেমন দেয়। ইন্স্যুরেন্স আছে কি না। ট্যাক্স কত দিনের দেওয়া আছে, ইত্যাদি।

পুরনো রেকর্ড - গাড়িটির পুরনো রেকর্ড দেখে নিন। যেমন গাড়িটির কোনও অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। মাইলেজ কেমন দেয়। ইন্স্যুরেন্স আছে কি না। ট্যাক্স কত দিনের দেওয়া আছে, ইত্যাদি।

8 / 8
Follow Us:
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে